Sunday, January 21, 2018

অঙ্কের ধারুন কিছু জাদু ম্যাজিক Magic Tips



👉 প্রথম ম্যাজিক
১ থেকে ১০০ এর মধ্যে যেকোনো
একটি সংখ্যা কল্পনা কর।
এরপর সেই সংখ্যাটির সাথে ২ গুণ কর।
প্রাপ্ত গুণফলের সাথে ৫ গুণ কর।
নতুন গুণফল এর শেষে অবশ্যই ০ আছে । তাই
না? এখন শূন্যটি মুছে ফেল। দেখ প্রথমে
যে সংখ্যাটি তুমি
কল্পনা করেছিলে সেটি পেয়ে
গেছো।
উদাহরণ
মনে কর তুমি কল্পনা করেছ ২৫।
তাহলে ২৫ X ২ = ৫০
৫০ X ৫ = ২৫০
২৫০
২৫
এটি আসলে খুব সহজ একটি কৌশল।
যেকোনো সংখ্যাকে ১০ দিয়ে গুণ
করলে গুণফলের শেষে ০ থাকে।
সেই ০ মুছে দিলে তা আবার পূর্বের
সংখ্যাটি পাওয়া যায়। এখানেও
তাই ঘটেছে। তুমি যে
সংখ্যাটি কল্পনা করেছ সেটিকে ১০
দিয়ে গুণ করা হয়েছে। কিন্তু সেটি
হয়েছে দুই ধাপে। একবার
২ দিয়ে আর একবার ৫ দিয়ে। ৫X২ = ১০ ।
এবার নিশ্চয়ই বুঝতে পেরেছে।
এরকম আরো অনেক ম্যাজিক আছে।
চলো এমন কিছু ম্যাজিক শিখে ফেলি।


👉 দ্বিতীয় ম্যাজিক
১ থেকে শুরু করে ১০ এর নিচে যে
কোনো একটি সংখ্যা কল্পনা কর।
সংখ্যাটিকে ২ দিয়ে গুন কর।
এবার গুণফলের সাথে ৬ যোগ কর।
যোগফলকে অর্ধেক কর। মানে ২ দিয়ে
ভাগ কর।
এবার ভাগফলের থেকে তোমার
কল্পনা করা সংখ্যাটি বিয়োগ কর।
দেখ বিয়োগফল ৩।
এটাও শুধুই বুদ্ধির খেলা। যুক্তিকে
কৌশল হিসেবে কাজে লাগিয়ে
জাদুতে পরিণত করা হয়েছে।


👉 তৃতীয় ম্যাজিক
যে কোনো একটি সংখ্যা কল্পনা কর।
সংখ্যাটিকে ৩ দ্বারা গুণ কর।
সংখ্যাটির সাথে ৬ যোগ কর।
এবার যোগফলকে ৩ দিয়ে ভাগ কর।
প্রাপ্ত ভাগফল থেকে তুমি যে
সংখ্যাটি কল্পনা করেছিলে সেটি
বিয়োগ কর।
দেখ বিয়োগফল ২।
ধন্যবাদ সবাইকে।ট্রিকবিডির সাথেই থাকুন।
আপনার যেকোন প্রশ্ন থাকলে প্রশ্ন করে সাথে সাথে
উত্তর জেনে নিতে ভিজিট করুন nirbik.com



Load comments