Thursday, February 7, 2019

খ্রিষ্টান ধর্মাবলম্বীর এসএমএস christian bangla sms new for wish

খ্রিষ্টান ধর্মাবলম্বীর এসএমএস christian bangla sms new for wish


“আমার বিধিসমূহ এবং নিয়মাবলী মনে রেখো, সেগুলি মান্য করো, তাহলে তোমরা নির্ভয়ে তোমাদের দেশে বাস করবে| - - লেবীয় পুস্তক Leviticus 25:18


অনন্ত জীবনের প্রত্যাশা থেকেই আমাদের সেই বিশ্বাস ও জ্ঞান লাভ হয়৷ সময় শুরুর পূর্বেই ঈশ্বর সেই জীবনের প্রতিশ্রুতি দিয়েছিলেন আর ঈশ্বর মিথ্যা বলেন না৷ - তীত 1:2


অন্তরে যাঁরা শুচি তাদের কাছে সব কিছুই শুচি; কিন্তু যাদের অন্তর কলুষিত ও যাঁরা অবিশ্বাসী তাদের কাছে কিছুই শুচি নয়, বাস্তবে তাদের মন ও বিবেক কলুষিত হয়ে পড়েছে৷ - তীত 1:15


আকাশ ও পৃথিবী একদিন শেষ হবে, কিন্তু আমার কথা চিরদিন থেকে যাবে.. -মথি(২৪:৩৫)


আমি আমাদের প্রভু খ্রীষ্ট যীশুকে ধন্যবাদ জানাই, কারণ তিনি আমাকে বিশ্বস্তমনে করে তাঁর সেবা করার কাজে নিযুক্ত করেছেন৷ - তিমথি ১ 1:12


আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ ও শান্তি, তোমাদের সহবর্তী হোক্৷ - ফিলেমন 1:3


একজন অন্ধ মানুষ যদি আর একজন অন্ধ মানুষকে রাস্তা দেখাতে যায়,তাহলে দুজনেই গর্তে পড়বে... -ম্যাথিউ(১৫:১৪)


ঈশ্বরের পথে চলতে গিয়ে যাঁরা নির্য়াতন ভোগ করছে তারা ধন্য, কারণ স্বর্গরাজ্য তাদেরই হবে৷ মথি (৫:১০)


ঘাস শুকিয়ে যায় আর ফুল ঝরে যায়, কিন্তু প্রভুর বাক্য চিরকাল থাকে... -১ পিতর ১:২৪-২৫ পদ


একজন প্রাচীনের কাজ হল ঈশ্বরের কাজে তত্ত্বাবধান করা সুতরাং তাকে নির্দোষ, নম্র, উদারচিত্ত এবং ক্রোধে ধীর হতে হবে, মাতাল মারকুটে ও লোক ঠকিয়ে ধনী হবার চেষ্টা সে করবে না৷ - তীত 1:7


যিনি যুগপর্য়ায়ের রাজা, অক্ষয়, অদৃশ্য ও একমাত্র ঈশ্বর; যুগপর্য়ায়ে যুগে যুগে তাঁরই সম্মান ও মহিমা হোক্৷ আমেন৷ - তিমথি ১ 1:17


প্রাচীনরূপে গন্য হবে সেই ব্যক্তি, য়ে কোন দোষে দোষী নয়, য়ে কেবল একজন স্ত্রীর স্বামী, যার ছেলেমেয়েরা খ্রীষ্টবিশ্বাসী এবং বেয়াড়া বা অবাধ্য বলে পরিচিত নয়৷ - তীত 1:6
পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ ও শান্তি তোমাদের সহবর্তী হোক্৷ - থেসালোনিকীয় ২ 1:2


পুরানো চামড়ার থলিতে কেউ নতুন দ্রাক্ষা রস রাখে না, রাখলে চামড়ার থলিটি ফেটে যায়, ফলে দ্রাক্ষারস পড়ে যায় আর থলিটিও নষ্ট হয়৷ টাটকা রস নতুন থলিতেই রাখতে হয়, তাতে দুটোই সুরক্ষিত থাকে৷’ - মথি(৯:১৭)
হে সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময় ক্রোধে ধীর ও দয়া ও সত্যে মহান ..

খ্রিষ্টান ধর্মাবলম্বীর এসএমএস christian bangla sms new for wish

Load comments