Wednesday, May 2, 2018

শিক্ষামূলক এসএমএস, SmS, জানার এসএমএস


শিক্ষামূলক এসএমএস

** তুমি দেশকে যথার্থ ভালোবাসো তাহার চরম পরীক্ষা তুমি দেশের জন্য মরিতে পার কিনা।


** দেশের জন্য এক বিন্দু রক্ত দান করার মতো মহত্ কাজ আর নেই।


** সেই সবচেয়ে সুখী যে নিজের দেশকে স্বর্গের মতো ভালোবাসে।


** যে মায়ের সন্তান দেশের জন্য জীবন দিয়েছে তার মাতৃত্বের গৌরব চির ভাস্বর।


** যদি মৃত্যুহীন হতে চাও তবে তোমাকে সত্ভাবে দেশের কাজ করে যেতে হবে।


** আপোষ করতে শেখ মুজিবুররহমান যানে না।বাংলারমাটিতে যুদ্বাপরাধীদেরবিচার হবে।আমার মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে,রক্তদিয়ে স্বাধীনতা কে রক্ষা করবে।


** পৃথিবীতে আসার সময়প্রতিটি মানুষইএকটি করে আলাদিনেরপ্রদীপ নিয়ে আসে, কিন্তু খুবকম মানুষই সেই প্রদীপথেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে পারে|__


** জীবনের রাস্তায়একা একা হেঁটে যাওয়া খুবএকটা কঠিন কাজ নয় ।কিন্তু , কারো হাত ধরে অনেকটা পথ হেঁটে গিয়ে,সেখান থেকে একা একা ফিরে আসা খুববেশি কঠিন ।


** পাপের কাজ করে লজ্জিতহলে পাপকমে যায়, আর পুণ্যকাজকরে গর্ববোধকরলে পুণ্য বরবাদ হয়ে যায় |_____হযরত আলী (রাঃ)"


** কেউ ভুল করে ফেললে,সবার সামনে তিরস্কারনা করে,আলাদাভাবে বলে তাকে শুধরে নেয়ারসুযোগ দিন।


** কেউ যদি তোমারভালবাসার মূল্যনা বুঝে তবে নিজেকে নিঃস্বভেবো না,কারন জীবনটা এত তুচ্ছ না।


** প্রতিটা মানুষের জীবনেসময়ের মূল্য অনেকবেশি।এটি সবার মুখেমুখেই শোনা যাই।যখন এটি আমরা বাস্তবেউপলদ্ধি করি তখনই বোঝা যাই, আসলেই মানুষেরজীবনে সময়েরমূল্য কতটুকু বেশি?আমিনিজেই এটাকে বাস্তবেউপলদ্ধি করলাম এবংবুঝলাম সময়কে কতটুকু গুরুত্ত দেওয়া উচিত?তাইসময়ের কাজ সময়ে করেনেওয়া ভাল,হয়তঅবহে


** মানুষ সবচেয়ে বড় ভুলকরে তখনই,যখন সে কারো প্রতি অসম্ভবভাবে দুর্বল হয়ে পড়ে।


** এই পৃথিবী কখনো খারাপমানুষেরখারাপ কর্মকাণ্ডের জন্যধংসহবেনা. যারা খারাপমানুষের এসব কর্ম-কাণ্ড দেখেও কিছুকরেনা তাদের জন্যই ধংসহবে !


** মানুষই একমাত্রপ্রাণী যে পুরোপুরি সফলজীবনযাপন করে আফসোসনিয়ে মৃতবরণ করে


** ছাত্র জীবনের চেয়ে মধুরজীবনআর নেই।কথাটার বাস্তবিক প্রমানিতহয় যখন ছাত্রজীবন অতীত হয়ে যায় | — হযরত সুলাইমান (আঃ)


** "তোমার যা নেই তারপেছনে ছুটো।যা আছে তা নষ্টকরো না।মনে রেখো আজকে তোমারযা আছে।গতকাল তুমি সেটারপেছনে ছুটে ছিলে---


** যে তোমার দোষ ধরে বন্ধুসেই জন,সম্মুখে তারিফ করে দুষমনসে জন |___হযরত ওমর ফারুক (রাঃ)


** অভিমান হল হৃদয়েরঅতি গোপন প্রকোষ্ঠেরব্যাপার। যে কেউসেখানে হাতছোঁয়াতে পারে না | _


** যে অনেক কিছু একসঙ্গে আরম্ভ করে সে কিছুইশেষ করতে পারে না।


** ভবিশৎকে জানার জন্যঅতীতকে জানা উচিত।


** পার্থনা ও প্রসংশা এইদুই টা জিনিসস্বয়ং বিধাতা পছন্দ করে।


** যাদের চিন্তা কম,তারাই বেশি কথা বলে।_


** যে ইচ্ছা পূর্বকবন্ধুকে ঠকায়,সে তার খোদা কেউঠকাতে পারে।


** যে লোক ধৈর্য্যধরতে পারে, তার জন্য আনন্দও প্রশান্তি অপেক্ষা করে।


** যে তার ঘরকে ভালবাসে না,সে তার দেশকে ভালবাসতে পারে না।


** মরে যাওয়া যখনপ্রত্যেকটি মানুষেরইনিয়তি,তখন শহীদ হয়ে মৃত্যু বরণকরাই সবচেয়ে বড়বুদ্ধিমানের কাজ| __হযরত ইমাম হোসাইন (রাঃ)


** “আমার বয়স যখন পাঁচবছর- আমারমা আমাকে বলেছিলো সুখইহলো জীবনের চাবিকাঠি।যখন আমি স্কুলে গেলামআমাকে লিখতে বলা হলো আমি বড় হয়ে কি হতে চাই।আমি লিখলাম- আমি বড়হয়ে সুখি হতে চাই।তারা বলেছিলো আমি প্রশ্নটা ঠিকমতো বুঝিনি,এবং আমি বলেছিলাম তারাই জীবনেরঅর্থটা এখনো বোঝেনি।”-


** ভাবনার উত্তম সময় রাত।কেননা, নিরবতা তখনসঙ্গী হয়


** কারো সাথে বন্ধুত্ব করারআগে তাকে পরীক্ষা করে নেয়া উচিত,সে বন্ধুত্বের যোগ্য কিনা।


** কখনোই সেইমানুষটাকে কষ্ট দিও না,যাকে কষ্ট দিলে তার দ্বিগুনকষ্ট তোমার নিজের হয়।


** বেশি কিছু আশা করা ভুল,বুঝলাম আমি এত দিনে,মুক্তি মিলে না কোন দিনজড়ালে হৃদয় কোন ঋণে।


** প্রত্যেক মানুষের মাথায়এক বা একাধিক টেকনিকেলসমস্যা থাকে । আর তাইবলে এটা ভাবারকোনো অবকাশ নেইযে সে পাগল ।


** মেয়েদের মন হয় নরমএবং অনুভূতিপ্রবণ।সে কারণে ওদের উপরভালমন্দ দু’টি দিকেরইপ্রভাব অত্যন্ত তীব্রহয়ে থাকে। সুতরাং মেয়েদেরযদি সময়মতসুশিক্ষা দেওয়া না হয়তবেএর বিষম ফলপিতা মাতাকে দুনিয়া ওআখেরাতে সমভাবে ভোগ করতে হবে।.......ইমাম আহমদ ইবনে হাম্বল(রাহঃ)


** পরেরপ্রশংসা পেতে হলে,অপরকে প্রশংসা করতে হয়-


** শেষবারেরমতো আরেকবারচেষ্টা করে দেখি-পৃথিবীতে এই চিন্তাটাইঅনেক সফল মানুষের জন্মদিয়েছে।


* কাওকে কষ্ট দিয়ে,সুখে থাকার আশা করাটা বোকামি ছারা আর কিছুই নয় মনে রেখো, এর থেকেও প্রখর কষ্ট তোমার জন্য অপেক্ষা করছে


** জীবনটা খুবই সাধারণ,তুমি তাই পাবে যা তুমি দিবে। সম্মান চাও,তবে সম্মান দাও। মনোযোগ প্রত্যাশা করলে,আগে মনোযোগী হও। ভালোবাসা চাও তো ভালোবাসা দাও।


** 'মায়া' আর 'প্রেম' এক না। প্রেমের মধ্যে মায়া আছে। কিন্তু মায়ার মধ্যে প্রেম নাও থাকতে পারে। আর তাই, মানুষ মায়া করে কুকুর-বেড়াল পুষে, ওদেরকে ভালোবাসে না। কারন ভালোবাসা নাও থাকতে পারে


** কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে,, বুঝে নিবে সে তোমায় আড়ালে মিস করে.. আর কেউ যদি না দেখে কাঁদে,, বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালবাসে..!!


** কাউকে মন দিয়ে ভালবাসতে যেওনা। ভালবাসলে না পারবে বাচতে, না পারবে মরতে। দুনিয়াতে এর চেয়ে নরক যন্ত্রণা আর কি হতে পারে?


** বড় গাছ নড়ে কম। বড় মাছের কাঁটা কম। জ্ঞানী লোকের কথা কম । সৎ লোকের সংখ্যা কম। গুণী লোকের কদর কম। মরা নদীর পানি কম। রাগী লোকের ধৈর্য কম । সুস্থ লোকে খায় কম। মূর্খ লোকের আক্কেল কম। নিষ্ঠুর লোকের মায়া কম। শিশুদের হিংসা কম। সৎ লোকের বন্ধু কম। মেয়ে মানুষের বুদ্ধি কম। নিঃশ্বাসের বিশ্বাস কম|?


** কাউকে ভালোবাসার জন্য একটা শক্তিশালী হৃদয়ের প্রয়োজন । আর কারো দ্বারা আঘাত পাওয়ার পরও তাকে ভালোবেসে যাওয়ার জন্য লাগে তারচেয়েও শক্তিশালী হৃদয় । যা অনেকের থাকে না । মৃত্যর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতো কঠিন, কতো ভয়ানক তা একমাত্র আমি অনুভব করতে পারি ।


** প্রতিটা মানুষের জীবনে সময়ের মূল্য অনেক বেশি। এটি সবার মুখে মুখেই শোনা যাই।যখন এটি আমরা বাস্তবে উপলদ্ধি করি তখনই বোঝা যাই, আসলেই মানুষের জীবনে সময়ের মূল্য কতটুকু বেশি?আমি নিজেই এটাকে বাস্তবে উপলদ্ধি করলাম এবং বুঝলাম সময়কে কতটুকু গুরুত্ত দেওয়া উচিত?তাই সময়ের কাজ সময়ে করে নেওয়া ভাল...


** ⌠জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম।যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন।তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেইল করাটা স্বাভাবিক⌡-


** "তোমার যা নেই তার পেছনে ছুটো।যা আছে তা নষ্ট করো না।মনে রেখো আজকে তোমার যা আছে।গতকাল তুমি সেটার পেছনে ছুটে ছিলে----


** এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মকাণ্ডের জন্য ধংস হবেনা.যারা খারাপ মানুষের এসব কর্ম-কাণ্ড দেখেও কিছু করেনা তাদের জন্যই ধংস হবে!-


** ত্রুকে যদি একবার ভয় করো,তবে বন্ধুকে অন্তত দশবার ভয় করো।কারণ বন্ধু যদি কোন সময় শত্রু হয়,তবে সে হবে সবচেয়ে নিষ্ঠুরতম শত্রু।-


** পাপের কাজ করে লজ্জিত হলে পাপ কমে যায়, আর পুণ্য কাজ করে গর্ববোধ করলে পুণ্য বরবাদ হয়ে যায়....-


** জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া খুব একটা কঠিন কাজ নয়।কিন্তু,কারো হাত ধরে অনেক টা পথ হেঁটে গিয়ে,সেখান থেকে একা একা ফিরে আসা খুব বেশি কঠিন।.


** পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই একটি করে আলাদিনের প্রদীপ নিয়ে আসে, কিন্তু খুব কম মানুষই সেই প্রদীপ থেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে পারে....


** কারো সুখের জন্য ভালো পেনসিল না হতে পারো।কিন্তু ভালো রাবার হও,তার দুঃখ মুছার জন্য।


** মানুষ মানুষের জন্য,মানুষকে ভেবোনা বাজারের পন্য,হয়তো ভুল করে সে তোমায় বেসেছে ভালো,তাই বলে তুমি নিভিয়ে দিওনা,তার জীবনের আলো.


** যখন ভালবাসা তোমার কাছে অজানা তখন বুঝবেনা সুখ কী?যখন কাউকে ভালবাসবে তখন বুঝবে ব্যাথা কী?যখন তুমি ভালবাসা হারিয়ে ফেলবে তখন বুঝবে জীবন কী


** বিশাল হৃদয় দিয়ে"কি হবে"যদি দুঃখ না বোঝে"ফেন্ডশিপ করে কি হবে"যদি মূল্য না দাও" ভালবেসে কি হবে"যদি ভালবাসার মানুষকে"কষ্ট দাও. তাই ভালবাসার মানুষকে কষ্ট দিও না ।


** মন দেখে ভালবেসো ধন দেখে নয় গুন দেখে প্রেম করো রুপ দেখে নয় রাতের বেলায় স্বপ্ন দেখো দিনের বেলায় নয় এক জনকে ভালবেসো দশ জনকে নয়


** কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসুন। নিজের স্বার্থের জন্য তার সাথে ভালোবাসার অভিনয় করবেন না। আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটাই এলোমেলো করে দেবে ।


** যে সত্যিকারের ভালবাসতে জানে......সে তার প্রিয় মানুষটির কান্নাকে আপন করে নিতে পারে।যে সত্যিকারের ভালবাসতে জানে......সে হাজারও কষ্টের মাঝে সেই মানুষটিকে সুখী রাখতে পারে।যে সত্যিকারের ভালবাসতে জানে......সে কখনো তার ভালবাসার মানুষটিকে ছেড়ে যেতে পারেনা!আর যে মানুষটি ছেড়ে চলে যায়......সে কখনো ভালবাসার যোগ্য মানুষ ছিলো না..!


** কে তোমার সব চেয়ে ভাল বন্ধু সেটা তখনই বুঝবে, যখন তোমার কাউকে খুব প্রয়োজন হবে !!!


** কারো সাথে বন্ধুত্ব করার আগে তাকে পরীক্ষা করে নেয়া উচিত, সে বন্ধুত্বের যোগ্য কিনা।


* প্রত্যেক মানুষের মাথায় এক বা একাধিক টেকনিকেল সমস্যা থাকে । আর তাই বলে এটা ভাবার কোনো অবকাশ নেই যে সে পাগল ।


** পরের প্রশংসা পেতে হলে, অপরকে প্রশংসা করতে হয়


** শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি -পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে।


** এমন জীবন তুমি করিও গঠণ মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভূবন


** ভাগ্য তোমার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে । ভাগ্য সিদ্ধান্ত নেয় না, কিন্তু তোমার সিদ্ধান্তই তোমাকে ভাগ্য এনে দিতে পারে ৷


** পৃথিবিতে বেচে থাকতে হলে প্রতি পদে পদে মায়াকে তুচ্ছ করতে হয়।


** ভালোবাসা বদলায় না, বদলে যায় মানুষগুলো। অনুভূতি হারায় না, হারিয়ে যায় সময় গুলো।


** বোকা মানুষ গুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে। কিন্তু কখনও কাউকে ঠকাতে জানে না।


** প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না। "ফুলের চাষ করো"। দেখবে প্রজাপতিই তোমার পিছনে ছুটবে।


** কারো সাথে বন্ধত্ব করারর আগে তাকে পরিক্ষা করে নেয়া উচিত, সে বন্ধুত্বর যোগ্য কি না.।


** দুঃখ কমে যায় ভাগ করে নিলে,,, অভীমান চলে যায় ভালবাসা দিলে,,, কষ্ট বেড়ে যায় ভুল বুঝলে,,, হ্রদয় বেঙ্গে যায় আঘাত দিলে....


** যদি আপনার কাছে কেউ কিছু বলতে চায়, তবে মনোযোগ দিয়ে তার কথা গুলো শুনুন। কিছু দিতে পারেন বা না পারেন, আপনার আন্তরিকতা তার হৃদয়কে স্পর্শ করবে।


** কোনোকিছু আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান মনে হয় দুটি সময়ে। সেটি অর্জন করার পূর্বে এবং হারিয়ে ফেলার পর। এই দুইয়ের মধ্যেবর্তী সময়ে তার মূল্য মাথায় রাখুন। তাকে হারিয়ে ফেলার সম্ভাবনা কমে যাবে।


** "ভুল ভ্রান্তি দিয়েই মানুষের জীবন। সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনবার কোন মানে হয় না"।


** সাফল্য সুখের কারন নয় বরং সুখই সাফল্যের চাবিকাঠি। আপনি যাই করুন না কেন, তা যদি মন থেকে ভালোবেসে খুশিমনে করতে পারেন, তবে সাফল্য আসবেই।


** "রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে তুমি যদি ঢিল মারতে যাও তাহলে তুমি তোমার গন্তব্যেই পৌঁছাতে পারবে না"।


** সুখের পেছনে ছুটতে নেই।সুখ প্রজাপতির মত।ধরতে গেলে ধরা দেয়না কিন্তু চুপ করে থাকলে ঠিকই গায়ে এসে বসে।।

Load comments