Monday, April 2, 2018

ভালোবাসার উপদেশ উপদেশমূলক sms bangla upodesh mulok kotha bangla upodesh bani


(১৭২) কুৎসিত মন একটি সুন্দর মুখের সমস্ত সৌন্দর্যকেড়ে নেয়।

(১৭৩) টাকা দিয়ে হয়ত সব কেনা যায় কিন্তুভালবাসা নয়। দূরবীন দিয়ে হয়ত সবদেখা যায় কিন্তু হৃদয় নয়।হারিয়ে গেলে হয়তসব পাওয়া যায় কিন্তু বিশ্বাস নয় |

ভালোবাসার উপদেশ উপদেশমূলক sms

(১৭৪) বিয়ে ছাড়া প্রেম আর ব্রেক ছাড়া গাড়ি!দুর্ঘটনা তো ঘটবেই। তাছাড়া আগুন তো আরকারো দেহে কম না, কেরোসিন পেলে দাউদাউকরাটাই স্বাভাবিক।


(১৭৫) মানুষের উপরের রং দেখেতাকে ঘ্রিণা করো না..হয়তো তার,কোনো একটা গুন আছে..যা স্বর্নের চেয়েও দামি.!!

(১৭৬) একটি ফুলকে বেশি কাছথেকে দেখতে গেলে যেমন তার পরাগ আপনারক্ষতি করতে পারে; তেমনি জীবন নামকফুলটাকে বেশি নাড়াচাড়া করতে গেলে তা মলিনহয়ে যেতে পারে।

(১৭৭) অতি প্রত্যাশা সব সময় হতাশায় পরিনতহয়। কখনো অতি প্রত্যাশা করবেন না।প্রত্যাশা করার আগে নিজেরযোগ্যতা সর্ম্পকে নিশ্চিত হোন। তারপরযোগ্যতা অনুযায়ী প্রত্যাশা করুন।

(১৭৮) কাগজের নৌকা অনেক সুন্দর হয়, কিন্তুপানিতে ভিজলে তা ডুবে যায়।তেমনি আবেগ যতই মধুর হোক না কেন,বাস্তবতার সামনে সেটা বেশিরভাগক্ষেত্রেই বিলীন হয়ে যায়।

(১৭৯) যখন কেউ ভালোবাসার মানুষটারসাথে থাকে তখন সবারই খুব ভালোলাগে...তখন কেউ এটা ভাবেনা যে এই মুহূর্তগুলো একটু পরেই অতীত হয়ে যাবে, আররয়ে যাবে স্মৃতির পাতায়.. যতদিনসে সাথে থাকবে এই স্মৃতি গুলো হাসাবে,আর যখন সে থাকবেনা তখন এইস্মৃতিগুলোই আবার কাঁদাবে........

(১৮০) এতো স্বাধের পাখি আমারযাবে একদিন উড়িয়া ।।এতো সুন্দর দেহটা থাকবে তখনমাটিতে পড়িয়া ।।

(১৮১) চেষ্টা না করে কোন কিছুই পাওয়া যায় না! সাফল্য অর্জন এর জন্য চেষ্টার কোন বিকল্প নেই বিনা চেষ্টায় কেউ যদি কিছু পেতে চায়- তার মত বোকা,মূর্খ পৃথিবীতে নাই!!!

(১৮২) অর্থ দিয়ে ঘড়ি কেনা যায়, সময় নয়......!! অর্থ দিয়ে বই কেনা যায় বিদ্যা নয়.......!! অর্থ দিয়ে রক্ত কেনা যায় জীবন নয়.......!! অর্থ দিয়ে সুন্দর মানুষ কেনা যায় কিন্তু সুন্দর মনের ভালোবাসা নয

(১৮৩) সম্পর্ক পাখির মত। খুব শক্ত করে ধরে রাখেন মারা যাবে,খুব আলতো ভাবে ধরে রাখলে উড়ে যাবে কিন্তু যদি সাবধানে রাখেন সেটা সবসময় আপনার সাথে থাকবে...

bangla upodesh mulok kotha, bangla upodesh bani

(১৮৪) জীবনটা হল রেল লাইনের উপর দুজন হাত ধরে হাটার মত… একজন হাত ছেড়ে দিলে অন্য জনের ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে… যদি আপনি হাত ছেড়ে দেন, তাহলে আপনি পরাজিত… আর যদি অন্যজন হাত ছেড়ে দেয়,,তাহলে আপনার বিশ্বাস পরাজিত….!

(১৮৫) দুনিয়াতে যে যত মানুষের উপকার করবার চাইব সে তত বেশি বাঁশ খাইব । দুনিয়ার এইটাই কঠিন নিয়ম ।

(১৮৬) একদম নিখুঁত মানুষখুঁজতে যেও না ,বিধাতা মানুষের ভিতরকিছু কিছু খুত মিশিয়ে দিয়েছে;বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে,তুমি ভালোবাসার কোনোমানুষই পাবে না..!!

(১৮৭) দেখতে শিমুল ফুল কতই না সুন্দর,সুবাস নাই বলে কেউ করেনা কদর।রুপে মানুষ বড় নয় বড় হয় গুণে, অসুন্দর কোকিলের গান সকলেই শুনে।.........

(১৮৮) ভালবাসতে মানুসে রুপ খুজুনা,সুন্দর একটা মন খুজু,কারন রুপের ভালবাসা একদিন ফুরিয়ে জাই,কিন্তু মনের ভালবাসা কুনদিন ফুরাইনা

(১৮৯) কাওকে পাওয়ার আসা করুনা,কারন তাকে পেতে গিয়ে তুমি নিজে ধঙ্গস হৈয়ে যেতে পার,নিজেকে এমনভাবে তৈরি কর যাতে মানুস তুমাকে পাওয়ার আসা করে

(১৯০) মদ খা, গাজা খা, পারলে একটু বিড়ি খা, তার পরো প্রেম করিস না। কলিজা পচে যাক, তারপর মন টা তো ভালো থাকলো। ... রবীন্দ্রনাথ ঠাকুর...

(১৯১) মনের মতন স্ত্রী আর সংসার হলে জীবনের সব দুঃখ, সব ব্যর্থতা, সব সমস্যার মোকাবেলা করা যায়। ----- নিমাই ভট্টাচার্য।

(১৯২) মিথ্যার শক্তি অনেক বেশি। সুন্দর, সত্য বাণীর চেয়ে এ কারণেই গুজব আগে ছড়ায়।

(১৯৩) সেই ছেলেকে জীবন সঙ্গী করো, যার ভবিষ্যৎ ভালো। সেই মেয়েকে জীবন সঙ্গিনী করো, যার অতীত ভালো।

(১৯৪) চেহারা দেখে যদি মানুষ চেনা যেতো তাহলে ভুল মানুষের প্রেমে পরে এতো কাদতে হতো না_

(১৯৫) “ভালোবাসা কোনো অধিকারের মধ্যে কাউকে আটকিয়ে ফেলে না, বরং তাকে নতুন স্বাধীনতা দান করে। “

(১৯৬) "মেয়েদের বোঝা খুব কঠিন। একটি মেয়েকে কখনো পুরোপুরি বুঝা যায় না। পুরোপুরি বুঝতে গেলে হয় আপনি পাগল হয়ে যাবেন নয়তো আপনি মেয়েটির প্রেমে পড়ে যাবেন।"

(১৯৭) জীবনে কাউকে এতোটা ভালোবাসা উচি না যাতে তাকে ভুলতে কষ্ট হয়, আবার এতটাও ঘৃণা করা উচিত নাহ যে তার জন্য তোমার মায়া হয়....

(১৯৮) যদি তুমি কাওকে ভালবাস, তবে তাকে মুক্তি দাও, যদি সে ফিরে আসে, তবে সে তোমার। আর যদি ফিরে না আসে, তবে সে কোনদিন ও তোমার ছিল না,

(১৯৯) কাউকে আবেগের ভালোবাসা দিওনা, মনের ভালোবাসা দিও! কারন আবেগের ভালবাসা ১দিন বিবেকের কাছে হেরে যাবে আর মনের ভালোবাসা চিরোদিন থেকে যাবে..

(২০০) হাসাতে না পারলে, কাঁদাবে না।আনন্দ দিতে না পারলে,কষ্ট দিবে না। ভালবাসতে না পারলে,ঘৃণা করবে না। আর বন্ধু হতে না পারলে, শত্রু হবে না?

(২০১) তুমি দেখতে সুন্দর বলে, অন্যকে ঘৃনা করোনা।কারন, তুমি যার হাতে সৃষ্টি, সে তার হাতে সৃষ্টি । কখনো নিজের সুন্দোর্য নিয়ে অহংকার করোনা.

(২০২) মাঝে,মাঝে কষ্ট করে হলেও একা একা চলা শিখতে হয়? কারণ,যাকেছাড়া আপনি চলতে পারবেন না, বা বাঁচতে পারবেন না ভাবছেন, সে কিন্তু, আপনাকে ছাড়া ঠিকই বেঁচে আছে...

(২০৩) পৃথীবি খুব সুন্দর অনেক মানুষ কে ভাল লাগতে পারে তাই বলে সবার সাথে প্রেম করা যায়? মনে রেখ ভাল লাগার মানুষ অনেক BUT মনের মানুষ ১জন...

(২০৪) নিজেকে খুব বেশী চালাক ভাবতে যেওনা । ভুলে যেওনা- নিঃশব্দে পথ চলার ক্ষমতা তোমার থাকলে, অন্যকেউ হাওয়ায় উড়ে চলার ক্ষমতা রাখে, অস্বাভাবিক নয় ।

(২০৫) পৃথিবীতে প্রিয় মানুষ গুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতই প্রবাহিত হবে ।

(২০৬) পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়েঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোন স্বার্থকতা নেই...

(২০৭) পৃথিবী অনেক সুন্দর হয় যদি সুন্দর চোখে দেখা যায়।জীবন অনেক সহজ হয় যদি তা সহজ করে গ্রহণ করা হয়

(২০৮) সাহায্য খুব দামী একটি উপহারের নাম। সবাই এই উপহার দিতে পারে না। যারা আপনাকে এই উপহারটি দেয় তারা মনের দিক থেকে অনেক বড় মানুষ...

(২০৯) এমন কাউকে ভালবেসনা যার কাছে প্রয়োজন ব্যতীত তোমার আর কোন মূল্য নেই । তাকেই ভালবেস যে প্রয়োজনে অপ্রয়োজনে তোমার প্রয়োজন অনুভব করবে ।

(২১০) কথা বলা শিখতে একজন মানুষের দুই বছর লাগে, কিন্তু-কি বলা উচিত নয়, তা শিখতে লাগে সারাজীবন।

(২১১) প্রতিটি জিনিসকে পুরোপুরি গ্রহণ করুন। তাহলেই আপনি এ থেকে পরিপূর্ণ শিক্ষা নিতে পারবেন।

(২১২) সাহায্য খুব দামী একটি উপহারের নাম। সবাই এই উপহার দিতে পারে না। যারা আপনাকে এই উপহারটি দেয় তারা মনের দিক থেকে অনেক বড় মানুষ

(২১৩) সেই সবচেয়ে সুখী যে নিজেরদেশকে স্বর্গের মতো ভালোবাসে।

(২১৪) সেই তোমাকে সত্যিকারের ভালবাসে, যে তোমার দেয়া শত কষ্ট, যন্ত্রনা, অপমান মুখ বুঝে সহ্য করে।

(২১৫) হাসাতে না পারলে, কাঁদাবে না।আনন্দ দিতে না পারলে,কষ্ট দিবে না। ভালবাসতে না পারলে,ঘৃণা করবে না। আর বন্ধু হতে না পারলে, শত্রু হবে না?

(২১৬) “আমার বয়স যখন পাঁচ বছর- আমার মা আমাকে বলেছিলো সুখই হলো জীবনের চাবিকাঠি। যখন আমি স্কুলে গেলাম আমাকে লিখতে বলা হলো আমি বড় হয়ে কি হতে চাই। আমি লিখলাম- আমি বড় হয়ে সুখি হতে চাই। তারা বলেছিলো আমি প্রশ্নটা ঠিক মতো বুঝিনি, এবং আমি বলেছিলাম তারাই জীবনের অর্থটা এখনো বোঝেনি।”

(২১৭) যে তোমার দোষ ধরে বন্ধু সেই জন,সম্মুখে তারিফ করে দুষমন সে জন |___হযরত ওমর ফারুক (রাঃ)

(২১৮) যে ব্যক্তি অপরের দোষের কথা তোমার নিকট প্রকাশ করে, সে নিশ্চয়ই তোমার দোষের কথাও অপরের নিকট প্রকাশ করে থাকে|

(২১৯) যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি।

(২২০) যে লোক ধৈর্য্য ধরতে পারে, তার জন্য আনন্দ ও প্রশান্তি অপেক্ষা করে।

(২২১) যে অনেক কিছু এক সঙ্গে আরম্ভ করে সে কিছুই শেষ করতে পারে না।

(২২২) যে ইচ্ছা পূর্বক বন্ধুকে ঠকায়,সে তার খোদা কেউ ঠকাতে পারে।

(২২৩) যে তার ঘর কে ভালবাসে না,সে তার দেশ কে ভালবাসতে পারে না।

(২২৪) মনীষী বলেছেন,সুন্দরী নারী এবং পেছনের দরজা মানুষকে সবসময় পেছনের দিকেই টানে!

(২২৫) মরে যাওয়া যখন প্রত্যেকটি মানুষেরই নিয়তি,তখন শহীদ হয়ে মৃত্যু বরণ করাই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ|__হযরত ইমাম হোসাইন (রাঃ)

(২২৬) মানুষের শরীরের ভিতর এমন একটা মাংসপিন্ড আছে যা ভাল থাকলে মানুষ ভালথাকে, আর সেই মাংস পিন্ডটি খারাপথাকলে মানুষ ও খারাপ থাকে, আর সেইমাংস পিন্ডটি হচ্ছে,............ মানুষের মন বা তার হৃদয়।

(২২৭) প্রেম হল এমনএকটা সাগরের নাম । যার পাশ দিয়ে যাওয়ার সময় মনে হবে,"ইস!! একবার যদি নামতে পারতাম । আর যারা সে সাগরে নেমেছে তার মনে হয়, "ইস !! কেন যে নামলাম ??.........ডেনমার্ক

(২২৮) জিবনে পাঁচটি প্রশ্ন মানুষ কে সত্ত্য পথে নিয়ে জেতে পারে। (১)আমি কে? (২)আমি কিভাবে এলাম? (৩)আমার কি করা উচিত? (৪)আমি কি কর ছি? (৫)আমাকে কোথায় জেতে হবে?

Load comments