Tuesday, February 26, 2019

রবি ব্যালেন্স ট্রান্সফার এর নিয়ম robi balance transfer


রবি ব্যালেন্স ট্রান্সফার এর নিয়ম robi balance transfer 

ব্যালেন্স ট্রান্সফারের জন্য একটা নতুন সেবা চালু করা হয়েছে। প্রিপ্রেইড এবং পোস্টপেইড উভয় গ্রাহকই যে কোন সময়ে যে কোন রবি প্রিপেইড একাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন।


 এই সেবা রবির গ্রাহকগণকে যোগাযোগের ক্ষেত্রে চমৎকার সুযোগ করে দেবে। ব্যালেন্স ১ টাকার কম থাকলেও গ্রাহকগণ যোগাযোগ করতে পারবেন। রবির প্রিপেইড গ্রাহকগণ যে কোন রবি নম্বরে ব্যালেন্স চেয়ে অনুরোধ পাঠাতে পারেন। এধরনের সুযোগ বাংলাদেশে এই প্রথম।

 কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন? ব্যালেন্স ট্রান্সফারের জন্য এখন নিবন্ধনের প্রয়োজন নেই। ট্রান্সফারের জন্য ম্যাসেজ অপশনে গিয়ে টাকার পরিমাণ (যেমন, ২০) লিখুন এবং ১২১২০১৮xxxxxxxx নম্বরে এসএমএস পাঠিয়ে দিন (এখানে ০১৮xxxxxxxx হচ্ছে ব্যালেন্স গ্রহণকারীর নম্বর)|

 প্রথমবার লেনদেনের পর এই সেবার জন্য আপনি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনভূক্ত হবেন। সফলভাবে ট্রান্সফারের পর আপনি একটি পিন কোড পাবেন। পুনরায় ট্রান্সফার এর জন্য পিনটি ব্যবহার করুন। পিনটি বন্ধ করতে off  আপনার পিন  লিখে ১২১০ নম্বরে এসএমএস করুন।

 আইভিআরের মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য ১২১০ ডায়াল করুন। ব্যালেন্স ট্রান্সফার করতে *১৪০*৬*১# ডায়াল করুন।

  কিভাবে ব্যালান্সের জন্য অনুরোধ পাঠাবেন? অনুরোধ পাঠাতে আপনার একাউন্টে মাত্র ৬০ পয়সা থাকলেই চলবে। মেসেজ এর অপশনে যত টাকা চান তার পরিমাণ (যেমন, ২৫) লিখে ১২১১ ০১৮yyyyyyyy নম্বরে এসএমএস পাঠান (এখানে ০১৮yyyyyyyy হচ্ছে ব্যালেন্স প্রদানকারীর নম্বর)|

 দাতা অনুরোধটি এসএমএস হিসাবে পাবেন ব্যালান্সের জন্য অনুরোধ করতে *১৪০*৬*২# ডায়াল করুন।

  আপনি যখন একটি অনুরোধ পাবেন: অনুরোধটি গ্রহণ করলে, Y লিখে এসএমএস এর উত্তর দিন; অনুরোধটি গ্রহণ না করলে, N লিখে এসএমএস করুন; অনুরোধটি ব্লক করতে চাইলে, B লিখে এসএমএস করুন।

  চার্জ (খরচ):
 সেন্ডারের জন্যে ২ টাকা (+ভ্যাট, এসডি ও এসসি), এবং রিসিভারের জন্যে ২ টাকা (+ভ্যাট, এসডি ও এসসি)(গৃহীত টাকা থেকে)।

রবি ব্যালেন্স ট্রান্সফার এর নিয়ম robi balance transfer 

  নোট
 ১. ব্যালেন্স ট্রান্সফার সেবা ব্যবহার করার জন্য, আপনার সংযোগটি অবশ্যই নুন্যতম ৩০ দিন চালু থাকতে হবে।

 ২. একজন প্রিপ্রেইড গ্রাহক একদিনে সর্বোচ্চ ৫০০ টাকা ট্রান্সফার করতে পারবেন, কিন্তু প্রতি ট্রান্জাক্শন-এ সর্বোচ্চ ১০০ টাকা ট্রান্সফার করতে পারবেন।

 ৩. একজন পোস্টপেইড গ্রাহক একদিনে সর্বোচ্চ ৫০০ টাকা ট্রান্সফার করতে পারবেন, কিন্তু প্রতি ট্রান্জাক্শন-এ সর্বোচ্চ ১০০ টাকা ট্রান্সফার করতে পারবেন।

 ৪. প্রিপেইড এবং পোস্টপেইড উভয় ধরনের গ্রাহকদের জন্য সর্বনিম্ন ট্রান্সফারের পরিমাণ হবে ৫ টাকা এবং একমাসে সর্বোচ্চ ১,০০০ টাকা ট্রান্সফার করতে পারবেন।

 ৫. ট্রান্সফারের পরিমাণ অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। (যেমন, ১৫.৩০ টাকা প্রযোজ্য না)।

 ৬. সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ ট্যারিফের উপর ভ্যাট এবং শর্ত প্রযোজ্য।

 ৭. (ভয়েস) নির্দেশনা শুনেও আপনি সহজে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। এজন্য আপনার রবি নম্বর থেকে ১২১০ নম্বরে ডায়াল করে নির্দেশনা অনুযায়ী আপনার কাঙ্খিত রবি নম্বরে ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন।

robi balance transfer registration, how can i transfer balance from robi to gp. robi to gp balance transfer code, রবি থেকে জিপিতে ব্যালেন্স ট্রান্সফার, রবি থেকে রবি এমবি ট্রান্সফার

Load comments