এলার্জি দূর করতে নিমের পাতার ব্যাবহার প্রাকৃতিক উপায়
বর্তমানে বেশিরভাগ মানুষের দেখা যায়যে এলার্জি রয়েছে। এলার্জি কঠিন একটা অসুখ না লহেও ব্যাপক পরিমানে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়।
একমাত্র যার এলার্জি আছে সে বলতে পারবে এর কত সমস্যা। এলার্জি এর কারণে নানা ধরনের খাবার খেতে পারি না।
তাই আজ আপনাদের সামনে নিয়ে এলাম এলার্জি প্রতিরোধী হিসাবে নিম পাতার ব্যাবহার। নিম পাতা ব্যাবহারে আপনার এলার্জি ভালো করতে পারবেন।
প্রথমে আপনাকে আনেক খানি নিম পাতা সংগ্রহ করতে হবে। তারপর নিম পাতা রোদে শুকান। পাতা শুকালে তা গুঁড়ো করার ব্যাবস্থা করুন।
তারপর গুড়ো করা পাতা এটা শুকনো পাত্রে সংগ্রহ করুন। তারপর প্রতিদিন সকালে খালি পেটে দুপুরে ভরা পেটে এবং শোবার আগে এক গ্লাস পানিতে এক চা চামচের তিন ভাগের এক ভাগ বিজিয়ে রাখে পান করুন।
চাইলে মাঝে মাঝে নিম পাতায় বিজানো পানিতে গোসল করতে পারেন।
এভাবে আপনাকে প্রায় এক মাস ব্যাবহার করতে হবে। তারপর দেখতে পারবেন যে আপনার এলার্জি কমে যাচ্ছে।
এলার্জি ভালো হলেও যে সকল খাবার এলার্জির জন্য ক্ষতিকর তা থেকে বিরত থাকুন।
Tag:-
এলার্জি প্রতিরোধে নিম পাতার ব্যাবহার, নিম পাতার উপকারিতা, এলার্জি প্রতিরোধী ব্যাবস্থা প্রাকৃতিক উপায়
বর্তমানে বেশিরভাগ মানুষের দেখা যায়যে এলার্জি রয়েছে। এলার্জি কঠিন একটা অসুখ না লহেও ব্যাপক পরিমানে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়।
একমাত্র যার এলার্জি আছে সে বলতে পারবে এর কত সমস্যা। এলার্জি এর কারণে নানা ধরনের খাবার খেতে পারি না।
তাই আজ আপনাদের সামনে নিয়ে এলাম এলার্জি প্রতিরোধী হিসাবে নিম পাতার ব্যাবহার। নিম পাতা ব্যাবহারে আপনার এলার্জি ভালো করতে পারবেন।
প্রথমে আপনাকে আনেক খানি নিম পাতা সংগ্রহ করতে হবে। তারপর নিম পাতা রোদে শুকান। পাতা শুকালে তা গুঁড়ো করার ব্যাবস্থা করুন।
তারপর গুড়ো করা পাতা এটা শুকনো পাত্রে সংগ্রহ করুন। তারপর প্রতিদিন সকালে খালি পেটে দুপুরে ভরা পেটে এবং শোবার আগে এক গ্লাস পানিতে এক চা চামচের তিন ভাগের এক ভাগ বিজিয়ে রাখে পান করুন।
চাইলে মাঝে মাঝে নিম পাতায় বিজানো পানিতে গোসল করতে পারেন।
এভাবে আপনাকে প্রায় এক মাস ব্যাবহার করতে হবে। তারপর দেখতে পারবেন যে আপনার এলার্জি কমে যাচ্ছে।
এলার্জি ভালো হলেও যে সকল খাবার এলার্জির জন্য ক্ষতিকর তা থেকে বিরত থাকুন।
Tag:-
এলার্জি প্রতিরোধে নিম পাতার ব্যাবহার, নিম পাতার উপকারিতা, এলার্জি প্রতিরোধী ব্যাবস্থা প্রাকৃতিক উপায়
0 Comments:
Post a Comment
♥সাথে থাকার জন্য ধন্যবাদ... আবার আসবেন..♥