Thursday, May 16, 2019

টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন ২০১৯ || যেভাবে আবেদন করতে হবে


টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন ২০১৯ || যেভাবে আবেদন করতে হবে


টেলিটক দিচ্ছে ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ প্যাকেজ বর্ণমালা।  এই প্যাকেজ এ পাবেন ধারুন সব অফার।   উপভোগ করুন দেশের সর্বনিম্ন কলরেট ৪৫পয়সা/মিনিট যেকোন অপারেটরে এবং সর্বনিম্ন মূল্যে সেরা ডাটা!

নতুন সংযোগে নিলেই স্টার্ট আপ বোনাস হিসেবে পাচ্ছেন যেকোন অপারেটরে ফ্রি ৫০ মিনিট টকটাইম, ৫০ এসএমএস (মেয়াদ ৩০দিন) এবং ২জিবি ডাটা (মেয়াদ ৭ দিন)

# বর্ণমালা সংযোগ কারা নিতে পারবে?

২০০৫ থেকে ২০১৮ সালে এসএসসি  পাসকৃত সকল ছাত্রছাত্রী বর্ণমালার জন্য আবেদন করতে পারবে।

#বর্ণমালা সিমের জন্য আবেদনের পদ্ধতি কি?

নিম্নোক্ত ফরম্যাটে SMS করে বর্ণমালা সিমের জন্য নিবন্ধন করতে হবেঃ
BOR <space> SSC Board(first 3 letters) <space> SSC ROLL <space> SSC passing year <space> SSC registration no. <space> contact no (Any operator)। এসএমএসটি যেকোন টেলিটক নাম্বার থেকে ১৬২২২ সেন্ড করতে হবে।

#সিম উত্তোলনের নির্দিষ্ট তারিখে নিম্নোক্ত ডকুমেন্টসমূহ অবশ্যই সাথে আনতে হবেঃ
-টেলিটক কর্তৃক সিম উত্তোলনের মেসেজ
-যার নামে সিম রেজিস্ট্রেশন করা হবে তার ২ কপি ছবি
-যার নামে সিম রেজিস্ট্রেশন করা হবে তার NID এর ফটোকপি
-যার নামে সিম রেজিস্ট্রেশন করা হবে তাকে বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের জন্য স্ব-শরীরে আসতে হবে।


প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতেঃ bit.ly/bornomala_voice
ডাটা সম্পর্কে জানতেঃ bit.ly/bornomala_data

Load comments