Sunday, April 1, 2018

মন খারাপ sms ভালবাসার কষ্টের sms সুখের sms


(২৪৫) যেদিন আমি হারিয়ে যাবো,, সেদিন তুমি বুঝবে.. হাজার লোকের ভিড়ে সেদিন,, আমায় তুমি খুজবে.. সেদিন তুমি পাবেনা আর এই আমাকে,, পাবে শুধু ফেলে আসা স্মৃতিগুলোকে,, কষ্ট হয়ত তোমার বুকে আচড় কেটে যাবে.. কদিন গেলেই তুমি আবার নতুন সাথি পাবে..!!

(২৪৬) আকাশ ভরা দুঃখ আমার,, সাগর ভরা ঢেউ.. এত কষ্ট আমার বুকে,, দেখে নাতো কেউ.. দুঃখ দিয়ে স্বপ্ন বুনি,, কষ্ট দিয়ে আকি.. স্বপ্ন আমার ভেঙ্গে যায়,, আমি চেয়ে থাকি..!!


(২৪৭) চুপি চুপি বলি তোমায় প্রিয়তমা .... আমায় ছেড়ে যেন ধুরে যেওনা ... আচ তুমি আমার হৃদয়ের একদম গহীন বনে ....তোমায় ছাড়া আমি বাচতে পারবনা এই ভুবনে

(২৪৮) পাষান পৃথিবীর পাষান মানুষ ,স্বার্থের বিনিময়ে সবাই বেহুশ, ধুরে গেলে অভিমান কাছে এলে অভিনয়,মানুষ যে নিষ্টুর এটাই তার পরিচয়

(২৪৯) যদি দূ:খ দাও তবে মনে করবো তোমার ভালোবাসা ছিলো মিথ্যা কিন্তু এত দু:খ দিয়েছো আমায় ছেড়ে সারা জীবনের জন্য চলে গেছো মাটির কবরে

(২৫০) বসে আছি একা,ভাবছি তোমায় নিয়ে|ভাবতে ভাবতে হঠাৎ চোখে এল জল|তুমি জান আমার এ চোখের জল আনন্দের নয় অনেক কষ্টের|আর এ কষ্টের কারন হল তুমি.কেন দিলে আমাকে এত কষ্ট.আমি তো তোমাকে দেই নি,তবে তুমি কেন| ভাল থাক অনেক সুখে থাক আমি দেয়া করি|

(২৫১) একটা সময় হারিয়ে যায়,অনেক সময়ের মাঝে.... একটা সম্পর্ক হারিয়ে যায় একটা কথার ভুলে....একটা মন ভেঙ্গে যায় ছোট্ট অপমানে!!....একটা জীবন শেষ হয়ে যায় একটু অভিমানে....রাকেশ প্রধান

(২৫২) ছিরে ফেলেছি আমি ডাইরির পাতা...সেথা লেখা ছিল হাজার স্বপ্নের কথা..ছিরতে পারিনি আমার মনের পাতা..যেখানে জমে আছে আছে জীবনের অনেক ব্যাথা !!

(২৫৩) স্বপ্ন যখন চোখের পাতায়ফুটবে কারোর হয়েদারিয়ে তুমি থাকবে একা সময় যাবে বযে !!ভেবো নাকো একলা তুমি??দুঃখের বোঝা নিয়ে !!দেখবে আমি পাশে আছি তোমার বন্ধু হয়ে,

(২৫৪) পাথর চাপা কষ্ট বুকে,, কষ্টের কথা বলি কাকে?? যার কারনে নিস্ব হলাম,, সেইতো আছে বেশ সুখে,, আর আমার কথা ভুলেই গেছে..!!

(২৫৫) জানি তুমিও একা, আমিও একা. পার্থক্য হলো শুধু আমি কাঁদি, তুমি কাঁদোনা ! তুমি ভাল আছো, আমি ভাল নাই..!!

(২৫৬) কি অপরাধ ছিলো আমার?খুব বেশি ভালোবেসে ছিলাম,এটাই কি ছিলো অপরাধ?কেনো আমার জীবন টা নিয়ে খেলা করলে ও রকম?পৃথিবীতে নাকি দুইটা জিনিস পাওয়া খুব কষ্ট সাধ্য।১:) মনের মানুষ।২:) মানুষের মন।সত্যি আজ দু চোখের জল দিয়ে সেটা বিশ্বাস করতে হচ্ছে।

(২৫৭) দিলাম ঝর্না,তোমার যত কথা।ফিরিয়ে নিলাম আমারদেয়া,তোমার যত ব্যথা।ফিরিয়ে নিলাম শর্ত গুলো,ফিরিয়ে দিলাম সুখ।বুক ভরে নিলাম ঝরণা,তোমার দেয়া দুঃখ।মুছে দিলাম হ্রদয়ে তোমার,আকাঁ আমার মুখ।বুকটি ভরে দিলাম তোমায়,পৃথিবীর সব সুখ।

(২৫৮) এই পৃথিবীতে প্রিয় মানুষ গুলোকে ছাড়া েবঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয়. কারো জন্য কারো জীবন থেমে থাকে না. জীবন তার মতই প্রবাহিত হয়. তাই, যেটা ছিলনা সেটা না পাওয়ায় থাক, সব পেয়ে গেলে জীবনটাও একঘেয়েমি হয়ে যায়,মনে রেখো পৃথিবীর সকল কষ্টই ক্ষনস্থায়ী..

(২৫৯) ঐ বিশাল আকাশের কষ্টকি মানুষেরচেয়েও বেশি?ইচ্ছে হলেই তো আকাশ তারজমে থাকা কষ্টগুলোবৃষ্টি হয়ে ঝরিয়ে দিতে পারে। কিন্তু মানুষ?কিছু মানুষআছে যারা জমে থাকা কষ্টগুলোঅশ্রুহয়ে ঝরিয়ে দিতে পারে না।বুকের ভেতর কষ্টগুলো জমাট বেঁধে থাকে।আর সেই কষ্টগুলো ধারনকরার ক্ষমতাওই বিশাল আকাশেরও

(২৬০) আমার প্রতিটা এস এম এস এ হয়তো তুমি রাগানিত হউ। কিন্তু কি করবো বলো,তোমার ফোনটা ও বন্দ। ভালোবাসা বহনের আর কুনো বাহন আমার জানা নেই।আর কখনোই এস এম এস করবো না তোমাকে।কখনোই অধির অপেক্ষা নিয়ে বসে থাকব না তুমার একটা ফোন কলের আশায়।কখনোই আর বলা হবে না,সব ভুল আমার ছিলো। ক্ষমা করে দিয়ে ফিরে আসো,ফিরে

(২৬১) তোমাকে মনে পড়ে না এমন কুনো মুহূর্ত নেই।আর বৃষ্টি হলে তো মনকে ধরেই রাখতে পারি না।মনের জমানো সব ব্যাথা বৃষ্টির ফোঁটার সাথে চোখ দিয়ে বেরিয়ে আসতে চায়।আজ ও বৃষ্টি হচ্ছে।বৃষ্টির সাথে কেমন যেনো একটা গভীর সম্পর্ক তৈরী ফেলছি নিজের অজান্তেই।তাই তো বৃষ্টির জলের সাথে মিশে একাকার হয়ে গেলো আমার চোখের বৃষ্টি

(২৬২) একা পথ চলতে চলতে অভ্যাসহয়ে গেছে,তাই হয়ত আজ আর আমি পথ ভুলকরি না …তোমাকে না দেখে থাকাওঅভ্যাস হয়ে গেছে,এজন্যে হয়ত আজকাল ব্যস্ততারমাঝে আরতোমাকে মনেও পরে না …কষ্ট পেতে পেতে কষ্টগুলোকেইজীবনেরসঙ্গী করে নেওয়ার অভ্যাসহয়ে গেছে,তাই হয়ত আজ আর আমি কষ্ট পাই না

(২৬৩) গোলাপ যদি সুন্দরহয়,গাছে এতো কাটা কেন?মণি যদি মুল্যবান হয়,বিশাক্ত_সাপেরমাথায় কেন?ভালবাসা যদি সর্গহয়,তাহলে এতো কষ্ট কেন??

(২৬৪) কারো সাথে অভিমান করতে হলে তাঁর উপর মিনিমাম একটা অধিকার থাকা লাগে।না হলে সে কখনোই তোমার অভিমান ভাঙ্গাতে আসবে না।কিন্তু আমি সেটা ভুলে গেছিলাম।ভুলে গেছিলাম দুই দিনের কথা বলায় কারো উপর কুনো অধিকার তৈরী হয় না।যেটা তৈরী হয় সেটা শুধু মাত্র একটা মনুসত্ত ছাড়া আর কিছুই না।

(২৬৫) কষ্টে তো কষ্টই থাকে।কিনতু সেই কষ্টে অন্য কিছুর ছোঁয় মনে হয়,যখন ভালোবাসার মানুষটি কষ্ট দেয়।আবার,সকল কষ্টকেই তুচ্ছ মনে হয়,যখন সেই কষ্ট দেবার মনুষটিই ভালোবেসে জন বলে ডাকে।

(২৬৬) তোমাকে মনে পড়ে না এমনকোনো মুহূর্ত নেই।আরবৃষ্টি হলে তো মনকে ধরেইরাখতে পারি না।মনেরজমানো সব ব্যাথা বৃষ্টির ফোঁটারসাথে চোখদিয়ে বেরিয়ে আসতে চায়।আজ ও বৃষ্টি হচ্ছে।বৃষ্টির সাথে কেমনযেনো একটা গভীর সম্পর্কতৈরী ফেলছি নিজের অজান্তেই।তাই তো বৃষ্টির জলেরসাথে মিশে একাকারহয়ে গেলো আমার চো

(২৬৭) জীবনে অনেক কিছু চাওয়ার থাকে,অনেক কিছু পাওয়ার থাকে ।But সব কিছু পাওয়া যায় না ॥ আর যা কিছু পাওয়া যায় তার মাঝে-ইনা পাওয়ার কষ্টটাকে আড়াল করে নিতে হয় ॥এই বাস্তবতা কে মেনে নিয়ে আজও বেঁচে আছি হাজারো কষ্টের ভিড়ে ॥

(২৬৮) তুমি বলেছিলেনা, কোন দিন আমায় ছেড়ে যাবে না।সারা জীবন আমার পাশে রবে॥তবে আজ কেন,ছেড়ে চলে গেলে আমাকে একা ফেলে।কী আমার দোষ ছিল,তোমাকে নিজের চেয়ে বেশী ভালবেসে ছিলাম বলে॥

(২৬৯) সেদিন খুব খারাপ লেগেছিল,যেদিন বলেছিলে !! তোমার মাঝে কি প্রতিভা আসে যে তুমি আমাকে ভালবাস বে? কথা টা মনে পর লে শুধু কস্ট লাগে! ভাল আছ জানি ভাল থেকো।

(২৭০) কাকে ভাসবাসার জন্য এগিয়েছিলাম যার কাছে আমি দুই চোখের বিশ মাত্র… সত্যি বল্ছি তোমাকে খুব ভাল বেসেছিলাম, কিন্তু এখন সত্যি আর বাসিনা

(২৭১) আমার জিবনে কুনো কিছু আপন করে পাই না ""আমার মনে হয়া আমি আল্লাহ কাছে বড় কুনো ক্ষতি করেছি"""আমার কুনো আশা পুরন হয় না...........আমি কিছু চাইলে পাই না কেন ,"""""'আমি আল্লাহ কাছে অনেক বেশি কিছু চাই """"কেন য়ে এমন হয়া কেউ কি বলতে পারেন """"জানি না আমি কি করেছি ""

(২৭২) রাতের শেষ প্রহরে,স্বপ্নকে হারিয়ে যেতে দেখছি ..তাই বলে ভেবনাহারানো স্বপ্নের বিষাক্ততায়,আমি হারিয়ে গেছি আলোয় ..যদি কষ্টের বিষাক্ততায়চোখ ভিজে যায় জলে তবে আমায় ডেকো !!তোমার চোখের জল মুছতে আসবো আমি ফিরে॥

(২৭৩) তুমি ভূল করেও, ভূল করোনি,তাই আমি অপরাধী।তুমি পথ দেখিয়েও, পাশে হাটনি,তাই এখন আমি একলা হাটি।

(২৭৪) তুমি যেদিন আমারকাছে ফিরে আসতে চাইবেসেদিন দেখবে কালেরস্রোতে হারিয়ে গেছি আমিদেখবে তুমি একাইবসে আছো রাতের ওইনীল আকাশের নিচে.....আর আমি...আমি সেই নীল আকাশেরছোট্টএকটি তারা হয়ে তোমারপানে চেয়ে থাকবো..আর তখনই তুমি বুঝবেযে ভালোবাসার মানুষহারিয়ে গেলে কতটা কষ্টপেতে হয়॥

(২৭৫) একটা কথা রাখিস...যদি কখনো কান্না পায় আমায় একটুডাকিস...।হাসতে চাই না তোর সুখেতে তোরদুখেতে কাঁদতে দিস....।দুখের দিনে মেঘলা মনেপড়বি যখন একলা হয়ে....আমায় একটু মনে করিস....।কেউ রবে না যখন পাশে দু'চোখযখন ঝাপসা হবে আমায় তখন একটুডাকিস....চোখের জল টুকু মুছতে দিস..

(২৭৬) যদি ভুলকরে ভুলে যাওয়া যেতোতবে তোমায়ভুলে যেতাম ।যদি অভিমানকরে দূরে যাওয়া যেতোতবে তোমায়ছেড়ে যেতাম ।যদি ইচ্ছেরজোরে ঘৃণা করা যেতো তোমায়,তবে তোমায়ঘৃণা করতাম ।যদি কান্নারজলে আমার সকলদুঃখধুয়ে যেতো,তবে দু'চোখেরজলে সাগরসৃষ্টি করতাম ।যদি আরএকটি বারতোমায়ক

(২৭৭) আর কত ভালবাসলেভালবাসবে তুমি আমায়আর কত কাঁদলেগলবে তোমার হৃদয়।আর কত রাত জাগলেবুঝবে তুমি আমায়আর কত অপেক্ষা করলেশেষ হবে অপেক্ষা আমার।আর কত দিন কাটলেআসবে তুমি কাছে আমারআর কত পোড়ায়েখাটি করবে আমার হৃদয়।আর কত সাগরে ভাসলেদেখা দিবে তুমি আমায়আর কত পরীক্ষার পরশেষ হবে আমাকে জানার।

(২৭৮) তুমি চলে যেতে পারবেকিন্তু তোমারসাথে জড়িয়ে থাকা,স্মৃতিগুলো নিয়ে যেতে পারবে না...হয়তো তুমি আমাকে ভুলে যেতে পারবে,কিন্তু আমারভালোবাসাকে ভুলতে পারবে না...প্রতিটি মুহূর্ততোমাকে স্মরনকরিয়ে দিবে,নীরবে চোখের জলফেলতে হবে, আমার এই নিঃস্বার্থভালোবাসার জন্য.....

(২৭৯) আকাশের কষ্ট গুলো মেঘ হয়ে ভাসে___মেঘের কষ্ট গুলো বৃষ্টি হয়ে আসে___পাথরের কষ্ট গুলো ক্ষয়ে ক্ষয়ে পরে___আর মনের কষ্ট গুলো অশ্রু হয়ে ঝরে...

(২৮০) দিন যায় রাত আসে!কেউ কাদে,কেউ হাসে...!তাতে কিবা যায় আসে....?

(২৮১) আমি তোমাকে ভালোবাসি কেন জান ?কারন তুমি আমাকে কষ্ট দাও,কারন তুমি আমায় ঘৃণা কর,কারন তুমি আমার থেকে অনেক অনেকদূরে চলে যেতে চাও ।তুমি আমায় ভালো না বাসলেও আমি তোমাকে কেবল তোমাকেইভালোবেসে নিজের সারা জীবনকাটিয়ে দেব ।আমার মনের এই নিঃস্বার্থভালোবাসা কেবল তোমার জন্য, কেবলইতোমার জন্য ...

(২৮২) কাউকে ভালবাসি বোঝানোর,সবথেকে বড় অনূভুতি হলকান্না করা,কারণযার জন্য কান্না আসে না ,তার প্রতি কখনও ভালবাসাথাকে না,জোর করে হাসা যাবে কিন্তুকান্না করা যাবে না |

(২৮৩) অতিরিক্ত মন খারাপ হলে মানুষএকেবারে নিরব নিথর হয়ে যায়।একা থাকতে ভালোবাসে। কারণতখন তার সমস্যাকে নিজের মতকরে কেউদেখে না কিংবা মূল্যায়ন করে না।তাই মন খারাপের বেলায় একাকিত্বই হয় মানুষের একমাত্র সংগী।

(২৮৪) যে তোমায়পেয়ে অন্যকে ভুলে যায়সে তোমারথেকে ভালো আরেকজনকে পেলে তোমাকে ওভুলে যাবে।কারনসে কাউকে ভালবাসে না সে শুধুনিজের স্বার্থ খোজে..!!

(২৮৫) কান্নার জল সবাই দেখে..হৃদয়ের কষ্ট কেও দেখেনা..পাওয়ার আনন্দ কিছু দিন থাকে..কিন্তূ না পাওয়ার বেদনা সারাজীবন এ ও ভুলা যায়না..!!

(২৮৬) ,যে পথে তোমারসাথে,,,,,,,,,,রোজ হতো দেখা,,,,,,সেই পথে আ,,,,আমি আছি শোধুএকা ।,,,,,,,যে মনে ছিলে তুমি,,,,,ছিলনা আর কেউ,,,,,সে মনে আজ শোধু,,,,,,,,বেদনার ঢেউ ।,,,,,,যে চোখে প্রতিরাতে,,,,,,স্বপ্ন তুমি ছিলে,,,,,সে দু,টি চোখ আজ,,,,,,,,ভাসে শোধু জলে ।,,,,যে আশা ছিল আমা

(২৮৭) কিছু রাত কেটে যায় সপ্ন বিহিন.. কিছুআশা ভেঙ্গে যায় নিরবে.. কিছুস্রিতি কাদিয়ে যায় আরালে.. কিছু মানুষদুরে হারায় কিছু না বলে..!!

(২৮৮) ভালবাসার জগতে কিছু প্রাপ্তি যদি থাকে, তার নাম বেদনা।

(২৮৯) আমার স্বপন তুমি, আমার আশা তুমি, আমার ভালবাসা তুমি আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমার জান আমার প্রান তুমি শুধু আমার

(২৯০) গোপনে বেসেছি ভাল প্রকাশ করিনিবলব বলব বলেও কোন দিনবলতে পারিনিমনে শুধু প্রশ্ন জাগে তুমি ও কি আমাইভালোবাসো?মনে আবার ভয়ই জাগে কি জানি কি ভাবেচেষ্টা অনেক করি তবুওবলতে পারিনা মনের কথাসে কথাই যদি তুমি পাও একটু ব্যথাএই নাবলা কথাটি শুধু কষ্ট দিসছে আমাইআড়াল থেকে ভালবেসে যাচ্ছি শুধু তমাই।

(২৯১) দিলাম ঝর্না,তোমার যত কথা।ফিরিয়ে নিলাম আমারদেয়া,তোমার যত ব্যথা।ফিরিয়ে নিলাম শর্ত গুলো,ফিরিয়ে দিলাম সুখ।বুক ভরে নিলাম ঝরণা,তোমার দেয়া দুঃখ।মুছে দিলাম হ্রদয়ে তোমার,আকাঁ আমার মুখ।বুকটি ভরে দিলাম তোমায়,পৃথিবীর সব সুখ।

(২৯২) ভালোবাসা করতে গিয়ে আজ আমি নিঃস্ব হয়ে গেছি, নিজেকে ভালোবাসার জন্য এতটুকু ভালোবাসাও আজ নেই আমার মনে। আজ আমি পরাজিত তোমায় ভালোবেসে? এতটা ভালোবাসার পরেও কোথায় যেন ভালোবাসার কমতি ছিলো, যা আমি আজও বুঝতে পারিনি? তাই বলে কি তুমি আমায় একলা ফেলে চলে যাবে? তোমায় আজো আর দোষ দিব না, শুধু যাওয়ার সময় বলে যাবো, জীবনের শেষ পথে গেলেও তোমায় মনে রাখবো। মনে রেখো কোন একজন তোমায় ভিশন ভালোবাসতো, কিন্তু তখন চাইলেও আর আমায় ফিরে পাবে না।

(২৯৩) হয়তবা আমি তোমার হাতে হাত রেখে অনেকটা পথ হাটতে পারিনি, তোমার চোখে চোখ রেখে তোমার চাওয়া পাওয়াটা বুঝতে পারিনি, হয়তবা তোমার ঠোঁটে ঠোঁট রেখে তোমার আশা পূরণ করতে পারিনি, তার মানে এই না যে, আমি তোমাকে ভালোবাসতাম না? এমনটাও ভেবোনা যে, আমি ভালোবাসতে জানতাম না? সত্যি বলতে আমি আমার নিজের চেয়েও শতগুণ বেশি ভালোবাসতাম তোমায় । যে কারণে শত কষ্টেও তোমার সুন্দর্য্য থেকে দূরে থেকেছি এই ভয়ে যে, যাতে তুমি আমায় ভুল বুঝতে না পারো। কিন্তু আজ তুমি সত্যি অনেক দূরে চলে গেছো, সাথে সাথে আমাদের সম্পর্কটাকেও দূর করেছো। হয়তবা তোমার কাছ থেকে এটাই পাওয়ার ছিলো আমার।

(২৯৪) নিরবে ভিজে যায় চোখের পাতা,কষ্টের আঘাতে বেড়ে যায় বুকের ব্যথা,জানিনা এই ভাবে কাটাতে হবে কতদিন,আমার এই জীবনে কি আসবে না সূখের দিন

(২৯৫) নিরবে ভিজে যায় চোখের পাতা,কষ্টের আঘাতে বেড়ে যায় বুকের ব্যথা,জানিনা এই ভাবে কাটাতে হবে কতদিন,আমার এই জীবনে কি আসবে না সূখের দিন

(২৯৬) সুখ আমার দাদার শালা সুখের দরজায় জাপানি তালা । দুঃখ আমার জীবন সাথী মামার বাড়ীর আবদার নাকি । সুখের ছোয়া চাইতে মানা দুঃখ করে তাল বাহানা!

(২৯৭) জীবনে একটা দারুন স্বপ্ন ছিল"শুরু না হতেই ভেংঙ্গে গেল"একটা আশার প্রদিপ ছিল"জ্বলতে গিয়েই নিবে গেল"একটা প্রিয় মানুষ ছিল"পাওয়ার আগেই হারিয়ে গেল।

(২৯৮) জীবনের কষ্ট গুলো যদি বেঁধে রাখা যেত ,,, তবে তা যত্ন করে বেঁধে রাখাতাম ,, কারন, কোন একসময় যদি ফিরে আসো,,,, তাহলে দেখাতাম ,,,তুমি চলে যাওয়া তে কতটা কষ্টে ছিলাম আমি ,,

(২৯৯) জানি না হাঁরিয়ে গেছো কোন দূর অজানায়… জানি না কি ভূল ছিল আমার ভাবনায়…তাই পেয়েও হাঁরিয়েছি আজ তোমায়…

(৩০০) যদি জানতাম তোমার কষ্টের কারন হব আমি। তোমার এক ফোটা অস্রুর কারন হব আমি। তবে সত্যি বলছি কখনোই আসতাম না তোমার জীবনে, শুধু দুর থেকে ভালোবাসতে যেতাম তোমায়

(৩০১) এগিয়ে গিয়েও পিছিয়ে আসি...... পেরোতে চাই না একা ..... এই পথের নাম পাবে নিজের দাম ..... তুমি একবার দিলে দেখা

(৩০২) জানি না হাঁরিয়ে গেছো কোন দূর অজানায়… জানি না কি ভূল ছিল আমার ভাবনায়…তাই পেয়েও হাঁরিয়েছি আজ তোমায়…

(৩০৩) সুখ নামের ময়না পাখি হয়তো আর আসবেনা ফিরে আমার এই মনের ছোট ঘরে| দুঃখ নামের নিষ্ঠুর পাখি আমার থাকবে সারা জনম ভরে |

(৩০৪) বন্ধু তুই ভালো থাকিস!! আমি চল্লাম আজ অনেক দুরে!!যানিনা কোন কারনে এভাবে গেলিআমায় একা করে!!তাই আমিও চল্লাম সেই পথে,, যেখান থেকে কেউ কখনো আসেনি ফিরে..!

(৩০৫) আজ হলো সেই দিন, সুখ পেলাম যত! আজ হলো সেই দিন, বুকে পেলাম ক্ষত! আজকের এই দিনে, আপন হলো পর! আজকের এই দিনে, ভাঙলো এই অন্তর!

(৩০৬) আজ থেকে বদলে যাব, হয়ে যাব নিষ্টুর! করে আপন সাঁদা কাফন, পাড়ি দেব অচিনপুর! ভুলে গিয়ে সব কিছু, বাঁধবো একটি ঘর! সেই ঘরটির নাম হবে, অন্ধকার কবর!

(৩০৭) কিছু কষ্টো আছে জমা এইনা মনের ঘরে , কিছুটা জল চোখটা বেয়ে অঝোর ধারায় ঝড়ে । চোখটা মুছে হঠাত আবার মিথ্যেকরে হাসি , হাসতে হাসতে খুঁজতে থাকি কেন ভালোবাসি ?

(৩০৮) কষ্ট মানুষ কে পরিবর্তন করে , কষ্ট মানুষ কে শক্তিশালি করে আর প্রতিটি কষ্টের অভিঙ্গতাই আমার জন্য নতুন শিক্ষা ।

(৩০৯) আজও কেন কাদাঁয় তোমার দেয়া স্মৃতিগুলো, ভেংগে দেয় মন অবেলায়, একা পরে থাকে তোমার লেখা চিটি গূলো। শূণ্যতায় দিন যে হাড়ায়। সে কী জানে ভাংগা মনে কেউ ত বাসেনা খুব গোপনে, কতো যে ফাগূনে শরত্‍ ও বিকেলে ভিজে শ্রাবনে তুমি তো এলে না ফিরে এমনে । তোমায় ছুয়ে ছুয়ে মেঘের আঁচল টুরে কোথাও নিয়ে যায় ।

Load comments