Friday, August 26, 2022

কোরান হাদীস বাংলা ইসলামিক এসএমএস sms

কোরান হাদীস বাংলা ইসলামিক এসএমএস sms

১০টি কাজের ১০টি গুন। (১) তাওবায়- গুনাহ নষ্ট হয়্। (২) ধোকায়- রিজিক নষ্ট হয়। (৩) গীবতে- আমল নষ্ট হয়। (৪) বদ চিন্তায়- হায়াত নষ্ট হয়্। (৫) ছদ্কায়- বিপদ-আপদ দূর হয়। (৬) গোস্বায়- আকল নষ্ট হয়। (৭) দূর্বল ঈমানে -দান-খয়রাত বন্ধ হয়। (৮) অহংকার- জ্ঞান নষ্ট করে। (৯) নেকী- পাপ নষ্ট করে। (১০) ন্যায় বিচার- জুলুম নষ্ট করে।


 আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (সাঃ) কে বলতে শুনেছেন ‘তোমরা বলতো যদি তোমাদের কারো বাড়ীর দরযায় একটি নদী থাকে আর সে তাতে প্রতিদিন পাঁচবার করে গোসল করে, তাহলে কী তার শরীরে কোনরূপ ময়লা থাকবে? জবাবে সবাই বলল, না তার শরীরে কোন ময়লা থাকবে না। রসূলুল্লাহ (সাঃ) বললেন, পাঁচ ওয়াক্ত নামাযের ব্যাপারটিও অনুরূপ। এর সাহায্যে আল্লাহ গুনাহসমূহের (ধুয়ে-মুছে) বিলোপ সাধন করেন। -বুখারী

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সাঃ)-কে জিজ্ঞেস করলাম, ‘কোন কাজটি আল্লাহর নিকট সবচাইতে প্রিয়? তিনি বললেন, ‘ঠিক সময়ে নামায আদায় করা।’ তিনি (আবদুল্লাহ) পুনরায় বললেন, এরপর কোন কাজটি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়? নবী (সাঃ) বললেন, ‘পিতামাতার সেবা ও আনুগত্য করা। তিনি আবারও জিজ্ঞেস করলেন, এরপর কোন কাজটি? জবাবে নবী (সাঃ) বললেন, ‘আল্লাহর পথে জিহাদ করা।

ওগো আল্লাহ ! আমি তোমার কাছে প্রার্থনা করছি সুস্থতা , স্বস্তি , বিশ্বস্ততা , উত্তম চরিত্র আর তাকদীরের প্রতি সন্তুষ্টি। [ বায়হাকী ]

 বান্দাহ যখন অপরাধ স্বীকার করে এবং তাওবা করে , তখন আল্লাহ তার তাওবা কবুল করেন। [ সহীহ বুখারী ] ব্যাখ্যা : তাওবা মানে ফিরে আসা। তাওবা করার অর্থ – অন্যায় , অপরাধ ও ভুল হয়ে গেলে তা স্বীকার করে সে জন্যে অনুশোচনা করা ও তা থেকে, ফিরে আসা এবং এমন কাজ আর কখনো না করার সিদ্ধান্ত নেয়া।

 যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন করবে , আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবেন। [ সহীহ মুসলিম ]

কোরান হাদীস বাংলা ইসলামিক এসএমএস sms
আয়না যেমন ময়লা দূর করতে এবং সাজ সৌন্দর্য গ্রহণ করতে সাহায্য করে , তেমনি একজন মুমিনের কর্তব্য তার মুমিন ভাইয়ের দোষ ত্রুটি দূর ও সুন্দর গুণাবলী অর্জন করার কাজে সাহায্য করা।

বান্দাহর উপর আল্লাহর অধিকার হলো , তারা কেবল তাঁরই আনুগত্য ও দাসত্ব করবে এবং তাঁর সাথে কোনো অংশীদার বানাবেনা । [ সহীহ বুখারী ]

শ্রেষ্ঠ কথা চারটি : ক. সুবহানাল্লাহ – আল্লাহ পবিত্র , খ. আল হামদুলিল্লাহ – সমস্ত প্রশংসা আল্লাহর , গ. লা – ইলাহা ইল্লাল্লাহ – আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, ঘ. আল্লাহু আকবর – আল্লাহ মহান। [ সহীহ মুসলিম ]

যদি আমি এই কোরআনকে কোন পাহাড়ের উপর নাযিল করিতাম তবে তুমি (হে মোহাম্মদ!) নিশ্চয় উহাকে আল্লাহর ভয়ে বিদীর্ণ ও অবনত দেখিতে পাইতে, এবং এই সকল দৃষ্টান্ত আমি মানুষের জন্য বর্ণনা করিতেছি যেন তাহারা চিন্তা করে ও কোরানের মর্যাদা বুঝিতে পারে।  –আল–কুরআনের বঙ্গানুবাদ (৫৯:২১) সূরা হাশ্‌র।

এবং যাহারা আল্লাহ্‌কে ভুলিয়াছে তোমরা কখনও তাহাদের মত হইও না। এবং তিনি তাহাদের জীবনের কল্যাণ হইতে তাহাদিগকে ভুলাইয়া রাখিয়াছেন, কেননা তাহারা বাস্তবিকই বেঈমান লোক।  – আল কুরআনের বঙ্গানুবাদ (৫৯:১৯) সূরা হাশ্‌র।

“তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং নেক কাজ করে, তাদের সাথে আল্লাহ তায়ালা ওয়াদা করেছেন, তিনি জমিনে তাদের অবশ্যই ক্ষমতা এবং কর্তৃত্ব দান করবেন- যেমনিভাবে তিনি তাদের আগের লোকদের ক্ষমতা এবং কর্তৃত্ব দান করেছিলেন, যে জীবন বিধান তিনি তাদের জন্য পছন্দ করেছেন তাও তাদের জন্য সুদৃঢ় করে দেবেন, তাদের ভীতিজনক অবস্থার পর তিনি তাদের অবস্থাকে শান্তিতে বদলে দেবেন, তারা শুধু আমারই গোলামী করবে, আমার সাথে কাউকে শরীক করবেনা; এরপরও যে তাঁর নাফরমানী করবে তারাই গুনাহগার”।  (সুরাহ আন নুরঃ ৫৫)
কোরান হাদীস বাংলা ইসলামিক এসএমএস sms


 আল্লাহ রাব্বুল আলামীন কুরআনে করীমে এরশাদ করেন,   "তোমরা জেনে রাখ যে, দুনিয়ার জীবন ক্রীড়া কৌতুক, শোভা-সৌন্দর্য, তোমাদের পারস্পরিক গর্ব-অহংকার এবং ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে আধিক্যের প্রতিযোগিতা মাত্র। এর উপমা হল বৃষ্টির মত, যার উৎপন্ন ফসল কৃষকদেরকে আনন্দ দেয়, তারপর তা শুকিয়ে যায়, তখন তুমি তা হলুদ বর্ণের দেখতে পাও, তারপর তা খড়-কুটায় পরিণত হয়। আর আখিরাতে আছে কঠিন আযাব এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি। আর দুনিয়ার জীবনটা তো ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়।"     [সূরা আল-হাদীদ, আয়াত: ২০]

হযরত আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন.  রাসূল (স) ইরশাদ করেন. একজন মুসলিমের প্রতি অন্য মুসলিমের ছয়টি অধিকার রয়েছে। যথা: ১.কোন মুসলমানের সাথে সাক্ষাত্‍ হলে তাকে সালাম দেয়া । ২,কোন মুসলমান আহব্বান করলে তার আহব্বানে সাড়া দেয়া । ৩,কোন মুসলমান হাঁচি দিলে তার জবাব দেয়া । ৪.রোগাক্রান্ত হলে তার সেবা যত্ন করা । ৫,কোন মুসলমান মূত্যুবরণ করলে তার জানাযায় অংশ নেয়া । ৬.নিজের যা পছন্দ অন্যের জন্যেও তা পছন্দ করা ।

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন-  রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- “এমন দু’টি বাক্য আছে যা উচ্চারণ করতে খুবই সহজ, ওজন-দণ্ডের পরিমাপে খুবই ভারী, দয়াময় আল্লাহর নিকট খুবই প্রিয় (বাক্য দু’টি হলো)-  ‘সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি  সুবহানাল্লাহিল ‘আযীম’ (অর্থ: মহা পবিত্র আল্লাহ্, তাঁর জন্য সমস্ত প্রশংসা।  মহা পবিত্র আল্লাহ্, তিনি মহামহিম।)”   [মুত্তাফাকুন 'আলাইহি, বুখারী: ৬৪০৬, মুসলিম: ২৬৯৪]

আবু যার (রাঃ) থেকে বর্ণনা করেন যে, নবী করীম (সাঃ) বলেছেনঃ তিন ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না ।   (১) খোটা দাতা - যে ব্যক্তি কিছু দান করেই খোটা দেয়,   (২) যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রয় করে এবং   (৩) যে ব্যক্তি টাখনুর নিচে ঝুলিয়ে ইযার পরিধান করে।  [কিতাবুল ঈমান অধ্যায় ::  সহিহ মুসলিম :: খন্ড ১ :: হাদিস ১৯৩]
কোরান হাদীস বাংলা ইসলামিক এসএমএস sms

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন:  ‘তোমাদের কেউ কি এক রাতে কুরআনের এক তৃতীয়াংশ পড়তে পারবে?’   তারা এটাকে কঠিন মনে করল এবং বলল:  ‘হে আল্লাহ্‌র রাসূল! আমাদের মধ্যে কেইবা সেটা করতে সক্ষম হবে?’   তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন :  "এ সূরাটি (সূরা এখলাছ) একবার পড়লে পুরা কুরআনের তিন ভাগের এক ভাগ তিলাওয়াত করার সাওয়াব পাওয়া যায়।’’

‘‘যে ব্যক্তি কুরআনের একটি হরফ পাঠ করে, তাকে একটি নেকি প্রদান করা হয়। প্রতিটি নেকি দশটি নেকির সমান। আমি বলি না যে, আলিফ-লাম-মীম একটি হরফ। বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মীম একটি হরফ’’ [সুনান আত-তিরমিযী: ২৯১০, সহীহ]।


হযরত মোহাম্মদ (সাঃ) বলেছেন২টা জিনিশ কাছে রাখলে কোন দিন বিপদ আসবেনা ১=কোরআন ২=হাদিস। ইহা ১০০% সত্য

Sunday, October 17, 2021

ইসলামিক এসএমএস, Islamic Bangla SMS, ইসলামিক ইমোশনাল স্ট্যাটাস,ইসলামিক Sms

ইসলামিক এসএমএস, Islamic Bangla SMS, ইসলামিক ইমোশনাল স্ট্যাটাস, ইসলামিক Sms 

ইসলামিক Sms

আল্লাহ আমায় জাগিয়ে দিয়..  ফজর যখন হবে.. ফজরের আজান শুনে উঠবো আমি জেগে..  ফজরের নামাজ যেন হয় আমার দিনের প্রথম কাজ..  এমন ভাগ্য দেও আমাকে..  দেও আমাকে আজ...//


আজান নামাজেট আহ্বান..  নামাজ বেহেশতের চাবি.. বেহেশত পরকালের বাড়ি..  পরকালের চীর সাথী.. তাই আজন শুনে নামাজ পরো..//
 

গান ভালবাসো পাবে শুধু ফান.. ইসলামকে ভালবাস পাবে সম্মান..  রাসুলকে ভালবাস হবে আদর্শবান..  আল্লাহ কে ভালবাস পাবে দো-জাহান.. তাই গান কে জানাও এখনই বিদায়..
ইসলামিক এসএমএস

GP:- কাছে থাকুন রোজা রাখুন..
Banglalink:- আমরা রোজা রাখেছি আপনি রাখছেনতো..? 
Airtel:- রোজার টানে পাশে আনে..
Robi:- জলে উঠুন রোজার রহমতে. //

 
লজ্জাহীন নারী আর লবন হীন তরকারি একই রকম..
 
লজ্জা হীন নারী সাপের মতো..  দরতে খুপ নরম কিন্তু সোবল মারাত্বক..  হযরত আলী (রঃ)

নবীর অপমানে যদি কাদে না তোর মন..  মুসলিম না মুনাফিক তুই ইসলামের দুশমন.. 

Islamic এসএমএস বাংলা

পৃথিবীতে যা কিছু করবা কর কিন্তু নামাজ বাদ দিয়ো না..  কারণ নামাজ তুমাকে সকল বিপদ থেকে রক্ষা করবে....
 

কোরান তিলাওয়াত শুন ইসলামকে বরণ কর..  হযরত মুহাম্মদ (সঃ) কে ভালবাস..  পাঁচ ওয়াক্ত নামাজ পর..  জীবন টাকে সুন্দর করো ভালো লাগলে এসএমএসটাকে শেয়ার কর....//
 

১,২,৩, নামাজ পরো প্রতিদিন... ৪,৫,৬, নামাজ পরতে কিসের ভায়..?? ৭,৮,৯, নামাজ পরা খারাপ নয়.. ১০,১১,১২ পাঁচ ওয়াক্ত নাম পরো...///
  

ইসলামিক পোস্ট বাংলা

একদিন সাদা কাফন পরে জেতে হবে অন্ধকার কবরে..  তুমার সবকিছু পরে রবে দুনিয়াতে.. একবার ভাব তুমি মরে গেলে কি জাবে তুমার সাথে.?? দয়া করে আল্লাহ কে ভয় কর...///
 

একটি লজ্জিত ও পর্দানশীন নারী তার বাবার জন্য গর্ব..  ভাইয়ে জন্য সম্মান জনক..  স্বামীর জন্য সম্পদ..  সন্তানের জন্য আদর্শ মা..///
 
একজন মুসলমান যদি দুনিয়াতে অপর মুসলমান ভাইয়ের একটা উপকার করে তবে আল্লাহ তার ৭৩ টা উপকার করবেন.. ১টা দুনিয়াতে আর ৭২ টা আখিরাতে..  সুবহানাল্লাহ...  
ইসলামিক মেসেজ ফটো

একটা নির্দিষ্ট সমর তুমাকে এই মায়ার পৃথিবী ছেরে জলে জেতে হবে..  যদি তুমি জান্নাত লাভ করতে চাও তবে জীবনের প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট চিন্তা করে কাজ কর...///
 

তুমার আমার ঠিকানা মাটির ঘরের বিছানা.. সঙ্গের সাথী কেও থাকবেনা.. ভূলে যাও সব কিছু মরণ নিবে তুমার পিছু.. সবাই তুমার হবে পর..  আপন হবে মাটির ঘর....///
 
তুমি ঐ দিনকে ভয় করো যে দিন তুমার তুমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবপ.. তুমার হাত পা তুমার অঙ্গ তুমার কৃত কর্মের হিসাব দিতে থাকবে.. 

 

Saturday, May 11, 2019

রমজান মুবারক শুভেচ্ছা, এসএমএস sms, শুভেচ্ছা, ছবি চিত্র, উক্তি Ramadan Mubarak SMS image download

 রমজানে মোবারক এসএমএস sms

উড়ছে পাখি গাচ্ছা গান..  মাহে রমজানের আহবান.. ওরে বন্ধু মুসলমান পড়তে থাকো আল কোরান...  কোরান পড় বেশি বেশি শেয়ার করো বেশি বেশি


রমজান আল্লাহর ইবাদতের এক অভূতপূর্ব ট্রেনিং স্বরুপ
আল হাদিস

রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়
আল হাদিস




জিপিঃ- কাছে থাকো রেজা রাখো 
বাংলালিংক ঃ- আমরা রোজা রাখছি আপনি রাখছেন তো..?
এয়ারটেলঃ-রোজা টেনে পাসে আনে
রবিঃ- জলে উঠুন রোজার রহমতে


রোজা মানুষকে আখেরাত মুখী করে
আল হাদিস


রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয়
আল হাদিস

রোজার পুরষ্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন
আল হাদিস



রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য শুপারিশকারী হবে
আল হাদিস

রমজান গুনাহ মোচনের অন্যতম মাধ্যম
আল হাদিস


রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ
আল হাদিস

রমজান জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল
আল হাদিস


রমজানের শেষ রাতে সকল উম্মতকে মাফ করা হয়
আল হাদিস

রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়
আল হাদিস





ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করেন
আল হাদিস

রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশী ঘ্রানযুক্ত
আল হাদিস


আপনি জানেন কী?? ১৪০০ বছরআগে থেকেইআপনাকে কেউ একজনভালোবাসে?এখনও সেইমানুষটি আপনার জন্য এখনওকেঁদে যাচ্ছেন______________আর সেইমানুষটি হলো আমাদেরপ্রিয় নবী____হযরতমুহাম্মদ(সাঃ)

ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ কে আমি ভালবাসি, নদীর ঢেও পাখির গান কুরআন আমার সংবিধান সবুজ শেমল রুপে ঘেরা ইসলাম ধর্ম সবার সেরা।

শুভ রজনী, শুভ দিনরাখো রোযা ৩০দিন, ১১মাসের পাপ১মাসে করো ছাপ,দিন যায় দিন আসেরোযা পাবেনা প্রতি মাসে...তাই এই পবিত্র মাসে সবটিরোযা রাখো? সবাইকে জানাই{পবিত্র রমজান মোবারক}



আলিম হব,জাহিল থাকবনা।দাড়ি রাখব,মিছা কথা বলব না।মিছামিছি হাসবনা,ঈমান ঠিক রাখব। মসজিদ আবাদ করব,জলে উঠুন ঈমানি শক্তিতে।



নামাজ রোজা নাহি কাজাকরবো না ভাই কভু,,নয়তো রাজা দিবেন সাজাযিনি মোদের প্রভু,,নামাজ রোজা অনেক সোজাইচ্ছে যদি করো,, মনের মতো সময় মতোনামাজ রোজা করো,,পণ করো আজ পড়বোরাখবো সদা রোজা,,তা না হলে পরকালেপেতে হবে সাজা,, বেহেস্তেতে থাকবো মেতেহবে কত মজা...

রমজান মুবারক 2020 শুভেচ্ছা, এসএমএস, শুভেচ্ছা, চিত্র, উক্তি
রমজান / রমজান মুবারক 2020: শুভেচ্ছা, এসএমএস, শুভেচ্ছা, চিত্রসমূহ রমজান মোবারক ছবি

রমজান ফেসবুক ট্যাটাস রমজান মোবারক লেখা ছবি ramadan Mubarak image hd 2020 ramadan Mubarak images 2020 ramadan Mubarak images hd ramadan Mubarak imagesরমজানুল মোবারক sms  ছবিরমজানুল মোবারক লেখা ছবিরমজান মোবারক ছবি


Monday, May 28, 2018

ইসলামের sms ইসলামিক বাংলা স্ট্যাটাস জুম্মা মোবারক sms

Islamic Sms
যথাসম্ভব কম কথা বলুন। অনর্থক কথা-বার্তা এড়িয়ে চলুন। সময় ফেলেই ইস্তিগফার করুন। আল্লাহর যিকির করুন। অন্তর তাজা থাকবে, ঈমান ও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।
অধিক হাসি থেকে বেঁচে থাকুন। অধিক হাসি অন্তরকে মেরে ফেলে। অনর্থক কথা-বার্তা আল্লাহর স্মরণ হতে গাফেল রাখে। ইবাদতের একাগ্রতা নষ্ট করে।


আমার বান্দাদেরকে বলে দিন, তারা যেন
যা উত্তম এমন কথাই বলে। শয়তান তাদের
মধ্যে সংঘর্ষ বাধায়। নিশ্চয় শয়তান মানুষের
প্রকাশ্য শত্রু।
(সুরা বানী ইসরাঈল-৫৩)


"যে ব্যক্তি আল্লাহ ও অাখেরাতের উপর ঈমান
রাখে, সে যেন উত্তম কথা বলে না হয় চুপ থাকে"।
(সহীহ বুখারী)


অতএব, আল্লাহ তোমাদেরকে যেসব হালাল ও পবিত্র বস্তু দিয়েছেন, তা তোমরা আহার কর এবং আল্লাহর অনুগ্রহের জন্যে কৃতজ্ঞতা প্রকাশ কর যদি তোমরা তাঁরই এবাদতকারী হয়ে থাক।
-সুরা আন নাহল:১১৪


আবূ সাঈদ খুদরী (রাদিয়াল্লাহু আ'নহু) বলেন, এক ব্যক্তি জিজ্ঞাসা করল, 'হে আল্লাহর রাসূল! কোন ব্যক্তি সর্বোত্তম?' রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, "যে আল্লাহকে ভয় করে এবং লোকেদেরকে নিজের মন্দ আচরণ থেকে নিরাপদে রাখে।"
--[বুখারী ৬৪৯৪]


যায়দ বিন আরক্বাম (রা) বর্ণনা করেছেন -
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এই দু'আটি পাঠ করতেনঃ

. “হে আল্লাহ! তোমার কাছে আশ্রয় চাই
এমন বিদ্যা থেকে যা উপকারে আসে না,
এমন অন্তর থেকে যা ভীত হয় না,
এমন আত্মা থেকে যা পরিতৃপ্ত হয় না এবং
এমন দু’আ থেকে যা কবুল হয় না।”
(হাদীছটি ইমাম মুসলিম, তিরমিযী ও নাসাঈ প্রমূখ বৰ্ণনা করেছেন)
[ সহিহ তারগিব ওয়াত তাহরিব: ১২৩ ]


খাবারের দোষ ধরা যাবে না!

. আবু হুরায়রা রা. বলেন, রাসূলুল্লাহ সা. কখনো কোন খাদ্যের দোষ বলেননি। যদি খাদ্যের প্রতি আকর্ষণবোধ করেছেন, তবে তা খেয়েছেন, অন্যথায় খাবার খাওয়া থেকে বিরত থেকেছেন (দোষ বলেননি)। (সহীহ বুখারী ও সহীহ মুসলিম)


ইবন আব্বাস (রদি.) বলেন,
প্রত্যেক রূহ বিচার দিবসে নিজেদেরকে তিরস্কার করবে। ভাল আমলকারী এই বলে তিরস্কার করবে "কেন যে আমি ভাল আমল বেশি বেশি করে করলাম না!" এবং বদ আমলকারী এই বলে নিজেকে তিরস্কার করবে "কেন যে আমি তাওবাহ করলাম না!"
● [ ﺇﻏﺎﺛﺔ ﺍﻟﻠﻬﻔﺎﻥ ﺹ ١٠٥ ]


"আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের
পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতের দিকে, যার
পরিধি আসমানসমূহ ও যমীনের সমান, যা
মুত্তাক্বীদের জন্য প্রস্তুত করা হয়েছে।"
--[সূরা ইমরান ৩, আয়াত ১৩৩]


সাবধান! পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার নিষিদ্ধ, যদিও সামান্য আংটি হয়!
. রাসূল সা. বলেন, 'আমার উম্মতের নারীদের জন্য স্বর্ণ ও রেশম (সিল্ক) বৈধ করা হয়েছে এবং আমার উম্মাতের পুরুষদের জন্য তা অবৈধ করা হয়েছে।' (আহমাদ, নাসাঈ। তিরমিযি হাদিসটিকে সহীহ বলেছেন।)


রাসূল সা. বলেন, "আল্লাহ অবশ্যই তার বান্দার প্রতি এজন্য সন্তুষ্ট হন যে, সে কোন কিছু খেয়ে তার প্রশংসা করে অথবা কোন কিছু পান করে তার প্রশংসা করে।" (সহীহ মুসলিম, রিয়াদুস সালিহীন ১৪০ নং হাদিস)


ইমাম মালিক (রহ.) বলেন
. "যে ব্যক্তি আশা করে তার মন বড় করে দেয়া হোক, সে যেন তার প্রকাশ্য আমল গুলোর চাইতে প্রাইভেট আমল গুলোকে বেশি সুন্দর করে"
● [ ﺗﺮﺗﻴﺐ ﺍﻟﻤﺪﺍﺭﻙ ٢ / ٦٠ ]


আল্লাহর রাসূল সা. কি গায়েব (অদৃশ্যের খবর) জানতেন?
. আল্লাহ কুরআনে বলেন : (হে রাসূল) আপনি বলুন, আমি তোমাদেরকে বলি না যে, আমার কাছে আল্লাহর ভাণ্ডার রয়েছে। তাছাড়া আমি গায়েব (অদৃশ্যের বিষয়ে) অবগতও নই। আমি এমনও বলি না যে, আমি ফেরেশতা। আমি তো শুধু ওই ওহীর অনুসরণ করি, যা আমার কাছে আসে।
(সূরা আন'আম : ৫০)


এই পৃথিবীতে কোন কিছু পাওয়ার নেই,,
কিয়ামতের দিন যদি আল্লাহ আমাদের কে বলে-
তোমাদেরকে মাফ করে দিলাম,,
তবে সেটাই হবে আমাদের শ্রেষ্ঠ পাওয়া..


আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন____
"যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত হারাম করে দেবেন। এবং তার আবাস জাহান্নাম।" (সূরা আল-মায়িদা, আয়াত ৭২)


রাসুলুল্লাহ (স.) মুনাফিকদের চিহ্ন বর্ণনা করে বলেছেন____
"মুনাফিকের চিহ্ন তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, আর যখন কোনো কিছু তার নিকট আমানত রাখা হয় তার খিয়ানত করে।" (সহিহ্ বুখারি)


যখন তুমি কোন রাস্তা দিয়ে যাও, তখন আল্লাহর নামে জিকির কর।
কেননা... ঐ কঠিন হাশরের দিন সেই রাস্তাটি তোমার হয়ে তোমার জন্য নালিশ করবে।
___হযরত মুহাম্মদ (সাঃ)


'নম্র ও ভদ্র আচরনের অধিকারী ব্যক্তি সহজেই মানুষের ভালবাসা অর্জন করে।''
___হযরত আলী (রা.)


প্রচুর ধন সম্পদের মাঝে সুখ নেই..!!
মনের সন্তুষ্টির মাঝেই প্রকৃত সুখ নিহিত..!!
___হযরত মুহাম্মদ (সাঃ)


ধৈর্য্য এমন একটি গাছ,
যার সারা গায়ে কাটা,
কিন্তু ফল অত্যন্ত মজাদার।
-মহানবী মুহাম্মদ (সাঃ)


ঈমানের অসংখ্য শাখা প্রশাখার মধ্যে লজ্জা একটি অন্যতম শাখা,,
যা একজন মানুষের মাঝে না থাকলে সে পূনাঙ্গ ঈমানদার হতে পারেনা..!!


জিবনে পাঁচটি প্রশ্ন মানুষ কে সত্ত্য
পথে নিয়ে জেতে পারে।
(১)আমি কে?
(২)আমি কিভাবে এলাম?
(৩)আমার কি করা উচিত?
(৪)আমি কি করছি? (৫)আমাকে কোথায় জেতে হবে?


হযরত মোহামমদ (সাঃ) বলেছেন২টা জিনিশ কাছে রাখলে কোন দিন বিপদ আসবেনা ১=কোরআন ২=হাদিস , ইহা ১০০% সত্য


জান্নাতের নেটওয়ার্ক হল"ইসলাম", : : : সিম হল"ঈমান"। : : : বোনাস হল"রমযান", : : : রিচার্জ হল"নামাজ", : : আর হেলপ লাইন হল"কোরআন"।


যদি কাঁদতে চাও, তবে নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদ, কারণ তোমার চোখের পানির মূল্য কেউ না দিলেও, আল্লাহ তোমার প্রতি ফোঁটা অশ্রুর অনেক মূল্য দেবেন।


জুম্মার রাতে বা দিনে মৃত্যু-বরণকারী|| রাসুল (স) এরশাদকরেছেন, "যে মুসলমান জুম্মার দিন অথবা রাতে মৃত্যুবরণকরে, আল্লাহ পাক তাকে কবরের ফেতনা (কবরের আযাব) থেকে রেহাই দান করবেন।". (আহমদ ও তিরমিযী শরীফ) হে আল্লাহ ,অমাদেরকে আপনি পবিত্র জুম্মার দিন বা রাতে মৃত্যু দান কর, যেন কবরের আযাব অমাদেরকে স্পর্শ করতে না পারে-(আমীন)


নতুন আশা, নতুন দিন, আজকে হল জুমার দিন। লাগছে ভাল ছাড়বো ঘর, মসজিদে যাবো ১২ টার পর। আকাশে সূর্য দিচ্ছে আলো, জুমার নামায পরতে লাগবে ভালো। {>সকলকে জুম্মা মোবারক<}


জীবন সাজাই নামায দিয়ে, মন সাজাই ঈমান দিয়ে, শরীর সাজাই নবীর সুন্নত দিয়ে, আর বন্ধু বানাই ইসলামের দাওয়াত দিয়ে..! জুম্মা মোবারাক।

Monday, April 30, 2018

বাংলা ইসলামিক এসএমএস Bangla islamic sms status hadis

ইসলামিক এসএমএস

(১) মানুষ সবসময় মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু জাহান্নাম থেকে নয়। অথচ, মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে। কিন্তু, মৃত্যু থেকে নয়।

(২) আল্লাহ"বলেছেন"যে"ব্যক্তি"আমার"ভয়ে"১ফোটা"চোখের"পানি"ফেলবে"আমি"আল্লাহ"তার জন্য"জাহান্নামের"আগুন"হারাম"করে"দিবে

(৩) ওজু করার পর আকাশের দিকে তাকিয়ে কালিমাশাহাদাত পাঠ করিলে ৪৯ কোটি নেকি আমল নামায় লেখা হয়.

(৪) মানুষের মধ্যে সর্বাপেক্ষা অক্ষম ঐ ব্যক্তি যে ব্যক্তি দোয়া করিতে অক্ষম, অর্থাৎ দোয়া করে না.. (হযরত মুহাম্মাদ সঃ).

(৫) হে মুমিনগন,জুমআরদিনে যখন সালাতের আজানদেয়া হয়.তখনতোমরা আল্লাহর স্বরনপানে ত্বরা কর.এবং কেনাবেচা বন্ধকর.এটা তোমাদের জন্য উত্তম.যদি তোমরা এটা বুঝ

(৬) হে নারী ! তুমি মা, তোমায় শ্রদ্ধা করি। তুমি বোন, তোমায় সম্মান করি। তুমি বউ, তোমায় ভালবাসি। তুমি মেয়ে, তোমায় স্নেহ করি। তুমি যদি পর্দায় না থাকো, তোমায় ঘৃনা করি।

(৭) আল্লাহ তায়ালা বলেছে, তোমরা ছলনা ছলে ও মিথ্যা কথা বলো না।

(৮) হযরত মোহামমদ (সাঃ)বলেছেন ২টা জিনিষ কাছে রাখলে কোন দিন বিপদআসবেনা ১=কোরআন ২=হাদিস ,ইহা ১০০% সত্য.

(৯) সামনে আসছে রোজা,হালকা কর গোনাহেরবোঝা,যদি কর পাপচেয়ে নাও মাফ.এসো নিয়তকরি,আজ থেকে সবাই পাঁচওয়াক্ত নামাজ পরি.

(১০) যাকে ভয় করি..!!তার নাম হাশর...!!!যাকে বিশ্বাস করি..!!তার নাম কুরআন...!!!যার কাছে আমি ঋণী..!!তার নাম মা...!!! যাঁকে নেতা মানি...!!তিনি হলেন রাসূল(স)...!!যার কাছে মাথা নতকরি..!!তিনি হলেন আল্লাহ'''!!!

(১১) গান বাজনা Delete করনামায রোজা Save করখারাপ পোস্ট Cut করভাল পোস্ট Share করভিন্ন ধর্মকে Respect করইসলাম ধর্ম Open কর।

(১২) জান্নাতের নেটওয়ার্কহল"ইসলাম",:::সিম হল"ঈমান"। :::বোনাস হল"রমযান",:: :রিচার্জ হল"নামাজ",::আর হেলপ লাইনহল"কোরআন"।

(১৩) যদি কাঁদতে চাও,তবে নামাজপড়ে আল্লাহরদরবারে কাঁদ, কারণতোমার চোখের পানিরমূল্য কেউ না দিলেও, আল্লাহ তোমারপ্রতি ফোঁটা অশ্রুরঅনেক মূল্য দেবেন।

(১৪) জুম্মাররাতে বা দিনে মৃত্যু-বরণকারী|| রাসুল (স)এরশাদকরেছেন, "যে মুসলমানজুম্মার দিনঅথবা রাতে মৃত্যুবরণকরে, আল্লাহ পাক তাকে কবরেরফেতনা (কবরের আযাব)থেকে রেহাই দান করবেন।".(আহমদ ও তিরমিযী শরীফ)হে আল্লাহ ,অমাদেরকে আপনি পবিত্রজুম্মার দিন বা রাতে মৃত্যু দান কর, যেন কবরের আযাবঅমাদেরকে স্পর্শকরতে না পারে-(আমীন)

(১৫) নতুন আশা, নতুন দিন,আজকে হল জুমার দিন।লাগছে ভাল ছাড়বো ঘর,মসজিদে যাবো ১২ টার পর।আকাশে সূর্য দিচ্ছে আলো,জুমার নামায পরতে লাগবে ভালো। সকলকে জুম্মা মোবারক

(১৬) জীবন সাজাই নামায দিয়ে,মন সাজাই ঈমান দিয়ে,শরীর সাজাই নবীর সুন্নতদিয়ে,আর বন্ধু বানাই ইসলামের দাওয়াত দিয়ে..!জুম্মা মোবারাক।



(১৭) ◆GP: দূরত্ব যতইহোক মসজিদে যান ।◆Banglalink: আমরানামাজ পড়েছি, আপনিপড়েছেন তো৷◆Airtel: নামাজের টানে মসজিদে আনে৷◆Robi: জেগে উঠুনআযানের ডাকে৷

(১৮) মুসলিম আমার নাম!কুরআন আমার জান!নামাজ আমার গাড়ি!জান্নাত আমার বাড়ী!আল্লাহ্ আমার রব!নবী আমার সব! ইসলাম আমার ধর্ম!এবাদত আমার কর্ম!

(১৯) যারা মানুষের আমানত ওতাদের ওয়াদা,চুক্তি রক্ষণা বেক্ষণকরে তারা মুমিন।[সুরা মুমেন-৮]

(২০) নামাজ রোজা নাহি কাজাকরবো না ভাই কভু,,নয়তো রাজা দিবেন সাজাযিনি মোদের প্রভু,,নামাজ রোজা অনেক সোজাইচ্ছে যদি করো,, মনের মতো সময় মতোনামাজ রোজা করো,,পণ করো আজ পড়বোরাখবো সদা রোজা,,তা না হলে পরকালেপেতে হবে সাজা,, বেহেস্তেতে থাকবো মেতেহবে কত মজা...

(২১) হে মুমিনগন,জুমআরদিনে যখন সালাতের আজানদেয়া হয়.তখনতোমরা আল্লাহর স্বরনপানে ত্বরা কর.এবং কেনাবেচা বন্ধকর.এটা তোমাদের জন্য উত্তম.যদি তোমরা এটা বুঝ#আলহাদিস#আজ শুক্রবারজুম্মার দিন বিশ্বমুসলমানদের একটা পবিত্রদিন.আর গরিব মানুষের জন্যএটা একটা হজ্ব স্বরূপ.আশা করি সবাই নামাজপরবেন এই কামনায়আল্লা হাফেজ

(২২) হে আমাদের পালনকর্তা,আপনি তো জানেনআমরা যা কিছুগোপনে করি এবং যা কিছুপ্রকাশ্য করি। আল্লাহরকাছে পৃথিবীতে ও আকাশে কোন কিছুই গোপন নয়।

(২৩) আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্রতোমারই সাহায্যপ্রার্থনা করি।(আল কুরআন)

(২৪) রাসুলুল্লাহ (সা:) ইরশাদকরেন-" সকল কাজ নিয়তের উপরর্নিভরশীল"|(সহীহ বুখারী )

(২৫) আলিম হব,জাহিল থাকবনা।দাড়ি রাখব,মিছা কথা বলব না।মিছামিছি হাসবনা,ঈমান ঠিক রাখব। মসজিদ আবাদ করব,জলে উঠুন ঈমানি শক্তিতে।

(২৬) জীবনের চাইতেওবেশী""ভালবাসি যারে""একবারও দেখিনাইতারে""জানিনা আমার ভালবাসায়" "আছে কি ভুল""একবার হলেও দেখা দাও""হে প্রিয় রাসূল (সঃ)"

(২৭) ১,২,৩,নামাজ পড়ুন প্রতিদিন ।৪,৫,৬,নামাজ পড়তে নেই ভয় ।৭,৮,৯,নামাজে আল্লাহ খুশি হয় । ১০,১১,১২,তাই নামাজ পড়তে পার ।

(২৮) আচছালামুআলাইকুম*হে নারী আপনাকে বলছি*এমনজীবন গঠন করযে জীবনে সবাইতোমাকে মর্যাদা দেয় যের্নসুনদর ভবিষে

(২৯) জান্নাত লাভ করারদোয়া সবাই পড়ুন:আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদ্বা কাওয়ালজান্নাত, নিজে পড়ুনএবং বলুন

(৩০) জীবনে ছয়টি জিনিসকখনো ভেঙ্গে ফেলো না?১=মন.২=সম্পর্ক.৩=ভরসা.৪=ভালোবাসা.৫=বিশ্বাস.৬=বন্ধুত্য.সঠিকমনে করলে জানিয়ে দাও

(৩১) ধংস তার জন্য যারআজকের দিনটা গতকালেরচেয়ে উত্তম হলো না..!!আল কোরআন

(৩২) হযরত আদ্ধুললাহইবনে আমর{র:}হতে বর্ণিত,তিনি বলেন,একবেকতি রাসূল{স:}এরকাছে আরয করল,ইসলামে কোনঅবভাসটি উওম?রাসূল{স:} উওরে বললেন,অপরকে খানা খাওয়ানো এবং পরিচিতঅপরিচিত সবাই কে সালামদেওয়া।[বুখারী ও মুসলিম]

(৩৩) ফুলের সুবাস চাঁদেরহাসিনামাজ কে আমি ভালবাসি,নদীর ঢেও পাখির গানকুরআন আমার সংবিধান,সবুজ শেমল রুপে ঘেরা ইসলাম ধর্ম সবার সেরা।

(৩৪) ভবিষ্যতে সবকিছু অনিশ্চিতহলেও,নিজের মৃত্যু নিশ্চিত..!!

(৩৫) তিনিই প্রাণ দান করেন এবং মৃত্ঘটান এবং দিবা-রাত্রির বিবর্তনতাঁরই কাজ, তবু ওকি তোমরা বুঝবে না?

(৩৬) যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয় আল্লাহ তারমর্যাদা বাড়িয়ে দেন।-- মিশকাত

(৩৭) একটি মশার ভয়ে যদি অপনি মাশারিরভিতরে ঢুকতে পারেন , তাহলে দোজকের আগুনেরভয়ে কেন মসজিদে যেতে পারবেন না ??"

(৩৮) আসছে একটা রাত নাম তার শবেবরাত ।তুলব আমাৱ দু হাত।করবো আমার মোনাজাত।আললাহ কৱবে গুনা মাপ।তোমাদেৱ রইল দাওয়াত।পালন করব শবেবরাত।

(৩৯) "১,২,৩আসছে রোজার দিন ।৪,৫,৬রোজা রাখতে কিসের ভয় ।৭,৮,৯খারাপ কাজ আর নয় ।১০,১১,১২পাঁচ ওয়াক্ত নামাজ পড় ।

(৪০) বাকা চাদ,শুভ দিন,রমজানের বাকি আর একদিন,সবাই মিলে শপথ ণিন,রুজা রাখবেন ৩০ দিন,নামায পরবেন,প্রতিদিন,সবাই বলুন, আমিন

Wednesday, February 7, 2018

বাংলা ইসলামিক এসএমএস Bangla Islamic sms

বাংলা ইসলামিক এসএমএস Bangla Islamic sms

(১) মানুষ সবসময় মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু জাহান্নাম থেকে নয়। অথচ, মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে। কিন্তু, মৃত্যু থেকে নয়।


(২) আল্লাহ"বলেছেন"যে"ব্যক্তি"আমার"ভয়ে"১ফোটা"চোখের"পানি"ফেলবে"আমি"আল্লাহ"তার জন্য"জাহান্নামের"আগুন"হারাম"করে"দিবে

(৩) ওজু করার পর আকাশের দিকে তাকিয়ে কালিমাশাহাদাত পাঠ করিলে ৪৯ কোটি নেকি আমল নামায় লেখা হয়.

(৪) মানুষের মধ্যে সর্বাপেক্ষা অক্ষম ঐ ব্যক্তি যে ব্যক্তি দোয়া করিতে অক্ষম, অর্থাৎ দোয়া করে না.. (হযরত মুহাম্মাদ সঃ).

(৫) হে মুমিনগন,জুমআরদিনে যখন সালাতের আজানদেয়া হয়.তখনতোমরা আল্লাহর স্বরনপানে ত্বরা কর.এবং কেনাবেচা বন্ধকর.এটা তোমাদের জন্য উত্তম.যদি তোমরা এটা বুঝ

(৬) হে নারী ! তুমি মা, তোমায় শ্রদ্ধা করি। তুমি বোন, তোমায় সম্মান করি। তুমি বউ, তোমায় ভালবাসি। তুমি মেয়ে, তোমায় স্নেহ করি। তুমি যদি পর্দায় না থাকো, তোমায় ঘৃনা করি।

(৭) আল্লাহ তায়ালা বলেছে, তোমরা ছলনা ছলে ও মিথ্যা কথা বলো না।

(৮) হযরত মোহামমদ (সাঃ)বলেছেন ২টা জিনিষ কাছে রাখলে কোন দিন বিপদআসবেনা ১=কোরআন ২=হাদিস ,ইহা ১০০% সত্য.

(৯) সামনে আসছে রোজা,হালকা কর গোনাহেরবোঝা,যদি কর পাপচেয়ে নাও মাফ.এসো নিয়তকরি,আজ থেকে সবাই পাঁচওয়াক্ত নামাজ পরি.

(১০) যাকে ভয় করি..!!তার নাম হাশর...!!!যাকে বিশ্বাস করি..!!তার নাম কুরআন...!!!যার কাছে আমি ঋণী..!!তার নাম মা...!!! যাঁকে নেতা মানি...!!তিনি হলেন রাসূল(স)...!!যার কাছে মাথা নতকরি..!!তিনি হলেন আল্লাহ'''!!!

(১১) গান বাজনা Delete করনামায রোজা Save করখারাপ পোস্ট Cut করভাল পোস্ট Share করভিন্ন ধর্মকে Respect করইসলাম ধর্ম Open কর।

(১২) জান্নাতের নেটওয়ার্কহল"ইসলাম",:::সিম হল"ঈমান"। :::বোনাস হল"রমযান",:: :রিচার্জ হল"নামাজ",::আর হেলপ লাইনহল"কোরআন"।

(১৩) যদি কাঁদতে চাও,তবে নামাজপড়ে আল্লাহরদরবারে কাঁদ, কারণতোমার চোখের পানিরমূল্য কেউ না দিলেও, আল্লাহ তোমারপ্রতি ফোঁটা অশ্রুরঅনেক মূল্য দেবেন।

(১৪) জুম্মাররাতে বা দিনে মৃত্যু-বরণকারী|| রাসুল (স)এরশাদকরেছেন, "যে মুসলমানজুম্মার দিনঅথবা রাতে মৃত্যুবরণকরে, আল্লাহ পাক তাকে কবরেরফেতনা (কবরের আযাব)থেকে রেহাই দান করবেন।".(আহমদ ও তিরমিযী শরীফ)হে আল্লাহ ,অমাদেরকে আপনি পবিত্রজুম্মার দিন বা রাতে মৃত্যু দান কর, যেন কবরের আযাবঅমাদেরকে স্পর্শকরতে না পারে-(আমীন)

(১৫) নতুন আশা, নতুন দিন,আজকে হল জুমার দিন।লাগছে ভাল ছাড়বো ঘর,মসজিদে যাবো ১২ টার পর।আকাশে সূর্য দিচ্ছে আলো,জুমার নামায পরতে লাগবে ভালো। সকলকে জুম্মা মোবারক

(১৬) জীবন সাজাই নামায দিয়ে,মন সাজাই ঈমান দিয়ে,শরীর সাজাই নবীর সুন্নতদিয়ে,আর বন্ধু বানাই ইসলামের দাওয়াত দিয়ে..!জুম্মা মোবারাক।

(১৭) ◆GP: দূরত্ব যতইহোক মসজিদে যান ।◆Banglalink: আমরানামাজ পড়েছি, আপনিপড়েছেন তো৷◆Airtel: নামাজের টানে মসজিদে আনে৷◆Robi: জেগে উঠুনআযানের ডাকে৷

(১৮) মুসলিম আমার নাম!কুরআন আমার জান!নামাজ আমার গাড়ি!জান্নাত আমার বাড়ী!আল্লাহ্ আমার রব!নবী আমার সব! ইসলাম আমার ধর্ম!এবাদত আমার কর্ম!

(১৯) যারা মানুষের আমানত ওতাদের ওয়াদা,চুক্তি রক্ষণা বেক্ষণকরে তারা মুমিন।[সুরা মুমেন-৮]

(২০) নামাজ রোজা নাহি কাজাকরবো না ভাই কভু,,নয়তো রাজা দিবেন সাজাযিনি মোদের প্রভু,,নামাজ রোজা অনেক সোজাইচ্ছে যদি করো,, মনের মতো সময় মতোনামাজ রোজা করো,,পণ করো আজ পড়বোরাখবো সদা রোজা,,তা না হলে পরকালেপেতে হবে সাজা,, বেহেস্তেতে থাকবো মেতেহবে কত মজা...

(২১) হে মুমিনগন,জুমআরদিনে যখন সালাতের আজানদেয়া হয়.তখনতোমরা আল্লাহর স্বরনপানে ত্বরা কর.এবং কেনাবেচা বন্ধকর.এটা তোমাদের জন্য উত্তম.যদি তোমরা এটা বুঝ#আলহাদিস#আজ শুক্রবারজুম্মার দিন বিশ্বমুসলমানদের একটা পবিত্রদিন.আর গরিব মানুষের জন্যএটা একটা হজ্ব স্বরূপ.আশা করি সবাই নামাজপরবেন এই কামনায়আল্লা হাফেজ

(২২) হে আমাদের পালনকর্তা,আপনি তো জানেনআমরা যা কিছুগোপনে করি এবং যা কিছুপ্রকাশ্য করি। আল্লাহরকাছে পৃথিবীতে ও আকাশে কোন কিছুই গোপন নয়।

(২৩) আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্রতোমারই সাহায্যপ্রার্থনা করি।(আল কুরআন)

(২৪) রাসুলুল্লাহ (সা:) ইরশাদকরেন-" সকল কাজ নিয়তের উপরর্নিভরশীল"|(সহীহ বুখারী )

(২৫) আলিম হব,জাহিল থাকবনা।দাড়ি রাখব,মিছা কথা বলব না।মিছামিছি হাসবনা,ঈমান ঠিক রাখব। মসজিদ আবাদ করব,জলে উঠুন ঈমানি শক্তিতে।

(২৬) জীবনের চাইতেওবেশী""ভালবাসি যারে""একবারও দেখিনাইতারে""জানিনা আমার ভালবাসায়" "আছে কি ভুল""একবার হলেও দেখা দাও""হে প্রিয় রাসূল (সঃ)"

(২৭) ১,২,৩,নামাজ পড়ুন প্রতিদিন ।৪,৫,৬,নামাজ পড়তে নেই ভয় ।৭,৮,৯,নামাজে আল্লাহ খুশি হয় । ১০,১১,১২,তাই নামাজ পড়তে পার ।

(২৮) আচছালামুআলাইকুম*হে নারী আপনাকে বলছি*এমনজীবন গঠন করযে জীবনে সবাইতোমাকে মর্যাদা দেয় যের্নসুনদর ভবিষে

(২৯) জান্নাত লাভ করারদোয়া সবাই পড়ুন:আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদ্বা কাওয়ালজান্নাত, নিজে পড়ুনএবং বলুন

(৩০) জীবনে ছয়টি জিনিসকখনো ভেঙ্গে ফেলো না?১=মন.২=সম্পর্ক.৩=ভরসা.৪=ভালোবাসা.৫=বিশ্বাস.৬=বন্ধুত্য.সঠিকমনে করলে জানিয়ে দাও

(৩১) ধংস তার জন্য যারআজকের দিনটা গতকালেরচেয়ে উত্তম হলো না..!!আল কোরআন

(৩২) হযরত আদ্ধুললাহইবনে আমর{র:}হতে বর্ণিত,তিনি বলেন,একবেকতি রাসূল{স:}এরকাছে আরয করল,ইসলামে কোনঅবভাসটি উওম?রাসূল{স:} উওরে বললেন,অপরকে খানা খাওয়ানো এবং পরিচিতঅপরিচিত সবাই কে সালামদেওয়া।[বুখারী ও মুসলিম]

(৩৩) ফুলের সুবাস চাঁদেরহাসিনামাজ কে আমি ভালবাসি,নদীর ঢেও পাখির গানকুরআন আমার সংবিধান,সবুজ শেমল রুপে ঘেরা ইসলাম ধর্ম সবার সেরা।

(৩৪) ভবিষ্যতে সবকিছু অনিশ্চিতহলেও,নিজের মৃত্যু নিশ্চিত..!!

(৩৫) তিনিই প্রাণ দান করেন এবং মৃত্ঘটান এবং দিবা-রাত্রির বিবর্তনতাঁরই কাজ, তবু ওকি তোমরা বুঝবে না?

(৩৬) যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয় আল্লাহ তারমর্যাদা বাড়িয়ে দেন।-- মিশকাত

(৩৭) একটি মশার ভয়ে যদি অপনি মাশারিরভিতরে ঢুকতে পারেন , তাহলে দোজকের আগুনেরভয়ে কেন মসজিদে যেতে পারবেন না ??"

(৩৮) আসছে একটা রাত নাম তার শবেবরাত ।তুলব আমাৱ দু হাত।করবো আমার মোনাজাত।আললাহ কৱবে গুনা মাপ।তোমাদেৱ রইল দাওয়াত।পালন করব শবেবরাত।

(৩৯) "১,২,৩আসছে রোজার দিন ।৪,৫,৬রোজা রাখতে কিসের ভয় ।৭,৮,৯খারাপ কাজ আর নয় ।১০,১১,১২পাঁচ ওয়াক্ত নামাজ পড় ।

(৪০) বাকা চাদ,শুভ দিন,রমজানের বাকি আর একদিন,সবাই মিলে শপথ ণিন,রুজা রাখবেন ৩০ দিন,নামায পরবেন,প্রতিদিন,সবাই বলুন, আমিন

(৪১) শুভ রজনী, শুভ দিনরাখো রোযা ৩০দিন, ১১মাসের পাপ১মাসে করো ছাপ,দিন যায় দিন আসেরোযা পাবেনা প্রতি মাসে...তাই এই পবিত্র মাসে সবটিরোযা রাখো? সবাইকে জানাই{পবিত্র রমজান মোবারক}

(৪২) হযরত আদ্ধুললাহ ইবনে আমর{র:} হতে বর্ণিত,তিনি বলেন,এক বেকতি রাসূল{স:}এর কাছে আরয করল,ইসলামে কোন অবভাসটি উওম?রাসূল{স:}উওরে বললেন,অপর কে খানা খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাই কে সালাম দেওয়া।[বুখারী ও মুসলিম]

(৪৩) একটি মশার ভয়ে যদি অপনি মাশারির ভিতরে ঢুকতে পারেন , তাহলে দোজকের আগুনের ভয়ে কেন মসজিদে যেতে পারবেন না ??

(৪৪) ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ কে আমি ভালবাসি, নদীর ঢেও পাখির গান কুরআন আমার সংবিধান সবুজ শেমল রুপে ঘেরা ইসলাম ধর্ম সবার সেরা।

(৪৫) লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ্

(৪৬) আপনি জানেন কী?? ১৪০০ বছরআগে থেকেইআপনাকে কেউ একজনভালোবাসে?এখনও সেইমানুষটি আপনার জন্য এখনওকেঁদে যাচ্ছেন______________আর সেইমানুষটি হলো আমাদেরপ্রিয় নবী____হযরতমুহাম্মদ(সাঃ)

(৪৭) নামাজ পড় মুসলিম বোন ও ভাই,নামজ ছারা দুনিয়াতে শান্তি নাই। নামাজের কথা রেখো স্মরন,নামজ দিয়ে সাজাও জীবন। নামাজ ছেরে করোনা ভুল,নামাজ হল ইবাদতের মূল... শুন মসলিম ভাই ও বোনেরা।পাচঁ ওয়াক্ত নামাজ পড়,জীবনকে সুন্দর ভাবে গরে তোল।

(৪৮) সুন্দর চেহারা দিয়ে কি হবে? যদি চরিত্র না থাকে..? উচ্চতর ডিগ্রী দিয়ে কি হবে? যদি অন্তরে দ্বীনের জ্ঞান না থাকে..? অঢেল সম্পদ দিয়ে কি হবে? যদি ঈমান না থাকে..? পৃথীবির সবকিছু পেলে কি হবে? যদি আল্লাহর সাথে না থাকেন~~~

(৪৯) একজন বেপর্দা নারী একটা ব্রেক ছাড়া গাড়ির মতো!! যেকোনো মূর্হূরতে আপনার জীবনকে ধ্বংস করতে পারে....!!

(৫০) কষ্ট করে হলে ও একবার পড়ুন । জীবনে কতো মেয়ের সত্বীত্ব নষ্ট করেছেন, তবুও সতী মেয়ে খুজেন ? কতো ছেলের সাথে সময় কাটিয়েছেন, তবুও চান আপনার স্বামী আপনাকে সময় দেবে ? আজান শুনেছেন, নামাজে যান নি, তবুও মরার পর জান্নাত চান ? দুনিয়ার ক্যরিয়ার বলে সব কিছু উজার করেছেন, আখেরাতের ক্যরিয়ারের কথা ভেবেছেন ?এতো স্বার্থ নিয়ে চিন্তা করবেন না । আল্লাহ দুনিয়াতে কাউকে কিছুই বলে না । আখেরাতের দিনেই তিনি বলবেন,সেদিন কি করবেন ? শুধু একটা পোষ্ট মনে করে লাইক দিয়েন না । অন্তত আজকে একটু ভাবুন তো আপনি কি রেখেছেন ? আপনারা লাইক দিলে আমরা টাকা পাই না, পাই শুধু একটু অনুপ্রেরনা ।

(৫১) পথ হারা বান্দা আমি চাই যে আলোর দিশা মুছে দাও হে আল্লাহ সকল পাপের নিশা ক্ষমা ও ভালোবাসা তোমার অবদান"তাইতো তোমার নাম রেখেছ"রহিম রহমান

(৫২) যে মেয়ে মাথায় কাপড় ছাড়া চলবে, কিয়ামতের দিন তার এক একটা চুল সাপ হয়ে তাকে কামড়াবে, [আল-হাদিস]

(৫৩) এক এক করে যাচ্ছে চলে মাহে রমযান, কি করে দিবো আমি তার প্রতিদান. ক্ষমার আশায় আজও আমি তুলি দুই হাত. কবুল করো আল্লাহ তুমি আমার মোনাজাত.

(৫৪) শত রহস্যে ঘেরা সংসারের এ রঙ্গমঞ্চে প্রতিনিয়তই বিবর্তন ঘটছে জীবন নাটকের দৃশ্যপট, কখন যে কার ভাগ্যে কোন অধ্যায়ের অভিনয়ের পালা আসে তা কি কেউ আগাম বলতে পারে ? ? ? যিনি সবার অলক্ষ্যে থেকে সৃষ্টির প্রতিটা জিনিস নিয়ন্ত্রণ করছেন তিনি ব্যতিত সাধ্য কার তার কুদরতের ভেদ উন্মোচন করে ! ! !

(৫৫) তুমি যদি পারো একজন আলেম হও। যদি তা না পারো,তবে দ্বীনের বাগানের একজন ছাত্র হও। যদি তা না পারো,তাহলে তাদের প্রতি ভালোবাসা দেখাও। যদি তুমি তাও না পারো তাহলে অন্ততপক্ষে তাদের ঘৃণা করো না। --- হযরত উমর ইবনে আবদুল আজিজ(রহঃ)

(৫৬) মক্কার বাগানে ফোটিল এক ফুল,নাম রাখিল তার মুহাম্মদ রাসূল।সুবাস ছড়িয়ে গেল সারা বিশ্বে,আল্লাহ দিলেন তার মর্যাদা সবার শীর্ষে....

(৫৭) মৃত্যু কি তোমার প্রতিশ্রুত সময় নয় ? সুতরাং তোমার কি প্রস্তুতি রয়েছে ! চুলের শুভ্রতা কি তোমাকে ভীতি প্রদশন করেনি ? সুতরাং তোমার কি অজুহাত রয়েছে ! কবরে কি তোমার শয্যা হবেনা ? তখন তোমার কি বক্তব্য থাকবে ! আল্লাহর কাছে কি তোমার প্রত্যাবতন হবেনা ? তখন তোমার সাহায্যকারী কে হবে !

(৫৮) মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই, দুচোখ বন্দ হলে দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো সে হবে পর, আপন হবে নামাজ,রোজা অন্ধাকার কবর।

(৫৯) ঐ সকল নারী জাহান্নামী,যারা কাপড় পরেও উলঙ্গ থাকে।”—বিশ্বনবী হযরত মোহাম্মদ(সঃ) ..!

(৬০) আল্লাহ আমায় জাগিয়ে দিয় ফজর যখন হবে। ফজরের-ই আযান শুনে উঠব জেগে তবে। ফজরের-ই নামায হয় যেন দিনের প্রথম কাজ। এমন ভাগ্য দাও গো আল্লাহ দাও আমাকে আজ।

(৬১) মুসলিম আমি, সংগ্রামি আমি, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাওকে মানি না, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর,নারায়ে তাকবীর !!

(৬২) সে ব্যক্তি মুমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে আহার করে, অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে।

(৬৩) একটা গাছ যখন মারা যায়, তখন তার সবগুলো পাতা ঝরে যায়। আর একটা মন যখন ভেঙে যায়, তখন জীবনের সব আলো নিভে যায়।

(৬৪) জানি পুলিশ করবে হামলা,হবে জেল মামলা|জানি বুলেট পর্র্বে বুকে,তবুও মোরা দারাবো রুখে|দিবো লক্ষ প্রাণ,তবুও"কোরাআন"হোক সংবিধান

(৬৫) গেল রাত এল দিন, ফিরে এল জুম্মার দিন। ஜஜ জুম্মার সময় করবেনা লসস, জুম্মার নামাজ গরীবদের হজ্জ। ஜஜ জলদি যাও নামাজ পরতে, গুরুত্ত দাও এই দিনটাকে। ஜஜ হেপ্পী জুম্মাহ মোবারক টু মাই অল ফ্রেন্ড।

(৬৬) একজন লজ্জাশীল নারী তার মা বাবার জন্য গর্ব॥ তার ভাইয়ের জন্য সম্মান॥ স্বামীর জন্য সম্পদ॥ তার সন্তানদের জন্য আদর্শ মা॥

(৬৭) যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয় , আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। -- মিশকাত

(৬৮) সর্বোত্তম জীবন পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাঃ প্রদর্শিত পদ্ধতি। -- সহীহ মুসলিম

(৬৯) ধ্বংস তার জন্য যার আজকের দিনটা গতকালের চেয়ে উত্তম হলো না..!! - আল কোরআন

Tuesday, January 30, 2018

ইসলামিক এসএমএস Islamic Bangla sms

ইসলামিক এসএমএস Islamic Bangla sms

(১) মানুষ সবসময় মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু জাহান্নাম থেকে নয়। অথচ, মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে। কিন্তু, মৃত্যু থেকে নয়।

(২) আল্লাহ"বলেছেন"যে"ব্যক্তি"আমার"ভয়ে"১ফোটা"চোখের"পানি"ফেলবে"আমি"আল্লাহ"তার জন্য"জাহান্নামের"আগুন"হারাম"করে"দিবে

(৩) ওজু করার পর আকাশের দিকে তাকিয়ে কালিমাশাহাদাত পাঠ করিলে ৪৯ কোটি নেকি আমল নামায় লেখা হয়.

(৪) মানুষের মধ্যে সর্বাপেক্ষা অক্ষম ঐ ব্যক্তি যে ব্যক্তি দোয়া করিতে অক্ষম, অর্থাৎ দোয়া করে না.. (হযরত মুহাম্মাদ সঃ).

(৫) হে মুমিনগন,জুমআরদিনে যখন সালাতের আজানদেয়া হয়.তখনতোমরা আল্লাহর স্বরনপানে ত্বরা কর.এবং কেনাবেচা বন্ধকর.এটা তোমাদের জন্য উত্তম.যদি তোমরা এটা বুঝ

(৬) হে নারী ! তুমি মা, তোমায় শ্রদ্ধা করি। তুমি বোন, তোমায় সম্মান করি। তুমি বউ, তোমায় ভালবাসি। তুমি মেয়ে, তোমায় স্নেহ করি। তুমি যদি পর্দায় না থাকো, তোমায় ঘৃনা করি।

(৭) আল্লাহ তায়ালা বলেছে, তোমরা ছলনা ছলে ও মিথ্যা কথা বলো না।

(৮) হযরত মোহামমদ (সাঃ)বলেছেন ২টা জিনিষ কাছে রাখলে কোন দিন বিপদআসবেনা ১=কোরআন ২=হাদিস ,ইহা ১০০% সত্য.

(৯) সামনে আসছে রোজা,হালকা কর গোনাহেরবোঝা,যদি কর পাপচেয়ে নাও মাফ.এসো নিয়তকরি,আজ থেকে সবাই পাঁচওয়াক্ত নামাজ পরি.

(১০) যাকে ভয় করি..!!তার নাম হাশর...!!!যাকে বিশ্বাস করি..!!তার নাম কুরআন...!!!যার কাছে আমি ঋণী..!!তার নাম মা...!!! যাঁকে নেতা মানি...!!তিনি হলেন রাসূল(স)...!!যার কাছে মাথা নতকরি..!!তিনি হলেন আল্লাহ'''!!!

(১১) গান বাজনা Delete করনামায রোজা Save করখারাপ পোস্ট Cut করভাল পোস্ট Share করভিন্ন ধর্মকে Respect করইসলাম ধর্ম Open কর।

(১২) জান্নাতের নেটওয়ার্কহল"ইসলাম",:::সিম হল"ঈমান"। :::বোনাস হল"রমযান",:: :রিচার্জ হল"নামাজ",::আর হেলপ লাইনহল"কোরআন"।

(১৩) যদি কাঁদতে চাও,তবে নামাজপড়ে আল্লাহরদরবারে কাঁদ, কারণতোমার চোখের পানিরমূল্য কেউ না দিলেও, আল্লাহ তোমারপ্রতি ফোঁটা অশ্রুরঅনেক মূল্য দেবেন।

(১৪) জুম্মাররাতে বা দিনে মৃত্যু-বরণকারী|| রাসুল (স)এরশাদকরেছেন, "যে মুসলমানজুম্মার দিনঅথবা রাতে মৃত্যুবরণকরে, আল্লাহ পাক তাকে কবরেরফেতনা (কবরের আযাব)থেকে রেহাই দান করবেন।".(আহমদ ও তিরমিযী শরীফ)হে আল্লাহ ,অমাদেরকে আপনি পবিত্রজুম্মার দিন বা রাতে মৃত্যু দান কর, যেন কবরের আযাবঅমাদেরকে স্পর্শকরতে না পারে-(আমীন)

(১৫) নতুন আশা, নতুন দিন,আজকে হল জুমার দিন।লাগছে ভাল ছাড়বো ঘর,মসজিদে যাবো ১২ টার পর।আকাশে সূর্য দিচ্ছে আলো,জুমার নামায পরতে লাগবে ভালো। সকলকে জুম্মা মোবারক

(১৬) জীবন সাজাই নামায দিয়ে,মন সাজাই ঈমান দিয়ে,শরীর সাজাই নবীর সুন্নতদিয়ে,আর বন্ধু বানাই ইসলামের দাওয়াত দিয়ে..!জুম্মা মোবারাক।

(১৭) ◆GP: দূরত্ব যতইহোক মসজিদে যান ।◆Banglalink: আমরানামাজ পড়েছি, আপনিপড়েছেন তো৷◆Airtel: নামাজের টানে মসজিদে আনে৷◆Robi: জেগে উঠুনআযানের ডাকে৷

(১৮) মুসলিম আমার নাম!কুরআন আমার জান!নামাজ আমার গাড়ি!জান্নাত আমার বাড়ী!আল্লাহ্ আমার রব!নবী আমার সব! ইসলাম আমার ধর্ম!এবাদত আমার কর্ম!

(১৯) যারা মানুষের আমানত ওতাদের ওয়াদা,চুক্তি রক্ষণা বেক্ষণকরে তারা মুমিন।[সুরা মুমেন-৮]

(২০) নামাজ রোজা নাহি কাজাকরবো না ভাই কভু,,নয়তো রাজা দিবেন সাজাযিনি মোদের প্রভু,,নামাজ রোজা অনেক সোজাইচ্ছে যদি করো,, মনের মতো সময় মতোনামাজ রোজা করো,,পণ করো আজ পড়বোরাখবো সদা রোজা,,তা না হলে পরকালেপেতে হবে সাজা,, বেহেস্তেতে থাকবো মেতেহবে কত মজা...

(২১) হে মুমিনগন,জুমআরদিনে যখন সালাতের আজানদেয়া হয়.তখনতোমরা আল্লাহর স্বরনপানে ত্বরা কর.এবং কেনাবেচা বন্ধকর.এটা তোমাদের জন্য উত্তম.যদি তোমরা এটা বুঝ#আলহাদিস#আজ শুক্রবারজুম্মার দিন বিশ্বমুসলমানদের একটা পবিত্রদিন.আর গরিব মানুষের জন্যএটা একটা হজ্ব স্বরূপ.আশা করি সবাই নামাজপরবেন এই কামনায়আল্লা হাফেজ

(২২) হে আমাদের পালনকর্তা,আপনি তো জানেনআমরা যা কিছুগোপনে করি এবং যা কিছুপ্রকাশ্য করি। আল্লাহরকাছে পৃথিবীতে ও আকাশে কোন কিছুই গোপন নয়।

(২৩) আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্রতোমারই সাহায্যপ্রার্থনা করি।(আল কুরআন)

(২৪) রাসুলুল্লাহ (সা:) ইরশাদকরেন-" সকল কাজ নিয়তের উপরর্নিভরশীল"|(সহীহ বুখারী )

(২৫) আলিম হব,জাহিল থাকবনা।দাড়ি রাখব,মিছা কথা বলব না।মিছামিছি হাসবনা,ঈমান ঠিক রাখব। মসজিদ আবাদ করব,জলে উঠুন ঈমানি শক্তিতে।

(২৬) জীবনের চাইতেওবেশী""ভালবাসি যারে""একবারও দেখিনাইতারে""জানিনা আমার ভালবাসায়" "আছে কি ভুল""একবার হলেও দেখা দাও""হে প্রিয় রাসূল (সঃ)"

(২৭) ১,২,৩,নামাজ পড়ুন প্রতিদিন ।৪,৫,৬,নামাজ পড়তে নেই ভয় ।৭,৮,৯,নামাজে আল্লাহ খুশি হয় । ১০,১১,১২,তাই নামাজ পড়তে পার ।

(২৮) আচছালামুআলাইকুম*হে নারী আপনাকে বলছি*এমনজীবন গঠন করযে জীবনে সবাইতোমাকে মর্যাদা দেয় যের্নসুনদর ভবিষে

(২৯) জান্নাত লাভ করারদোয়া সবাই পড়ুন:আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদ্বা কাওয়ালজান্নাত, নিজে পড়ুনএবং বলুন

(৩০) জীবনে ছয়টি জিনিসকখনো ভেঙ্গে ফেলো না?১=মন.২=সম্পর্ক.৩=ভরসা.৪=ভালোবাসা.৫=বিশ্বাস.৬=বন্ধুত্য.সঠিকমনে করলে জানিয়ে দাও

(৩১) ধংস তার জন্য যারআজকের দিনটা গতকালেরচেয়ে উত্তম হলো না..!!আল কোরআন

(৩২) হযরত আদ্ধুললাহইবনে আমর{র:}হতে বর্ণিত,তিনি বলেন,একবেকতি রাসূল{স:}এরকাছে আরয করল,ইসলামে কোনঅবভাসটি উওম?রাসূল{স:} উওরে বললেন,অপরকে খানা খাওয়ানো এবং পরিচিতঅপরিচিত সবাই কে সালামদেওয়া।[বুখারী ও মুসলিম]

(৩৩) ফুলের সুবাস চাঁদেরহাসিনামাজ কে আমি ভালবাসি,নদীর ঢেও পাখির গানকুরআন আমার সংবিধান,সবুজ শেমল রুপে ঘেরা ইসলাম ধর্ম সবার সেরা।

(৩৪) ভবিষ্যতে সবকিছু অনিশ্চিতহলেও,নিজের মৃত্যু নিশ্চিত..!!

(৩৫) তিনিই প্রাণ দান করেন এবং মৃত্ঘটান এবং দিবা-রাত্রির বিবর্তনতাঁরই কাজ, তবু ওকি তোমরা বুঝবে না?

(৩৬) যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয় আল্লাহ তারমর্যাদা বাড়িয়ে দেন।-- মিশকাত

(৩৭) একটি মশার ভয়ে যদি অপনি মাশারিরভিতরে ঢুকতে পারেন , তাহলে দোজকের আগুনেরভয়ে কেন মসজিদে যেতে পারবেন না ??"

(৩৮) আসছে একটা রাত নাম তার শবেবরাত ।তুলব আমাৱ দু হাত।করবো আমার মোনাজাত।আললাহ কৱবে গুনা মাপ।তোমাদেৱ রইল দাওয়াত।পালন করব শবেবরাত।

(৩৯) "১,২,৩আসছে রোজার দিন ।৪,৫,৬রোজা রাখতে কিসের ভয় ।৭,৮,৯খারাপ কাজ আর নয় ।১০,১১,১২পাঁচ ওয়াক্ত নামাজ পড় ।

(৪০) বাকা চাদ,শুভ দিন,রমজানের বাকি আর একদিন,সবাই মিলে শপথ ণিন,রুজা রাখবেন ৩০ দিন,নামায পরবেন,প্রতিদিন,সবাই বলুন, আমিন

(৪১) শুভ রজনী, শুভ দিনরাখো রোযা ৩০দিন, ১১মাসের পাপ১মাসে করো ছাপ,দিন যায় দিন আসেরোযা পাবেনা প্রতি মাসে...তাই এই পবিত্র মাসে সবটিরোযা রাখো? সবাইকে জানাই{পবিত্র রমজান মোবারক}

(৪২) হযরত আদ্ধুললাহ ইবনে আমর{র:} হতে বর্ণিত,তিনি বলেন,এক বেকতি রাসূল{স:}এর কাছে আরয করল,ইসলামে কোন অবভাসটি উওম?রাসূল{স:}উওরে বললেন,অপর কে খানা খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাই কে সালাম দেওয়া।[বুখারী ও মুসলিম]

(৪৩) একটি মশার ভয়ে যদি অপনি মাশারির ভিতরে ঢুকতে পারেন , তাহলে দোজকের আগুনের ভয়ে কেন মসজিদে যেতে পারবেন না ??

(৪৪) ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ কে আমি ভালবাসি, নদীর ঢেও পাখির গান কুরআন আমার সংবিধান সবুজ শেমল রুপে ঘেরা ইসলাম ধর্ম সবার সেরা।

(৪৫) লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ্

(৪৬) আপনি জানেন কী?? ১৪০০ বছরআগে থেকেইআপনাকে কেউ একজনভালোবাসে?এখনও সেইমানুষটি আপনার জন্য এখনওকেঁদে যাচ্ছেন______________আর সেইমানুষটি হলো আমাদেরপ্রিয় নবী____হযরতমুহাম্মদ(সাঃ)

(৪৭) নামাজ পড় মুসলিম বোন ও ভাই,নামজ ছারা দুনিয়াতে শান্তি নাই। নামাজের কথা রেখো স্মরন,নামজ দিয়ে সাজাও জীবন। নামাজ ছেরে করোনা ভুল,নামাজ হল ইবাদতের মূল... শুন মসলিম ভাই ও বোনেরা।পাচঁ ওয়াক্ত নামাজ পড়,জীবনকে সুন্দর ভাবে গরে তোল।

(৪৮) সুন্দর চেহারা দিয়ে কি হবে? যদি চরিত্র না থাকে..? উচ্চতর ডিগ্রী দিয়ে কি হবে? যদি অন্তরে দ্বীনের জ্ঞান না থাকে..? অঢেল সম্পদ দিয়ে কি হবে? যদি ঈমান না থাকে..? পৃথীবির সবকিছু পেলে কি হবে? যদি আল্লাহর সাথে না থাকেন~~~

(৪৯) একজন বেপর্দা নারী একটা ব্রেক ছাড়া গাড়ির মতো!! যেকোনো মূর্হূরতে আপনার জীবনকে ধ্বংস করতে পারে....!!

(৫০) কষ্ট করে হলে ও একবার পড়ুন । জীবনে কতো মেয়ের সত্বীত্ব নষ্ট করেছেন, তবুও সতী মেয়ে খুজেন ? কতো ছেলের সাথে সময় কাটিয়েছেন, তবুও চান আপনার স্বামী আপনাকে সময় দেবে ? আজান শুনেছেন, নামাজে যান নি, তবুও মরার পর জান্নাত চান ? দুনিয়ার ক্যরিয়ার বলে সব কিছু উজার করেছেন, আখেরাতের ক্যরিয়ারের কথা ভেবেছেন ?এতো স্বার্থ নিয়ে চিন্তা করবেন না । আল্লাহ দুনিয়াতে কাউকে কিছুই বলে না । আখেরাতের দিনেই তিনি বলবেন,সেদিন কি করবেন ? শুধু একটা পোষ্ট মনে করে লাইক দিয়েন না । অন্তত আজকে একটু ভাবুন তো আপনি কি রেখেছেন ? আপনারা লাইক দিলে আমরা টাকা পাই না, পাই শুধু একটু অনুপ্রেরনা ।

(৫১) পথ হারা বান্দা আমি চাই যে আলোর দিশা মুছে দাও হে আল্লাহ সকল পাপের নিশা ক্ষমা ও ভালোবাসা তোমার অবদান"তাইতো তোমার নাম রেখেছ"রহিম রহমান

(৫২) যে মেয়ে মাথায় কাপড় ছাড়া চলবে, কিয়ামতের দিন তার এক একটা চুল সাপ হয়ে তাকে কামড়াবে, [আল-হাদিস]

(৫৩) এক এক করে যাচ্ছে চলে মাহে রমযান, কি করে দিবো আমি তার প্রতিদান. ক্ষমার আশায় আজও আমি তুলি দুই হাত. কবুল করো আল্লাহ তুমি আমার মোনাজাত.

(৫৪) শত রহস্যে ঘেরা সংসারের এ রঙ্গমঞ্চে প্রতিনিয়তই বিবর্তন ঘটছে জীবন নাটকের দৃশ্যপট, কখন যে কার ভাগ্যে কোন অধ্যায়ের অভিনয়ের পালা আসে তা কি কেউ আগাম বলতে পারে ? ? ? যিনি সবার অলক্ষ্যে থেকে সৃষ্টির প্রতিটা জিনিস নিয়ন্ত্রণ করছেন তিনি ব্যতিত সাধ্য কার তার কুদরতের ভেদ উন্মোচন করে ! ! !

(৫৫) তুমি যদি পারো একজন আলেম হও। যদি তা না পারো,তবে দ্বীনের বাগানের একজন ছাত্র হও। যদি তা না পারো,তাহলে তাদের প্রতি ভালোবাসা দেখাও। যদি তুমি তাও না পারো তাহলে অন্ততপক্ষে তাদের ঘৃণা করো না। --- হযরত উমর ইবনে আবদুল আজিজ(রহঃ)

(৫৬) মক্কার বাগানে ফোটিল এক ফুল,নাম রাখিল তার মুহাম্মদ রাসূল।সুবাস ছড়িয়ে গেল সারা বিশ্বে,আল্লাহ দিলেন তার মর্যাদা সবার শীর্ষে....

(৫৭) মৃত্যু কি তোমার প্রতিশ্রুত সময় নয় ? সুতরাং তোমার কি প্রস্তুতি রয়েছে ! চুলের শুভ্রতা কি তোমাকে ভীতি প্রদশন করেনি ? সুতরাং তোমার কি অজুহাত রয়েছে ! কবরে কি তোমার শয্যা হবেনা ? তখন তোমার কি বক্তব্য থাকবে ! আল্লাহর কাছে কি তোমার প্রত্যাবতন হবেনা ? তখন তোমার সাহায্যকারী কে হবে !

(৫৮) মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই, দুচোখ বন্দ হলে দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো সে হবে পর, আপন হবে নামাজ,রোজা অন্ধাকার কবর।

(৫৯) ঐ সকল নারী জাহান্নামী,যারা কাপড় পরেও উলঙ্গ থাকে।”—বিশ্বনবী হযরত মোহাম্মদ(সঃ) ..!

(৬০) আল্লাহ আমায় জাগিয়ে দিয় ফজর যখন হবে। ফজরের-ই আযান শুনে উঠব জেগে তবে। ফজরের-ই নামায হয় যেন দিনের প্রথম কাজ। এমন ভাগ্য দাও গো আল্লাহ দাও আমাকে আজ।

(৬১) মুসলিম আমি, সংগ্রামি আমি, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাওকে মানি না, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর,নারায়ে তাকবীর !!

(৬২) সে ব্যক্তি মুমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে আহার করে, অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে।

(৬৩) একটা গাছ যখন মারা যায়, তখন তার সবগুলো পাতা ঝরে যায়। আর একটা মন যখন ভেঙে যায়, তখন জীবনের সব আলো নিভে যায়।

(৬৪) জানি পুলিশ করবে হামলা,হবে জেল মামলা|জানি বুলেট পর্র্বে বুকে,তবুও মোরা দারাবো রুখে|দিবো লক্ষ প্রাণ,তবুও"কোরাআন"হোক সংবিধান

(৬৫) গেল রাত এল দিন, ফিরে এল জুম্মার দিন। ஜஜ জুম্মার সময় করবেনা লসস, জুম্মার নামাজ গরীবদের হজ্জ। ஜஜ জলদি যাও নামাজ পরতে, গুরুত্ত দাও এই দিনটাকে। ஜஜ হেপ্পী জুম্মাহ মোবারক টু মাই অল ফ্রেন্ড।

(৬৬) একজন লজ্জাশীল নারী তার মা বাবার জন্য গর্ব॥ তার ভাইয়ের জন্য সম্মান॥ স্বামীর জন্য সম্পদ॥ তার সন্তানদের জন্য আদর্শ মা॥

(৬৭) যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয় , আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। -- মিশকাত

(৬৮) সর্বোত্তম জীবন পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাঃ প্রদর্শিত পদ্ধতি। -- সহীহ মুসলিম

(৬৯) ধ্বংস তার জন্য যার আজকের দিনটা গতকালের চেয়ে উত্তম হলো না..!! - আল কোরআন