Sunday, January 7, 2018

IPL 2018 Player retention list আইপিএল ২০১৮ সকল প্লেয়ারের তালিকা

 IPL 2018 Player retention list আইপিএল ২০১৮ সকল প্লেয়ারের তালিকা










ipl 2018 rcb players, 2018 ipl auction date ,ipl 2018 players list ,ipl 2018 kkr ,ipl team players 2018 ,ipl 2018 teams names ,ipl teams list 2017 ,ipl 2018 player auction
Rajasthan Royals ,Royal Challenger Banglore   Chennai Super Kings ,Delhi Daredevils ,Kolkata Knight Riders ,Kings XI Punjab ,Mumbai India ,Sun Rises Hyderabad

Tuesday, January 2, 2018

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট একাদশে সাকিব-মুশফিক cricket news

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট একাদশে সাকিব-মুশফিক


ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট একাদশে সাকিব-মুশফিক
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের পর এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট ‘ক্রিকেট ডটকম ডটএইউ’-এর বর্ষসেরা টেস্ট একাদশেও জায়গা পেয়েছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশেও আছেন সাকিব। তাদের নির্বাচিত বর্ষসেরা ওয়ানডে একাদশে অবশ্য বাংলাদেশের কেউ নেই।

অস্ট্রেলিয়া ও ভারত থেকে সর্বোচ্চ তিনজন করে টেস্ট একাদশে জায়গা পেয়েছেন। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ থেকে আছেন দুইজন করে। অপর একজন ইংল্যান্ডের।

ডিন এলগার (দ. আফ্রিকা)
২০১৭ সালটা দুর্দান্ত কেটেছে এলগারের। এ বছর দক্ষিণ আফ্রিকার খেলা চারটি টেস্ট সিরিজেই সেঞ্চুরি করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে ১৯৯ রানের ইনিংসটা সর্বোচ্চ। জুলাইয়ে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ইনিংসে ১৩৬ রানের ইনিংসটাও ছিল দুর্দান্ত। সব মিলিয়ে এ বছর ৫টি সেঞ্চুরি করেছেন এলগার। ২১ ইনিংসে ৫৩.৭১ গড়ে করেছেন ১১২৮ রান।

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
এ বছরই উপমহাদেশে প্রথম টেস্ট সেঞ্চুরির স্বাদ পেয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। বাংলাদেশের বিপক্ষে করেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। সেঞ্চুরি করেছেন মেলবোর্নে অ্যাশেজ টেস্টেও। ২১ ইনিংসে ৪৯.৮৫ গড়ে এ বছর ওয়ার্নারের রান ৯৯৭। সেঞ্চুরি ও ফিফটি সমান ৪টি করে। সর্বোচ্চ ইনিংস ১২৩।

চেতেশ্বর পূজারা (ভারত)
মাত্র নবম ব্যাটসম্যান হিসেবে টেস্টের পাঁচ দিনই ব্যাট হাতে নামার বিরল কীর্তিটা এ বছরই গড়েছেন পূজারা। এ ছাড়া আগস্টে রাঁচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেন ৫২৫ বলে। এ বছর ১৬ ইনিংসে ৭৫.৬৪ গড়ে ১০৫৯ রান করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ৫টি সেঞ্চুরির পাশে ফিফটি একটি। সর্বোচ্চ ইনিংস ২৪৩।

স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)
২০১৭ সালটা দুর্দান্ত কেটেছে অস্ট্রেলিয়ান অধিনায়কের। ম্যাথু হেইডেনের পর টেস্ট ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টানা চার পঞ্জিকাবর্ষে হাজার রানের কীর্তি গড়েছেন। অ্যাশেজের প্রথম চার টেস্টে করেছেন ৩টি সেঞ্চুরি। যার একটি ডাবল। অ্যাশেজ পুনরুদ্ধার করেছে তার দল অস্ট্রেলিয়া। এ বছর ২০ ইনিংসে ১৩০৫ রান করেছেন স্মিথ। গড় ৭৬.৭৬। ৬টি সেঞ্চুরির সঙ্গে আছে ৩টি ফিফটি। সর্বোচ্চ ইনিংস ২৩৯।

বিরাট কোহলি (ভারত, অধিনায়ক)
এ বছর কোহলি নিজের প্রথম ইনিংসেই ডাবল সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশের বিপক্ষে। কিন্তু এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে রানের জন্য সংগ্রাম করতে হয়েছে ভারতীয় অধিনায়ককে, পাঁচ ইনিংসে করেন মাত্র ৪৬ রান। সেই কোহলি বছরের শেষ দিকে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে করলেন তিনটি সেঞ্চুরি, যার দুটিই ডাবল! তার আগে শ্রীলঙ্কা সফরে গিয়েও করেছিলেন সেঞ্চুরি। এ বছর ১৮ ইনিংসে ৬৭.০৫ গড়ে কোহলির রান ১১৪০। ৪টি সেঞ্চুরির সঙ্গে ফিফটি ৫টি। সর্বোচ্চ ২০২। বর্ষসেরা দলের অধিনায়কও তিনিই।

সাকিব আল হাসান (বাংলাদেশ)
বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব খেলেছিলেন ২১৭ রানের দুর্দান্ত ইনিংস। যেটি টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর। আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়ের ম্যাচে নিয়েছিলেন ১০ উইকেট, ব্যাট হাতে খেলেছিলেন ৮৪ রানের ইনিংস। সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টেও। এ বছর ১৪ ইনিংসে ৪৭.৫০ গড়ে সাকিবের রান ৬৬৫। ২টি সেঞ্চুরি সঙ্গে আছে ৩টি ফিফটি। হাত ঘুরিয়ে নিয়েছেন ২৯ উইকেট।

মুশফিকুর রহিম (বাংলাদেশ)
এ বছর ১৬ ইনিংসে ৫৪.৭১ গড়ে ৭৬৬ রান করেছেন সদ্যই বাংলাদেশের টেস্ট অধিনায়কত্ব হারানো মুশফিক। কুইন্টন ডি কক, নিরোশান ডিকভেলাদের পেছনে ফেলে বর্ষসেরা টেস্ট দলের উইকেটরক্ষকও তিনিই। এ বছর মুশফিক সেঞ্চুরি করেছেন দুটি- ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫৯, হায়দরাবাদে ভারতের সঙ্গে একমাত্র টেস্টে ১২৭। তার নেতৃত্বেই শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জেতে বাংলাদেশ।

রবীন্দ্র জাদেজা (ভারত)
স্বদেশী রবিচন্দ্রন অশ্বিনকে পেছনে ফেলে একাদশে জায়গা করে নিয়েছেন এই অলরাউন্ডার। এ বছর ব্যাট হাতে ১৪ ইনিংসে ৪১ গড়ে তিনি করেছেন ৩২৮ রান। ১০ ম্যাচে হাত ঘুরিয়ে নিয়েছেন ৫৪ উইকেট। পাঁচ উইকেট পেয়েছেন তিনবার।

কাগিসো রাবাদা (দ. আফ্রিকা)
এ বছর ১১ ম্যাচে ৫৭ উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলার। পাঁচ উইকেট পেয়েছেন তিনবার। ম্যাচে ১০ উইকেট দুবার। একাদশে দুই ফাস্ট বোলারের একজন রাবাদা।

নাথান লায়ন (অস্ট্রেলিয়া)
এ বছর ১১ টেস্টে ৬৩ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ান এই স্পিনার। বাংলাদেশের বিপক্ষে ২২ উইকেট নিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে সবচেয়ে বেশি উইকেটের ১৩০ বছরের অস্ট্রেলিয়ান রেকর্ড ভাঙেন লায়ন।

জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)
অস্ট্রেলিয়ার মাটিতে এ বছরই প্রথমবার পাঁচ উইকেট পেয়েছেন অ্যান্ডারসন। ১৬ উইকেট নিয়ে এখন পর্যন্ত এবারের অ্যাশেজে বল হাতে ইংল্যান্ডের সেরা পারফরমার ডানহাতি এই পেসার। এ বছর ১১ ম্যাচে ৫৫ উইকেট তাকে জায়গা করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট একাদশে।

তথ্যসূত্রঃ অনলাইন

Wednesday, September 6, 2017

bpl বিপিএল ২০১৭ খেলার সময় BPL 2017 Schedule, Squad

bpl বিপিএল ২০১৭  খেলার সময় BPL 2017 Schedule, Squad







Rangpur Riders Dhaka Dynam Sylhet Sixers Raishahi Kings Sylhet Sixers Comilla Victorians Khulna Titans Chittagong Comilla Victorians Sylhet Sixers ngs Rangpur Riders Chitta Vikin Sylhet Sixers Khulna Titans REST & TRAVEL Rajshahi Kings Sylhet Sixers Rangpur Riders 10 nami Chittagong Viki Khulna Titans 12 Raishahi Kings illa Victorians REST DAY Khulna Titans Chittagong Vikings 14 Camilla Victorians Khulna Titans Sylhet Sixers 16 chitta RESTDA REST DAY Raishahi Kings Khulna Titans Chittagong Vikings Sylhet Sixers 18 Comilla Victorians Raishahi Kings Rangpur Riders 20 REST DAY Sylhet Sixers Rangpur Riders Comilla Victorians 22 Raishahi Kin Khulna Titans 24 Rangpur Riders REST & TRAVEL REST & TRAVEL. Chittagong Vikings Khulna Titan 26 Sylhet Sixers Rangpur Riders Comilla Victorians Rajshahi Kings angpur Riders 28 Viking REST DAY Chittagong Vikings Khulna Titans Raishahi Kings 30 Rangpur Riders Sylhet Sixers Khulna Titans Comilla Victorians 32 Dhaka Dynamites Chittagong Vikings Rajshahi Kings 34 Comilla Victorians REST & TRAVEL REST & TRAVEL Comilla victorians Rajshahi Kings Rangpur Riders 36 ynami Sylhet Sixers Vikin Rangpur Riders 38 Khulna Titans REST REST DAY Comilla victorians Khulna Raishahi Kings Chittagong Vikings 40 Dhaka Dynamitet Rangpur Riders Comilla victorians Sylhet Sixers 42 REST DAY RESTT DAY Eliminator আইপিএল ২০১৭ আইপিএল ২০১৮  এর খেলার  সময়সূচী বিপিএল 2017 কে কোন দলে বি পি এল খেলার সময় সূচি ২০১৭ bpl খেলার সময় সূচিbpl 2018 schedule 2017 18 bangladesh premier league bpl 2017 cricket bangladesh premier league 2017 squad bangladesh premier league 2017 squads
bpl schedule 2017 bangladesh premier league teams and players bpl 2017 fixtures
=>বিপিএল ২০১৭ খেলার সময়সূচী
=>বিপিএল ২০১৭ খেলার সকল দল
=>বিপিএল ২০১৭ খেলার লাইভ স্কোর
=>বিপিএল ২০১৭ কোন খেলোয়ার কোন দলে খেলবেন
-বিপিএল ২০১৭ খেলার সময়সূচী
-বিপিএল ২০১৭ খেলার সকল দল
-বিপিএল ২০১৭ খেলার লাইভ স্কোর
-বিপিএল ২০১৭ কোন খেলোয়ার কোন দলে খেলবেন
.................................................
-BPL 2017 Schedule
-BPL Live Score
-BPL 2017 All Team and Player
-BPL 2017 Team Squad
-BPL 2017 Time Table
-BPL 2017 schedule
-BPL 2017 Live Score
-BPL 2017 player list
-BPL 2017 fixture

Friday, August 11, 2017

bpl বিপিএল ২০১৭ খেলার সময় BPL 2017 Schedule, Squad

bpl বিপিএল ২০১৭  খেলার সময় BPL 2017 Schedule, Squad








=>বিপিএল ২০১৭ খেলার সময়সূচী
=>বিপিএল ২০১৭ খেলার সকল দল
=>বিপিএল ২০১৭ খেলার লাইভ স্কোর
=>বিপিএল ২০১৭ কোন খেলোয়ার কোন দলে খেলবেন
-বিপিএল ২০১৭ খেলার সময়সূচী
-বিপিএল ২০১৭ খেলার সকল দল
-বিপিএল ২০১৭ খেলার লাইভ স্কোর
-বিপিএল ২০১৭ কোন খেলোয়ার কোন দলে খেলবেন
.................................................
-BPL 2017 Schedule
-BPL Live Score
-BPL 2017 All Team and Player
-BPL 2017 Team Squad
-BPL 2017 Time Table
-BPL 2017 schedule
-BPL 2017 Live Score
-BPL 2017 player list
-BPL 2017 fixture

blp 2017 বিপিএল-২০১৭ এর প্রতিটি দলের খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা! players list

bpl 2017 বিপিএল-২০১৭ এর প্রতিটি দলের খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা! players list


চলতি বছরের শেষের দিকে অর্থাৎ ২ নভেম্বরঅনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।  বিপিএলের মূল পর্বের আগে ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিজন ফাইভের প্লেয়ার্স ড্রাফট।  এবারের আসরে ম্যাচের সংখ্যা ৬০।  প্রথম পর্ব, এলিমিনেটর, প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে।

বিপিএলের গ্রাউন্ডস স্বত্ব পেয়েছে ঢাকা কমিউনিকেশন।  ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিপিএলের তিনটি আসরের
সম্প্রচার স্বত্ব পেয়েছে ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম।  তাদের মাধ্যমে গাজী টিভি এবং মাছরাঙা টেলিভিশনের কাছে তিন আসরের সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে।

চলুন এবার দেখে নিই বিপিএল-২০১৭ দলগুলোর সর্বশেষ চূড়ান্ত তালিকা।

ঢাকা ডাইনামাইটসঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন দল ঢাকা ডায়নামাইটস।  আসন্ন আসরে নিজেদের সেরাটা দিতে গতবারের ন্যায় এবারো বিশ্বসেরা অনেক তারকাদের দলে টেনেছে জনপ্রিয় দলটি।

দলটির আইকন হিসেবে থাকছেন বাংলাদেশ জাতীয় দলের নম্বর ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান।  কারণ সাকিবের হাত ধরে গতবারও চ্যাম্পিয়ন হয়েছে ফ্রাঞ্চাইজিটি।

এছাড়া বিদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন, কুমারা সাঙ্গাকারা, শেন ওয়াটসন, সুনিল নারিন, শহীদ আফ্রিদি, এভিন লুইস, এসলে গুনারত্নে, মোঃ আমির, নিরশান ডিকওয়ালা, রসফোর্ড বেটন, রেভমন পাওয়েল ও ক্যামেরুন ডেলপোর্টও।

খুলনা টাইটানসঃ

গত বিপিএলে ফাইনালে ওঠা খুলনা টাইটান্সে এবারো আইকন হিসেবে থাকছেন জাতীয় দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।  আসন্ন আসরে চ্যাম্পিয়ন হতে রিয়াদকে আইকন হিসেবে রেখেছে দলটি।

দলটিতে বিদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন, ক্রিস লিন, জুনায়েদ খান, রাউলি রুশো, শাদাব খান, শারফরাজ আহমেদ, কাইল অ্যাবট, এস প্রসন্ন।

রাজশাহী কিংস:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরে বরিশাল বুলসের আইকন প্লেয়ার হিসেবে খেলেছিলেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।  কিন্তু মুশফিকের সে যাত্রা মোটেও সুখকর হয়নি।  শুরু থেকেই দলটির মতের বিরোধ ছিলেন তিনি।  নিজেকে উজাড় করে দিলেও দলের জন্য কিছু করতে পারেননি।  তাই তো দলের মালিক এম এ আউল বেশ চটেছিলেন তার ওপর।  তারই ফলস্বরুপ ‘বরিশাল বুলস’ ছেড়ে নিজ জেলার দল রাজশাহী কিংসে যোগ দিচ্ছেন মুশফিকুর।

দলটিতে বিদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন, লেন্ডল সিমন্স, মালকম ওয়ালার, সামিট প্যাটেল, জেমস ফ্রাঙ্কলিন, ড্যারেন সামি।  লুক রাইট।

রংপুর রাইডার্সঃ

জানা যায়, কুমিল্লা ছেড়ে এবার রংপুর রাইডার্সে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।  বিপিএল সিজন থ্রিতে দূর্বল দল নিয়েও তার জাদুর কাটিতে কুমিল্লাকে চ্যাম্পিয়ন করেছিলেন এই মাশরাফি।  তবে সিজন ফোরে দল মালিকের সঙ্গে মনমালিন্যের ঘটনায় রংপুরে পাড়ি দিচ্ছেন তিনি।

দলটিতে বিদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন, থিসারা পেরেরা, স্যামুয়েল বদ্রি, রবি বোপারা, ক্রিস গেইল।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স:

কুমিল্লা ছেড়েছেন মাশরাফি।  আর সে জায়গায় কুমিল্লার মালিকপক্ষ ঠিক করেছেন জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে।  যদিও অনেকে দাবি তুলেছেন জন্মভূমি ও নাড়ির টানে চিটাগং ছাড়বেন না তামিম।  কিন্তু পেশাদারিত্ব বলে একটা কথা আছে সেটা প্রমাণ দিলেন তামিম।

দলটিতে বিদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন, রশিদ খান, কলিন মুনরো, শোয়েব মালিক, এঞ্জেলো মাথিউজ, মোঃ নবী, হাসান আলী, ফাহিম আশরাফ, ইমরান খান জুঃ ও জস বাটলার।

চট্টগ্রাম ভাইকিং: গত আসরে রংপুর রাইডার্সের আইকন ছিলেন সৌম্য সরকার।  তবে এবার তাকে ভিডিয়েছে চট্টগ্রাম ভাইকিংস।

বরিশাল বুলস: পঞ্চম বিপিএলের নতুন আইকন জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিডিয়েছে বরিশাল বুলসে।  বিপিএলের ফেসবুক পেইজ থেকে বিষয়টি জানা গেছে।  গেল আসরে ফ্রাঞ্চাইজির আইকন ক্রিকেটার ছিলেন মুশফিকুর রহিম।

সিলেট সুরমা সিক্সার্স: আসন্ন বিপিএলে দলটির আইন ক্রিকেটার হচ্ছেন জাতীয় দলের অলরাউন্ডার সাব্বির রহমান।  এছাড়া বিদেশিদের মধ্যে থাকবেন কেন উইলিয়ামসন ও লিয়াম ডসন।


বিপিএল ২০১৭ সিলেট
বিপিএল ২০১৭ বরিশাল
বিপিএল ২০১৭ নিলাম
বিপিএল কুমিল্লা
বিপিএল 2017 নিলাম
বিপিএল এর প্রথম দুই আসর মিলিয়ে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন কে
বিপিএল ২০১৬ সময়সূচী
বিপিএলের প্রথম দুই আসর মিলিয়ে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন কে

Friday, March 3, 2017

VIVO IPL 2017 Player retention list আইপিএল ২০১৭ সকল প্লেয়ারের তালিকা এবং নিলাম মূল্য

VIVO IPL 2017 Player retention list


The window for the franchises to retain players for the VIVO Indian Premier League 2016 season closed December 15, 2016.

As many as 140 cricketers including 44 overseas players have been retained by the VIVO IPL franchises for 2017 season.

Here’s the list of players who have been retained by the eight VIVO Indian Premier League teams:




Sunday, February 26, 2017

দলের প্রয়োজনে বোলিং করতেও রাজি মুশফিক

দলের প্রয়োজনে বোলিং করতেও রাজি মুশফিক

 
দলের সেরা ব্যাটসম্যান। দলকে নেতৃত্ব দেওয়ার কঠিন ভারটাও তাঁর কাঁধে। উইকেট কিপিংয়ের গ্লাভসটা পরেও মাঠে নামতে হয় মুশফিকুর রহিমকে। এমন ত্রিমুখী চাপে যেকোনো মুহূর্তেই ভেঙে পড়তে পারেন অধিনায়ক। তবে মুশফিক এতেও পিছপা নন, দলের ভালোর জন্য সবকিছু করতে প্রস্তুত। দরকার হলে বোলিংও করবেন মুশফিক!
ইদানীং মুশফিকের উইকেট কিপিং নিয়ে প্রশ্ন উঠছে বারবার। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে তাঁর কিছু ভুল তো ম্যাচের গতি পাল্টে দিয়েছে। তাই কথাও উঠে গেছে, কিপিংটা কি আসলেই আর উপভোগ করতে পারছেন কিনা। মুশফিক অবশ্য সে সব কথাবার্তা উড়িয়ে দিচ্ছেন, আবার এটাও বলছেন দল যেটা ভালো মনে করে সেটাই করবেন, ‘উপভোগ করি তো অবশ্যই। আমার তো বোলিংও করতে ইচ্ছে করে তাতে যদি দলের আরেকটু কাজে দেয়। এটা সিদ্ধান্ত নেবে কোচ, টিম ম্যানেজমেন্ট ও বিসিবি। তারা যা ভালো মনে করবে সেটাই করবে। আমার চিন্তা করতে হবে দলে কোনটাতে বেশি অবদান রাখতে পারি। আমি মনে করি ব্যাটসম্যান ও উইকেটকিপার হিসেবে আমি দলে অবদান রাখছি।’

কিন্তু কিপিংয়ে নিজের মানটা তো ধরে রাখতে পারছেন না অধিনায়ক। মাঝে মাঝেই ভুল হচ্ছে তাঁর। ভারতের বিপক্ষে কিছু কিছু মুহূর্ত তো ভুলে যেতে চাইবেন মুশফিক। তবে এর পেছনে যুক্তি আছে তাঁর, ‘ভুল তো সবাই করে থাকে। বিশ্বে এমন কোনো উইকেটকিপার নেই যে ভুল করে না। আমার চোখে দেখা সাহা (ঋদ্ধিমান) এখন সেরা উইকেটকিপার। ওর সবকিছুই অনুসরণ করার চেষ্টা করি। ইংল্যান্ড ও আমাদের সঙ্গে সে মিস করেছে। রিয়াদ ভাইয়ের (মাহমুদউল্লাহ) ওই স্টাম্পিংটা মিসের পর যদি ম্যাচটা ড্র করে ফেলত তখন অন্যরকম দৃশ্য হতো। শুধু আমি নয়, দলের সবাই শতভাগ চেষ্টা করে দলে অবদান রাখতে। অনেক সময় এটা হয়, অনেক সময় হয় না।’

অধিনায়ক হিসেবে শুধু নিজেকে নিয়ে পড়ে থাকলে তো চলবে না, দল নিয়েও ভাবতে হয় তাঁকে। অধিনায়ক হিসেবে অবশ্য বেশ আত্মবিশ্বাসী মুশফিক। নিজেদের বোলিং আক্রমণকে অনভিজ্ঞ বললেও, এঁদের দিয়েই ম্যাচ জয়ের আশা তাঁর, ‘আমাদের বোলাররা অনভিজ্ঞ। যত খেলবে তত শিখবে। তারা কিন্তু অনেক সুযোগ তৈরি করছে। সেগুলো কাজে লাগাতে না পারলে ভালো করা কঠিন। তবে আমার বিশ্বাস আছে, বোলিং আক্রমণ এবার ভালো হবে। অধিনায়ক হিসেবে বলব, শক্তিশালী বোলিং আক্রমণ নিয়েই যাচ্ছি। মোস্তাফিজ-মিরাজ-সাকিব সেরাটা দিতে পারলে যেকোনো ব্যাটসম্যানের জন্য কঠিন হবে। যে বোলিং আক্রমণ এবার যাচ্ছে আমি আশাবাদী। সব সুযোগ কাজে লাগাতে পারলে ফল আমাদের পক্ষে আসবে। ২০ উইকেট নেওয়া অবশ্যই সম্ভব।’

তথ্যসূত্রঃ অনলাইন