Wednesday, September 25, 2019

শুভ সকাল SMS - বাংলা কবিতা ।। প্রেমের কবিতা ।। ভালোবাসার গল্প


শুভ সকাল SMS - বাংলা কবিতা ।। প্রেমের কবিতা ।। ভালোবাসার গল্প


( 1 ): তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি,
তুমি পাহাড়ের গায়ের ঝর্নার পানি,
তুমি বর্ষার এক পসলা ব্রিষ্টি,
তুমি সকালে উদিত সুর্যের আলো,
তুমি হলে বন্ধু আমার অনেক ভালো
"শুভ সকাল"( 2 ): ছোট্ট পাখি বললো এসে আমার কানে কানে,
সূর্যি মামা উঠছে আবার নতুন কিছুর টানে,
সুখে থেকো ভালো থেকো রেখো ভালোবেসে,
মিষ্টি সকাল জানিয়ে দিলাম ছোট্ট এই এসএমএসে, শুভ সকাল( 3 ): এমন করে কষ্ট দিলে কেমন করে সইব,
ভালোবাসি তোমায় আমি কী করে বুঝাবো,
মনে যদি হয় আমায় করিও স্বরণ, তোমার জন্য অপেক্ষা করব আমি সারা জীবন
দয়া করে মিসকল দিবেন না।।


( 4 ): এমন করে কষ্ট দিলে কেমন করে সইব, ভালোবাসি তোমায় আমি কী করে বুঝাবো, মনে যদি হয় আমায় করিও স্বরণ, তোমার জন্য অপেক্ষা করব আমি সারা জীবন।


( 5 ): ফুলের শুবাস চাঁদের হাসি,
নামাজ পড় বেশি বেশি,

নদীর ঢেউ পাখির গান.
কোরআন মোদের সংবিধান,

সবুজ শ্যামল স্বপ্নে ঘেরা,
ইসলাম ধর্ম সবার সেরা । ।


( 6 ): পাখির ঠোটে চিঠি দিলাম খুলে তুমি পড়,
স্বপ্ন দেখে ভয় পেলে হাতটি চেপে ধর,
রাত জাগা পাখির মত জেগে আছি,
মনটা আমার জানতে চাই কেমন আছ তুমি


( 7 ): আকাশ জুড়ে বৃষ্টি আমার জন্য তুমি সৃষ্টি|তোমার জন্য কাদে মন দুরে থাক যতক্ষন|সকাল হল ঘুম ভাংল উঠে দেখি তুমি নাই|সপ্ন ভেঙে চুরমার হল কোথা গেলে তোমায় পায়|তুমি বন্ধু কেমন আছো জানিও আমায় এস এম এসএর উত্তর দিও ভালবাসবো তোমায়|( 8 ): Misti 2mr sms misti 2mr kota,
2mr kono kosto hole amr lage betha.
Misti 2mar muker hasi misti muker vasa,
2mr jonno roilo amar opuronto Valobasa.


( 9 ): বন্ধু আমার হল পর,নিতে চায় না আমার খবর,আগে বন্ধু নিতো খোঁজ,sms দিতো আমায় রোজ,কি জানি তার কি হলো? sms করা ভুলে গেল।


( 10 ): স্কুল জীবনটা যে কত সুন্দর তা আজ বুঝতেছি।
কেননা স্কুল জীবনের মত বন্ধুত্ব
আর হয় না।

আর যদিও হয় সেটা নগন্য।( 12 ): Ghume "ghume rat shesh" surjo mama utlo besh"
futlo abar vorer alo"dinta tomar katuk valo"shuru holo notun din"janai tomay


( 13 ): আমার কথা না ভেবেই তুমি ঘুমিয়ে পরবে এটা হতে পারে না.
ঘুমাতে গেলে আমার কথা তোমার মনে পর্বেই..
তোমার মন কে তুমি বাধা দিতে পারবে না.
এটাই হল ভালবাসা.
GOOD NIGHT


( 14 ): চুপ।এখন সপ্ন দেখার সময় এসেছে।আমি এখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে সপ্ন দেখার করব একটা নতুন শুরু।

Load comments