Sunday, May 27, 2018

শুভ কামনা মেসেজ | শুভ কামনা রইল | শুভ কামনা উক্তি


বাংলা এস এম এস
শুভ কামনার এস এম এস

**আকাশের জন্য নীলিমা,
চাঁদের জন্য পূর্নিমা,
পাহাড়ের জন্য ঝর্না,
নদীর জন্য মোহনা,
আর তোমাদের জন্য রইলো
--শুভ কামনা--**
**গ্রিশ্মের আনারকলি,
র্বষার অনজলী,
শরতের গীতালি,
হেমন্তের মিতালী,
শীতের পিঠা পুলি,
বসন্তের ফুল কলি,
এমনি করে ভরে যাক
জীবনের সবপাতা গুলি।****দুঃখের বোঝা আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে
তুমি যদি সুখী হতে পারো,
তবে সুখে থেকো
আমি তোমার সুখ দেখতে চাই।****যাচ্ছো দূরে যাও তুমি বাধা দেবো না ।
যতো বাধাই আসুক পথে ভয় পেও না ।
তোমার জন্য রইল অনেক শুভ কামনা ।****জীবন মরন তোমার নামে দিব আমি লিখে ,
মিষ্টি করে বন্ধু তুমি তাকাও আমার দিকে
তোমার মনের সব খবর রাখতে চাই আমি ,
সব শেষে বল বন্ধু কেমন আছ তুমি ?**
**বন্ধু মানে সুখের সাথী।বন্ধু মনে রাগ।
বন্ধু মানে দুঃখ সূখের সমান সমানভাগ।
বন্ধু মানে হালকা হেসে চোখেরকোনের জল।
বন্ধুমানে মনে পরলে একটা ছোট কল।**
**নিশি রাতে চাঁদের আলো__
বন্ধু তুই থাকিস ভাল সন্ধা শেষে রাত আসে __
তোর সৃতি চোখে ভাসে বন্ধু তুই সুখে থাকিস __
কষ্ট হলেও আমায় তুই মনে রাখিস।****ফুলে ফুলে ভরে যাক তোমার ভুবন,
রংধনুর মতো সাত রং এ রাঙ্গুক তোমার জীবন ।
দুঃখ কষ্ট গুলো হারিয়ে যাক দুর অজানার দেশে ।
তোমার জীবন যেনো সুখের সাগরে ভাসে ।
এই কামনা করি আমি বিধাতারি কাছে ।**


**তোমার দেওয়া ভালোবাসার কারণে আমার
জীবন থমকে দাড়িয়েছে__
এমন তো কথা ছিলো না তবে কেনো
তুমি আমার সাথে এমন করলে?
জানি তুমি আমার কথার জবাব দিতে পারবে না
_তবু ও বলবো ভালো থেকো_**

Load comments