Wednesday, September 5, 2018

দূর্গা পূজার শুভেচ্ছা বাণী ছবি durg pujaer bangla sms

দূর্গা পূজার শুভেচ্ছা বাণী ছবি durg pujaer bangla sms


৪১.সঙ্গ হলো পুজোর বেলা, আজ মায়ের যাবার পালা, আসছে বছর আবার হবে, মনে তে এই আসা রবে, শুরু হলো সিঁদুর খেলা, বিজয়া সারব এই বেলা, তাই আমার বিশেষ ধারা, এসেমেস এ বিজয়া সারা , শুভ বিজয়া


৪২.বিজয়া হোক মিষ্টি মুখে ঢাকের আওয়াজ হলো মৃদু , মায়ের হাসি হলো ম্লান, এবার মাগো বিদায় তবে আসছে বছর আবার হবে, সবাই কে মা রাখিস সুখে, বিজয়া হোক মিষ্টি মুখে . শুভ বিজয়া

৪৩.ঢাকের আওয়াজ ধাই কুরকুর শোনা যায় ওই আগমনী সুর মায়ের এবার আসার পালা শুরু হল মজার খেলা তাই নিয়ে এই সুখ মন জানাই তোমায় অভিনন্দন ।

৪৪.ষষ্ঠীতে থাক নতুন ছোঁয়া সপ্তমী হোক শিশির ধোয়া অঞ্জলি দাও অষ্টমীতে আড্ডা জমুক নবমীতে। দশমীতে হোক মিষ্টি মুখ পুজ সবার খুব ভালো কাটুক ।

৪৫.পূজার বাঁশী বাজে দূরে মা আসছেন বছর ঘুরে শিউলির গন্ধে আগমনী কাসের বনে জয়ধ্বনি নীল আকাশে মাকে খুঁজো হাসি খুশি কাটুক পূজো ।

৪৬.ঢাকের কাঠি উঠল জে মা আসছেন সেজে গুজে চারিদিকে আজ মাতন লাগে পূজার দিন যেন ভালো কাটে ।

৪৭.ঢাকের তালে ধুনুচি নাচন এটাই প্রাচীন রীতি মনের ফ্রেমে বাধিয়ে রেখো দুর্গা পূজার স্মৃতি ।

৪৮.রোদের ঝিলিক শরত আকাশ, শিউলি ফুলের গন্ধ মা আসছে ঘরে এবার দরজা কেন বন্ধ পূজো এল তাইতো আবার বাজনা বাজায় ঢাকি পূজো আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি ।

৪৯.হিমের পরশ লাগে প্রানে শারদীয়ার আগমনে আগমনীর খবর পেয়ে বনের পাখি উঠল গেয়ে শিশির ভেজা নতুন ভরে মা আসছেন আলো করে ।


৫০.পুজো মানে নীল আকাশে সাদা মেঘের ভেলা পুজো মানে হারিয়ে যাওয়া প্রেমের ফিরে আসা পুজো মানে নতুন করে আবার ভালোবাসা ।

৫১.শরত সকাল হিমেল হাওয়া আনমনে তাই হারিয়ে যাওয়া কাশফুল আর ঢাকের তালে শিউলি নাচে ডালে ডালে মা আসছেন বছর ঘুরে পুজোর হাওয়া তাই জগত জুড়ে ।

৫২.শরৎ সকাল হিমেল হাওয়া আনমনে তাই হারিয়ে যাওয়া কাশফুল আর ঢাকের তালে শিউলি নাচে ডালে ডালে মা আসছেন বছর ঘুরে পূজোর হাওয়া তাই জগৎ জুড়ে।

৫৩.পুজো মানে নীল আকাশে সাদা মেঘের ভেলা। পুজো মানে হারিয়ে যাওয়া প্রেমের ফিরে আসা। পুজো মানে নতুন করে আবার ভালোবাসা

৫৪.পূজা পূজা পূজা চলে এলো পূজা |আসতে আসতে চলে যাবে নীল আকাশের হাওয়াএ...!!

৫৫.সুন্দর আকাশ সুন্দর দিন |পূজার জন্য বাকি আর 7 দিন | সবাইকে পূজার অগ্রিম শুভেচ্ছা |

৫৬.অঞ্জলির শ্লোক ,তোমার চোখে চোখ,আলোকোজ্জ্বল অষ্টমীতেআলাপটা হোক !!শুভ দুর্গাপূজা !

৫৭.বিসর্জনের বাজনামা যে এবার যাওয়ার সাজে.বিসর্জনের বাজনা বাজে,বলুক সবাই মুখর রবে,আসছে বছর আবার হবে.শুভ বিজয়ার প্রীতি ও সুভেচ্ছা


৫৮.ঢাকের কাঠির বিদায় সুরে, উদাস করে মনচললেন মা মহামায়া, আজকে বিসর্জন !ঢাকের তালে ধুনিচি নাচনএটাই প্রাচীন রীতি,মনের ফ্রেম -এ বাঁধিয়ে রেখো দূর্গা পুজোর স্মৃতি !বিজয়ার অনেক সুভেচ্ছা আর ভালবাসা ..


৫৯.পূজার বাঁশী বাজে দূরেমা আসছেন বছর ঘুরেশিউলির গন্ধে আগমনীকাসের বনে জয়ধ্বনিনীল আকাশে মাকে খুঁজোহাসি খুশি কাটুক পূজো 

৬০.অঞ্জলির শ্লোক ,তোমার চোখে চোখ,আলোকোজ্জ্বল অষ্টমীতেআলাপটা হোক !!শুভ দুর্গাপূজা !!

Load comments