Monday, October 30, 2017

জিপি সিমের সকল দরকারি ও প্রয়োজনিয় সার্বিস কোড Gp all important service code


জিপি সিমের সকল দরকারি ও প্রয়োজনিয় সার্বিস কোড Gp all important  service code


১। জিপি দিচ্ছে ১০এমবি ইমারজেন্সি ইন্টারনেট ব্যালেন্স!

জিপি দিচ্ছে ১০এমবি ইমারজেন্সি ইন্টারনেট!

- ইমারজেন্সি ইন্টারনেট পেতে ডায়াল করুন *1010*2#

- যখন ব্যালেন্স ১টাকা বা তার কম থাকবে, তখন নেওয়া যাবে।

- ১০এমবির মেয়াদ মোট ২দিন।

- এমবি চেক করতে ডায়াল *৫৬৭#

- পরবর্তী রিচার্জে ৫টাকা কেটে নেওয়া হবে।

- ১৮% ভ্যাট প্রযোজ্য হবে।




২। জিপিতে বিনামূল্যে ইন্টারনেট সেবা!!! ৪০টির বেশি সাইট ব্রাউজ করুন ফ্রীতে!

কি কি ওয়েবসাইট বিনামূল্যে ব্রাউজ করা যাবে?

ফেসবুক, ফেসবুক মেসেঞ্জার, উইকিপিডিয়া, প্রথম আলো, শিক্ষক ডট কম, আকু ওয়েদার, আস্ক ডট কম,

বিডি নিউজ ২৪, বিডি জবস, বিক্রয় ডট কম, বিং, ইএসপিএন ক্রিক ইনফো এবং দেশের প্রথম সারির নিউজ পোর্টাল, বেচা কেনার পোর্টাল সহ ৪০টির বেশি সাইট।

কিভাবে ফ্রী বেসিকসে বিনা মূল্যে ইন্টারনেট ইউজ করবেন?

গ্রামীনফোন অফিশিয়ালি এখনও কোন কন্ডিশন জানাই নি। তবে কন্ডিশন রবির মতই। নিচে তা তুলে ধরা হলঃ

আপনাকে ফ্রী বেসিক এর ওয়েবসাইট অথবা অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে সেবা নিতে হবে।

এটির মাধ্যমে শুধু ফ্রী সাইট ব্রাউজ করতে পারবেন।

কিন্তু কোন ছবি বা ফাইল ডাউনলোড করলে এমবি বা টাকা কাটবে।

ফ্রী বেসিক ইউজ করার জন্য ইন্টারনেট কানেকশন চালু থাকতে হবে।

ফ্রী ওয়েবসাইটগুলাতে ফ্রী বেসিক এর মাধ্যমে ফ্রীতে ঢুকতে পাবেন।

কিন্তু অন্য ব্রাউজার দিয়ে ঢুকলে টাকা বা এমবি কাটবে।

শুধু মাত্র মোবাইল থেকে বিনা মূল্যে সেবা নেওয়া যাবে।

গ্রামিনফোন:

ব্যলান্স চেক : *566#

নিজের নাম্বার দেখতে:*2#

সিম প্যাকেজ চেক : *111*7*2#

মিনিট দেখতে : *566*24# ,*566*20#

এস এম এস দেখতে : *566*2#

এম এম এস দেখতে : *566*14#

এম বি দেখতে : *566*10# , *567#

পরে কল করো : *123*Number#

নেট সেটিং রিকুয়েস্ট : *111*6*2#

মিস কল এলাট (অন) : type START MCA & Send to 6222

মিস কল এলাট (অফ) : Type STOP MCA & Send to 6222 .

Load comments