Saturday, December 2, 2023

শীত নিয়ে ছন্দ | শীত নিয়ে স্ট্যাটাস | শীতের আগমন নিয়ে ছন্দ

 শীত নিয়ে ছন্দ | শীত নিয়ে স্ট্যাটাস | শীতের আগমন নিয়ে ছন্দ


শীত মানে মিষ্টি সকাল শীত মানে খুশি 🥰 শীত হলো অলোসতায় ঘুমিয়ে থাকার পাখি।  শীতের শুভেচ্ছা। 


Sheit Mane Misti Sokal Sheit Mane khushi.  Sheit Holo Olosotai Gumiye Thaka pakhi.  sheiter Shuvecchaa. 


শীত নিয়ে ছন্দ


শীত এলো মানে গাছের মনে নতুন আনন্দ।  কারণ তার পুরনো সব কিছু ভুলে বসন্তের আগমের অপেক্ষা।  কারণ সে সেজে উঠবে নতুন করে।  শীতের শুভেচ্ছা 


Sheit Alo Mane Kaser Mone Notun Anondho.  Karon Tar Puro Sob Kichu bule Bosonter Opekkha.  Karon Se bochonte Seje Sutbe Notun Kore.  Sheiter Shuvescha. 



চারপাশে যখন শিশির এর ছোয়া, মনে রেখো শীত তোমায় দিচ্ছে ইশারা।  দিনগুলো তোমার কাটুক ভালো জানাই তোমায় শীতের শুভেচ্ছা 


Char Pashe Jokhon Shishir Ar Chuwa.  Mone Rekho Sheit Tumai Dicche Eshara.  Din Gulo Tumar Katok Valo.  Janai Tumai Sheiter Shuvescha. 


শীত নিয়ে স্ট্যাটাস


এই শীতের মিষ্টি সকালে তোমার হাতটা আমি ধরতে চাই।  তোমায় আমি আমার বাম পাজরে রাখতে চাই।  যতে তোমার কোন শীত না লাগে।  শুভ শীত প্রীয়। 


Ai Sheiter Misti Sokale Tumar Hatta Dorte Chai.  Tumai ami amar bam pajor a rakte chai.  Jate Tumar Kuno Sheit Na lage.  Shuvo Sheit Priyo. 



গরম গেলো শীত এলো বন্ধু তোমায় মনে পরলো।  সোনালী আলো সোনালী দিন,  তোমায় আমি ভালোবাসি প্রতিদিন ।  শিশির ফুটার আলতো ছুঁয়া তোমায় জানাই শীতের শুভেচ্ছা। 


Gorom Gelo Sheit Alo Bondhu Tumai Mone Porlo.  Sunali Alo Sunali Din,  Tumai Ami Valobashi Protidin.  Shishir Futar Alto Chuwa Tumai Janai Sheiter Shuvescha. 



শীত মানে গরম বিছানা, শীত মানে মজার পিঠা,  শীত মানে খেজুর গাছের রস চুড়ি করা।  শীত মানে সকাল বেলে অলস হয়ে থাকা।  শুভ শীত কাল 


Shite Mane Gorom Bichana,  Shite Mane Mojar Pitha,  Sheit Mane Khejur Gache Ros Churi Kora,  Shit Mane Sokal bela Olos Hoye Thaka.  Shuvo Sheit Kal. 


শীতের আগমন নিয়ে ছন্দ


চলছে এখন শীত কাল, শীতের মিষ্টি দিন,  তোমার যেনো শুভ হক সামনে চলার দিন।  দুঃখ গুলো যাক চলে আনন্দ আসুক তোমার মনে।  শীতের শুভেচ্ছা।  


Colche Akhon Shit Kal,  Shiter Misti Din.  Tumar Jeno Shuvi Hok Samne Colar Din.  Dukkho Gulo Jak Cole Anondho Asuk Tumar Mone.  Shiter Shuvescha. 


কমলালেবুর স্বাদ হিমে হেঁটে সোনালি সূর্যালোক শরতের রঙের সৌন্দর্য ভেজা লাল পাতার জাদু শীতের ধীর গতিতে আগমন।


মন বসে না ঘরে আমার শীতের সকালে।  তোমার কথা পরছে মনে কি করি যে।  হাটতে চায় তোমার হাতটা ধরে ঐ সোনালী সকালে।  শিশির দিয়ে ভিজিয়ে দিবো তমার পাটাকে।  শীতের শুভেচ্ছা 


Mon Bose Na Gore Amar Shiter Sokal a.  Tumar Kotha Porche Mone Ki kori Je.  HatTe Cai Tumar Hat ta Dore Oi Sunali Sokal a.  Shishir Diye Vijiye Dibk Tumar Oi pa thake.  Shiter Shuvescha. 


জব সার্দি কি রাতোঁ মে কিতাব খোলা তো জেহান মেন আইক "ইকুয়েশন" আতি হ্যায়... . . . . . . . . . . দফা করো পরহা

 শুভ শীতকাল 😁😁


গ্রীষ্মের বৃষ্টি, শীতের তুষার শরতের অনুগ্রহ, বসন্তের মহিমা প্রতিটি ঋতুর সৌন্দর্য আপনার হৃদয়কে একটি সুন্দর কারণ দেবে প্রিয়তমাকে শীতের ঋতুর শুভেচ্ছা।


Saturday, October 2, 2021

নতুন বাংলা শীতের sms এসএমএস, শীতের শুভেচ্ছা এসএমএস, winter sms

নতুন বাংলা শীতের sms এসএমএস, শীতের শুভেচ্ছা এসএমএস, winter sms


১. আমি ভোরের শিশির ভালোবাসি - ভালবাসি ভোরের ঘন কুয়াশা তাই আমি ভালোবাসি শীতের চাদরে ঢাকা দিনটা.. // 

২. এই শীতে মনে পরে তুমাকে খোজি তুমায় আমার চারিপাশে..  পাশে না থাকলে তুমি এই শীতে জমে বরফ হয়ে যাব আমি... 

৩. বসন্ত, গ্রীষ্ম, মানুষের জীবনে বেশ ব্যস্ত সময়, কিন্তু তারপর এটি শরৎ এবং শীতকালে আসে। যার ঠান্ডা তুমাকে পাগল করে দিবে.. 


৪. এই শীতে তুমি এই ঘন কুয়াশায় হেটে হেটে নিজেকে কি মনে করছো..?  তুমি কি বীর পুরুষ নাকি বাগের বাচ্চা..??  তুমি একটা বরফের বাচ্চা... 


৫. আরেকটি বছর এলো আরো একটি নতুন মাস তার সাথে এলো এরো একটি শীত কাল কিন্তুু তুমি আজও এলে না আমার জীবনে.. 


৬. তুমি কি জান আমি সেই ব্যাক্তি যে  গ্রীষ্মে গরম চকলেট খাই আর শীতে খাই আইসক্রিম.. / 


৭. হাসি এলো এমন একটা সূর্য যা মানুষের মুখ থেকে শীতে তাড়িয়ে দেয়.. //


৮. শীতের চাদরে তুমাকে জড়িয়ে থাকব আমি ভালোবেসে..  কারণ আমি যে ভালবাসি শুধু তুমাকে..  তুমি কি থাকবে ভালবাসে আমাকে... //


৯. এই সকালে এক কাপ হতে হালকা নাস্তা দাঁড়িয়ে আছো তুমি নিয়ে একা..  শুয়ে আছি বিছায় আমি..  কেমন হবে একবার বলনা..??? 

১০.  তুমি কি মনে করেছ এটা একটি খালি এসএমএস..  ঘন কুয়াশার কারণে তুমি শব্দগুলি দেখতে পাচ্ছেন না।


১১. গ্রীষ্মে যদি আইসক্রিম ট্রাক থাকে তাহলে শীতকালে স্টারবাক্স ট্রাক নেই কেন?


১২. শীতকালীন দম্পতি: আমাকে জড়িয়ে দর এবং জড়িয়ে দরে থাক কাল সকাল পর্যন্ত যেন সারাজীবন এভাবে থাকি.. 
আমি: বালিশের দিকে তাকিয়ে, তুমি আমার ভালোবাসো তাই না? 


১৩. এই শীতে আপনার হৃদয় খুব জমে আছে।  আপনার ঠান্ডা লাগতে পারে। 


১৪. আমি আমার কম্বল একা রেখে যাব না কারণ আমি তাকে ভালোবাসি।

Friday, February 7, 2020

পহেলা ফাল্গুন শুভেচ্ছা এসএমএস ফেসবুক স্ট্যাটাস | বসন্তের এসএমএস শুভেচ্ছা কবিতা

পহেলা ফাল্গুন শুভেচ্ছা এসএমএস  ফেসবুক স্ট্যাটাস | বসন্তের এসএমএস শুভেচ্ছা কবিতা    


বাংলা পহেলা ফাল্গুন এসএমএস, পহেলা ফাল্গুনের শুভেচ্ছা বক্তব্য, বসন্তের শুভেচ্ছা এসএমএস। ফাল্গুনী শুভেচ্ছা। ফাগুনের শুভেচ্ছা। বসন্তের এসএমএস,  ফাল্গুনের কবিতা, ছন্দ, ছড়া, ফেসবুক স্ট্যাটাস। বসন্তের কবিতা,  ফাল্গুনের ভালোবাসা এসএমএস। বসন্ত ষড়ঋতুর শেষ ঋতু। ফালগুন এবং চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু। বসন্ত ঋতুর আগমন ঘটে শীত চলে যাবার পর এবং গ্রীষ্ম আসার আগে। পহেলা ফাল্গুনের নতুন এসএমএস। Pohela Falgun. পহেলা ফাল্গুনের ছন্দ।

১। ধরণী আজ উঠিছে সাজি
মনের দক্ষিণ দার খুলে দেবো আজি
মাতাল হবো সুখে আজকে অনন্ত
সার্থক হবে ফাগুন, সার্থক বসন্ত।

২। বসন্ত মাস ভালোবাসায় ভরপুর
তুমি আর আমি ঘুরবো সারা দুপুর
বসন্তের ফুল গুজে দেবো তোমার খোপায়
ভালোবাসার এটাই তো সেরা সময়।



৩। আসমান জমিন মিশে গেছে বসন্তেরই পরশে
সবার হৃদয় ছুয়ে গেছে অকাল প্রেমের আবেশে
ভালোবাসার জোয়ার ওঠে বসন্তের কূলে,
সেই জোয়ারে যুব-যুবতীর প্রাণ ওঠে দুলে ।
৩। সকাল বেলা ঘুম থেকে উঠে যেই মেলেছি আখি
সামনে যকে দেখেছে সেজন কি তুমি?
বাসন্তি রঙ শাড়ীতে আজ লাগছে অপরূপা
খোলা চুলে জবা ফুলে বেঁধেছো ঐ খোপা।

৪। ভালোবাসার এই ফাগুনে
যদি হই পাগলা হাওয়া,
ভাবনার গভীর দেশে
হারিয়ে নিবিড় পাওয়া ।

৪। কত বসন্ত আসে
কত বসন্ত চলে যায়
কত কোকিলের পথ হারিয়ে
কণ্ঠ থেমে যায় অবলীলায়।
শুধু আমি কোথাও যেতে পারলাম না
তোমাকে ছেড়ে কোথাও না।

৫। দেখো বসন্তের বাতাস বইছে আজি
এসো বসন্তের রঙ্গে সাজি
আজ ঘরে ফিরতে চাইছে না যে
আমার এ মনের মাঝি।

৬। প্রেম ফাগুনের হাওয়া যখন লাগে আমার গায়
উদাস হয়ে যায়রে বন্ধু, মন যে তোমার নায়।
তোমায় ভালবাসতে চায়রে বন্ধু কাছে পেতে চায় ।
তোমার পায়ের ধূলো পরে যখন আমার আঙ্গিনায়
ধন্য আমার ভালবাসা ফুল ফোঁটা মন বাগিচায়,
আমার বাকি জীবন চায়রে বন্ধু তোমার থাকতে চায়।

৭। প্রথম ফাগুন দিনে
একগুচ্ছ গোলাপ দিলেম কিনে।
সেই সে গোলাপ
ফুটেছিল সাহারার প্রান্তরে
একটি একটি করে।


৮। চেনা সুর অচেনা রঙ একেলা পথের মাঝে
হাত বাড়িয়ে দাঁড়িয়ে রই ফাল্গুন এসেছে
তাই তোমায় দিলাম ফাল্গুনের শুভেচ্ছা।
শুভ হোক ফাল্গুন।
৯। হয়তো ফুটেনি ফুল রবীন্দ্র-সঙ্গীতে যতো আছে,
হয়তো গাহেনি পাখি অন্তর উদাস করা সুরে বনের কুসুমগুলি ঘিরে।
আকাশে মেলিয়া আঁখি তবুও ফুটেছে জবা, দূরন্ত শিমুল গাছে গাছে,
তার তলে ভালোবেসে বসে আছে বসন্তপথিক ।

১০। বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিলো নেশা, বসন্ত এসে গেছে
মধুরও অমৃত বানী বেলা গেলো সহজেই, মরমে উঠিলো বাজি বসন্ত এসে গেছে।

১১। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত
শান বাধানো ফুটপাতে
পাথরে ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ
কচি কচি পাতায় পাজর ফাটিয়ে হাসছে।
ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত।

১২। মেঘ কে দূত বানিয়ে যে চিঠি পাঠালে অজানার ঠিকানায়
তাতে লাগুক দখিনা হাওয়া
সমীরণ ছেড়ে নিমজ্জিত হোক পৃথিবীর রুক্ষ বুকে
কমলতাই উদ্ভাসিত হোক বশুমতি
বসন্তের ফুলের সৌরভে মুখরিত পৃথিবীর অপার মহিমা
দোলা দিক লোকের মনে মনে
কামনাই বাধি বুক আর তোমাকে পাঠাই
ফাল্গুনের পরিস্ফুট প্রথম ফুলকলি স্পর্শের অসীম সুখ।

১৩। সূর্য-ঘড়ি সাত সকালে,
ফাগুন রাঙ্গা শাড়ি পড়ে দিন গোনে আজ কার?
বাসন্তিরা সবুজ টিপে,
লাল সাদা আর হলুদ পাড়ে হাত ধরেছে তার

১৪। আজি এ বসন্ত দিনে বাসন্তী রঙ ছুয়েছে মনে
মনে পরে তোমাকে ক্ষণে ক্ষণে চুপি চুপি নিঃশব্দে সঙ্গোপনে
ফাগুনের রঙে রেঙেছো তুমি, না বলা কথা আজ বলবো আমি
হৃদয়ের ডাক শুনবে কি তুমি?

১৫। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।
আমার আপন হারা প্রাণ
আমার বাধন ছেঁড়া প্রাণ।

১৬। বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে
সই গো বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে।

১৭। ফাগুনের প্রথম সকালে
মেঘের কাছে পাঠালাম চিঠি
সে চিঠি হারিয়ে যাবে কিনা আছলের আচমকা বাতাসে
তবুও প্রতি ফাগুনে পাথাবো চিঠি
আকাশের খোলা খামে
সবাইকে ফাল্গুনের অনেক শুভেচ্ছা।


১৮। আজি বসন্ত জাগ্রত দ্বারে।
তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে কোরো না বিড়ম্বিত তারে।
আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো,
আজি ভুলিয়ো আপনপর ভুলিয়ো,
১৯। আজি আসিয়াছে বসন্ত, গাছে গাছে ফুটিয়াছে ফুল;
গজিয়াছে নব পল্লব, পাখিরা করিছে কলরোল।
প্রকৃতি সাজিয়াছে অপরূপ সাজে,
জনমনে প্রফুল্লতা সর্ব কাজে।

২০। মাঘের অস্থি কম্পিত শীত পালিয়ে
হলো ঋতু রাজের নব জাগরণ ;
ফাগুনের মিষ্টি রোদ্দুর কিরণে
চিত্তে জাগে আহ্লাদের শিহরণ।

বাংলা পহেলা ফাল্গুন এসএমএস, পহেলা ফাল্গুনের শুভেচ্ছা বক্তব্য, ফাগুনের শুভেচ্ছা। ফাল্গুনী শুভেচ্ছা। ফাগুনের শুভেচ্ছা। ফাল্গুনের কবিতা, ছন্দ, ছড়া, ফেসবুক স্ট্যাটাস। ফাল্গুনের ভালোবাসা এসএমএস। বসন্ত ষড়ঋতুর শেষ ঋতু। ফালগুন এবং চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু। বসন্ত ঋতুর আগমন ঘটে শীত চলে যাবার পর এবং গ্রীষ্ম আসার আগে। পহেলা ফাল্গুনের নতুন এসএমএস। Pohela Falgun. পহেলা ফাল্গুনের ছন্দ।

Friday, November 22, 2019

শীতের বাংলা sms - শীতকাল sms - শীত sms - কুয়াশার sms - শিতের sms

শীতের বাংলা sms - শীতকাল sms - শীত sms - কুয়াশার sms - শিতের sms


শীতের sms – শীতের status
1.ফুলফুটলো রাশি রাশি,উদাসমনটা বেজাই খুশি।বসন্তেরআগমনে,ফুল ফুটেছে সববাগানে। তাই কোকিল গানকরে, মনের টানে।Happy Winter Season..!!

2.শেষ হলো বর্ষার দিন, সামনে আসিতেছে শীতের দিন। কাপতে হবে টিন টিনা টিন টিন। আগে থেকেই প্রস্তুতি নিন। শীতের জামা কাপড় কিনে নিন। Happy Winter Season..!!


3.এল শীত তোমার ধারে,একা তুমি থেকো নারে।সাথে রেখ শুধু তারে,ভালোবাসো তুমি যাঁরে।এখুনো শুধু তার কাম,জানি আমি তার নাম। সেই তোমার সম্বল, তার নামকম্বল। …Happy Winter Season..!!

4.শীত গেলো গরম এল, পুকুরের জল ময়লা হল । গরমের এখনো নূতন রুপ, নদীতে দিতে হবে ডুপ । ওরে আমার বন্ধু গন, তোমাদের গরমের নিমন্ত্রণ ।Happy Winter Season..!!

5.ই যে আমার পরাণ পাখি শীত কালের ঐ লেপ,তোরে পেয়ে হইছে পূরণ আমার প্রেমের গ্যাপ ॥”Happy Winter Season..!!

6.শীত শীত শীতের হাওয়া, কুয়াশাতে হারিয়ে যাওয়া। শীত আসলেই বহুত পুরান কথা মনে পড়ে। পুরাই আবেগে কাইন্দা লাইতে মন চায়। সেই সকালে স্কুলে যাওয়া, পিটি তে খাড়াইয়া কাপাকাপি করা, সব কিছুরেই মিস করি।Happy Winter Season..!!

7.শীত গেলো গরম এল, পুকুরেরপানি ময়লা হল। গরমেরএখনো নুতন রুপ,নদীতে দিতে হবে ডুপ।ওরে আমার বন্ধু গন,তোমাদের গরমের নিমন্ত্রণ।Happy Winter Season..!!

8.গাছে গাছে নতুন পাতা, ফুল ফুটছে বেশ । সব পাখির মন খারাপ শীতের হল শেষ । নতুন রুপে, নতুন সাঁঝে নিভাবে মনের আগুন । তাইতো আজ প্রকৃতি জুড়ে বসন্তের ফাগুন ।Happy Winter Season..!!



9.এল শীত তোমার ধারে, একা তুমি থেকো নারে । সাথে রেখো শুধু তারে, ভালোবাসো তুমি যারে । এখুনো শুধু তার কাম, জানি আমি তার নাম । সেই তোমারসম্বল, তার নাম কম্বল । …Happy Winter Season..!!

10.শীতের চাদর জড়িযে, কুয়াশার মাঝে দারিয়ে, হাত দুটোদাও বারিয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন” বুঝেনিও আমিআছি তোমার পাশে সারাক্ষন…!!Happy Winter Season..!!



11.শীত গেলো গরম এল, পুকুরের পানি ময়লা হল । গরমের এখনো নূতন রুপ, নদীতে দিতে হবে ডুপ । ওরে আমার বন্ধু গন, তোমাদের গরমের নিমন্ত্রণ ।Happy Winter Season..!!

12.শীত শীত শীতের হাওয়া, কুয়াশাতে হারিয়ে যাওয়া। শীত আসলেই বহুত পুরানকথা মনে পড়ে। পুরাই আবেগে কাইন্দা লাইতে মন চায়। সেই সকালে স্কুলে যাওয়া, পিটি তে খাড়াইয়া কাপাকাপি করা, সব কিছুরেই মিস করি।Happy Winter Season..!!

13.ঈদ গেল শীত এলো, খুশির জোয়ার ফিরে এলো। শীতের এখন নতুন রূপ, কুয়াশা হলোঅপরূপ। তুমি আমার আপনজন, তোমাকে শীতের পিঠার নিমন্ত্রণ।Happy Winter Season..!!

14.আকাশে আজ মেঘ জমেছে, রাগ করেছে ভারী। আজ নাকি সারাদিন রোদের সাথে আরি। রোদটাও খুব অভিমানী উঠতে নাহি চায়, এই সুজগে শীত নাকি দারুন মজা পায়।Happy Winter Season..!!

15.শীতের হাওয়া আঁধার আঁধার হিম কুয়াশায় ঢাকা পাই না যে আজ নাগাল তারই রাস্তাঘাটও ফাঁকা। শহরের শীত এমনিতর কে কার খবর রাখে! দিব্বি ঘুমায় শীতের বুড়ি এই শহরের বাঁকে।Happy Winter Season..!!

শীতের কবিতা


1.শীতের দিনে খাওয়ার মজা
পিঠেপুলির ধুম
লেখাপড়া শিকায় তুলে
দিচ্ছি আমি ঘুম।
চোখ মেলি আর বন্ধ করি
মুখ লুকিয়ে হাসি
দারুণ শীতে বন্ধু আমার
লেপটা ভালবাসি।
সব ভুলে তাই লেপের তলায়
চুপটি করে ভাবি
খেই হারিয়ে সূর্যিমামা
হারায় আলোর চাবি।
শীতের হাওয়া আঁধার আঁধার
হিম কুয়াশায় ঢাকা
পাই না যে আজ নাগাল তারই
রাস্তাঘাটও ফাঁকা।
শহরের শীত এমনিতর
কে কার খবর রাখে!
দিব্বি ঘুমায় শীতের বুড়ি
এই শহরের বাঁকে।Happy Winter Season..!!



2.দরজা খুলতেই হিমেল হাওয়া
বলবে তোমায় সেলাম
জানতে চাইলে কে গো তুমি
-শীতের বুড়ি এলাম।
বাইরে গেলে খুব সকালে
শীত ছুঁয়েছ হাতে
সবুজ ঘাসে পা ছোঁয়াতেই
চমকে উঠলে তাতে।
শিউরে উঠবে তখন তুমি
লাগবে কাঁপন গায়ে
ভয় পেও না খোকন সোনা
উঠলে শীতের নায়ে। Happy Winter Season..!!

3. শীত এসেছে বাংলা জুড়ে
শহর থেকে গাঁয়
চতুর্দিকে পড়ছে ঢাকা
হিমের কুয়াশায়।
শীতের সময় নানান পাখি
করছে ডাকাডাকি
শুনছি বসে হরেক সুরে
গায় অতিথি পাখি।
চিতই পিঠা খেজুর গুড়ের
সঙ্গে ভাঁপা পুলি
শীতের দিনের যাত্রা-কীর্তন
কেমন করে ভুলি!
এসো সবাই মিলে করি
শীতের জয়গান
পৌষের এই রোদের দুপুর
না হয় যেন ম্লান। Happy Winter Season..!!

Collect From:- শীতের sms – শীতের status 

শীত এসএমএস, নতুন বাংলা শীতের sms এসএমএস, শীতের শুভেচ্ছা এসএমএস, কবিতা, winter sms,

Wednesday, April 10, 2019

বৃষ্টিতে বিখ্যাতদের কাল্পনিক ফেসবুক বাণী


বৃষ্টিতে বিখ্যাতদের কাল্পনিক ফেসবুক বাণী
বৃষ্টিতে বিখ্যাতদের কাল্পনিক ফেসবুক বাণী

* ছাতার সঙ্গে থাকুন। নিরাপদে থাকুন।
- স্টিভ জবস

* বৃষ্টি দেখলেই ভিজতে চাইবেন না, তারা আপনাকে লোভ দেখিয়ে টেনে হিঁচড়ে ছাদে নিয়ে যাবে এবং তারপর ঠাণ্ডা জ্বর বাঁধিয়ে দিবে।
- মার্ক টোয়েন
* প্রেম হলো বৃষ্টির মতো, যার আরম্ভ ফেসবুকে আর শেষ পরিণতি রাস্তার কোমর সমান পানিতে।
- বার্নাডশ
* বৃষ্টির পানি ড্রেনে চলে যাওয়ার পরও যতটুকু রাস্তায় অবশিষ্ট থাকে তাই হলো জলাবদ্ধতা।
- আলবার্ট আইনস্টাইন।
* বৃষ্টির সকালে অফিস করার চেয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকা ভালো।
- সক্রেটিস।
* আমাকে এক পসলা বৃষ্টি দাও আমি তোমাদের একঝাঁক ফেসবুক স্ট্যাটাস উপহার দেব।
- নেপোলিয়ান।
* গতকালের বৃষ্টিতে আমি ভিজতে পারিনি কিন্তু আমার সব বন্ধুরা ফুটবল খেলতে খেলতে ভিজেছিল। আজ তাদের জ্বর-সর্দি আর আমি দিব্যি সুস্থ অবস্থায় ঘুরে বেড়াচ্ছি। -বিল গেটস।
* আমি বৃষ্টিকে মেনে নিতে পারি কিন্তু জলাবদ্ধতাকে মেনে নিতে পারি না।
- মাইকেল জর্ডান।
* আমি বলব না আমি ১০০০ বার বৃষ্টিতে ভিজেছি, আমি বলব যে আমি ১০০০ বার খিচুড়ি আর মাংস ভুনা খাওয়ার সুযোগ তৈরি করতে পেরেছি।
- টমাস আলভা এডিসন
* যেখানে বৃষ্টি নেই, সেখানে ঠাণ্ডা সর্দি কাশিও নেই।
- উইলিয়াম ল্যাংলয়েড।
* 'ভিজবো নাকি ভিজবো না' কথা দুটো অনেক পুরনো এবং বহুল প্রচলিত।
- শেক্সপিয়র
* বৃষ্টি পড়লেই দুটো কথা সবচেয়ে বেশিবার ভাবতে হয়।
- পীথাগোরাস

Friday, March 22, 2019

বৃষ্টির দিনের কবিতা | বৃষ্টি নিয়ে সুন্দর কথা | ভালবাসার বৃষ্টি কবিতা

বৃষ্টির দিনের কবিতা | বৃষ্টি নিয়ে সুন্দর কথা | ভালবাসার বৃষ্টি কবিতা 


মেঘ-বৃষ্টি-ভালোবাসা

মেঘ অভিমান
তোমার কান্নার বৃষ্টিতে আজ শহর ভিজেছে
ভিজেছে আমার বুক
তবু তোমার চোখ জুড়ে কেন মেঘ অভিমান
কেন বিষন্ন চিবুক
তোমার ঐ ফর্সা গালে কেন এই বর্ষা সকালে
বিষাদের ছবি আঁকা
ভিজে বরষায় মন খারাপের দরজায় কেন হায়
একা দাঁড়িয়ে থাকা?
বৃষ্টি নূপুর
এর পর শুরু হোক


একটানা বৃষ্টি
আমার ওপর এসে পড়ুক
তোমার মৃদু দৃষ্টি

টিনের চালে বেজে উঠুক

বৃষ্টি নুপুর

ভেসে যাক ধুয়ে যাক
আনমনা দুপুর
প্রকৃতি মেতে উঠুক
সুরের জল তরঙ্গে
কিছু কথা জমে উঠুক
তোমার–আমার সঙ্গে
বৃষ্টির জল বেদনার জল

জানালার ওপাশে জল বৃষ্টির জল
হাত পাতলেই ভরে যায় শূন্য করতল
জানালার এপাশে জল বেদনার জল
অলক্ষ্যে ভিজিয়ে দেয় চোখের কাজল

ঝুম বৃষ্টি হোক
তির তির তির জলের নাচন

সবুজ কচু পাতায়

বৃষ্টি ফোটা খেলছে দেখো

দুষ্টু শিশুর মাথায়



করতলে জলের ফোটা

বৃষ্টির ধারাপাত

তরুণীর মনে বর্ণচ্ছটা

স্বপ্ন বাড়ায় হাত

ডালে বসে কাঁপছে দেখো

বৃষ্টি ভেজা কাক

বৃষ্টি ভেজা জলজ বাতাস

মনটা ছুঁয়ে যাক

চোখের ভিতর দুঃখ কাঁপে

নোনা জলের শোক

সেই দুঃখ ধোয়ার জন্য এখন
ঝুম বৃষ্টি হোক
বৃষ্টি মানে স্মৃতির জানালায় তুমি
ঝুম বৃষ্টির পরে
সখি জল কি ঢুকেছে তোমার ঘরে
ভিজে কি গেছো তুমি না বলে আসা বৃষ্টির ছাঁটে
দুষ্টু জল লেগেছে কি তোমার ভাঁজ ভাঙ্গা শাড়ির পাটে
বেপরোয়া বৃষ্টি তোমার রক্ত ঠোঁটে এঁকেছে কি জলছাপ
এক শ্রাবণ সন্ধায় পেয়েছিলাম আমি যে ঠোঁটের উত্তাপ
বৃষ্টি কি ছুঁয়েছে তোমার শান্ত চোখ ঝিনুক চিবুক
শিহরণে কি কেঁপেছে তোমার পীনোন্নত বুক
অবাক বৃষ্টিতে ভিজেছে কি তোমার লাজুক চোখের পাতা
উড়েছে কি শাড়ির আঁচল কিংবা উড়ে কি গেছে ছাতা ?
বৃষ্টি মানে জলজ বাতাসের শীতল ছোঁয়া হিম হিম সুখ
বৃষ্টি মানে স্মৃতির জানালায় হঠাৎ তোমার মুখ
বৃষ্টির অপেক্ষায়…
বৃষ্টিরে তুই আসবি কবে বল

তুই আসলে কাঁদবো বলে



চোখে জমাই জল


বুকের ভিতর গুমরে মরে

নীল কষ্টের ঢেউ

ঝুম বৃষ্টিতে কাঁদি যদি

দেখবে নাতো কেউ


দুঃখ আমার বন্ধু এখন

সুখ করেছে ছল

তুই আসলে কাঁদবো বলে

চোখে জমাই জল


বৃষ্টিরে তুই আসবি কবে বল

তুই আসলে ভরবো আমি

শূন্য করতল




জলের নকশা

বৃষ্টি পড়ে টুপটাপ
তবু মেয়ে চুপচাপ
রক্ত ঠোঁটে অগোচরে
বৃষ্টি আঁকে জলছাপ



বৃষ্টি পড়ে সিক্ত গায়ে
শরীর ছুঁয়ে নগ্ন পায়ে
সারা অঙ্গ তুলে কাঁপন
বৃষ্টি আঁকে বিজ্ঞাপন



তন্বীদেহে জলের ধারা
অকারণে দিশেহারা
সিক্ত দেহের বাঁকে বাঁকে
বৃষ্টি জলের নকশা আঁকে



অভিমান


ওরে আমার দূরের মানুষ

তুই আবার কাছে আয়

আমাকে একটু জড়িয়ে ধর

এই ঘোরলাগা সন্ধ্যায়

জানালার কাঁচে বৃষ্টির ছাট

কফির কাপে শেষ চুমুক

আমার কাঁধটি ভিজিয়ে দিয়ে

তোর অভিমান একটু কমুক



বৃষ্টির নিমন্ত্রণ


বৃষ্টি পড়ে টাপুর টুপুর

বৃষ্টি ভেজার ক্ষণ

আমার শহরে ভিজতে এসো

বৃষ্টির নিমন্ত্রণ

ঝুম বৃষ্টিতে ভিজবে তুমি

ভিজবে তোমার মন

বৃষ্টির কাছে করবে তুমি

আত্ম সমর্পণ

চোখের বিষাদ মুছে যাবে

দুঃখ যাবে ধুয়ে

তোমার চোখের পাতা যদি

বৃষ্টি দেয়গো ছুঁয়ে



বৃষ্টির ছদ্মবেশে

আমি যাবো দুঃখ নদীর তটে


শিশির ভেজা ঘাস মাড়িয়ে পাতার সন্নিকটে


হয়তো যাবো তোমার মনের দেশে


চোখের কোনের জল হয়ে বৃষ্টির ছদ্মবেশে


কিংবা যাবো দমকা হাওয়ার কাছে


তার কাছেতে আমার কিছু কষ্ট রাখা আছে


হয়তো প্রিয়া তোমার নামে


চিঠি হয়েই চলে যাবো মিষ্টি রোদের খামে


কিংবা কোন উদাস বর্ষা দিনে


বৃষ্টি হয়ে বাঁধবো তোমায় ভালোবাসার ঋণে



বৃষ্টি মেয়ে

বৃষ্টি মেয়ে বৃষ্টি মেয়ে তুমি মেঘের বাড়ি থাকো

আমার চোখের প্রান্তে কেন জলের নকশা আঁকো

ও বৃষ্টি মেয়ে কোন বিষাদে এমন করে কাঁদো

কার দুঃখে যে কণ্ঠে তোমার জলেরই গান বাঁধো

ও বৃষ্টি মেয়ে এসো ধেয়ে আমার বাড়ির ছাদে

আমিও না হয় সঙ্গী হবো তোমার বর্ষন আর্তনাদে



বৃষ্টিতে কাঁদো কেউ দেখবে না



ঝুম বৃষ্টিতে নীরবে কাঁদো

কেউ দেখবে না

আকাশের কাছে দুঃখ জমা রাখো

কেউ তো জানবে না

বাতাসের গায়ে  লিখে রাখো দীর্ঘশ্বাস

কেউ শুনবে না

হৃদয়ে লিখে রাখো গোপন কষ্টের চিঠি

কেউতো পড়বে না

কেউ অনুভব করবে না নির্ঘুম রাতের

নিঃসঙ্গতার বেদনা

চোখের জলে বালিশ ভিজে গেলেও

বলবে না,আর কেঁদো না

Wednesday, November 28, 2018

শীতের কবিতা শীতের ছন্দ প্রেমের sms বসন্তের sms শীতের সকাল শীতের status

শীতের কবিতা শীতের ছন্দ প্রেমের sms বসন্তের sms শীতের সকাল শীতের status

**এল শীত তোমার ধারে,
একা তুমি থেকো নারে।
সাথে রেখ শুধু তারে,
ভালোবাসো তুমি যাঁরে।
এখন শুধু তার কাম,
জানি আমি তার নাম।
সেই তোমার সম্বল,
তার নাম কম্বল।

...Happy Winter Season..**




**শেষ হলো বর্ষার দিন,
সামনে আসিতেছে শীতের দিন।
কাপতে হবে টিন টিনা টিন টিন।
আগে থেকেই প্রস্তুতি নিন।
শীতের জামা কাপড় কিনে নিন।**




**ঈদ গেল শীত এলো,
খুশির জোয়ার ফিরে এলো।
শীতের এখন নতুন রূপ,
কুয়াশা হলো অপরূপ।
তুমি আমার আপনজন,
তোমাকে শীতের পিঠার নিমন্ত্রণ।**

শীত গেলো গরম এল, পুকুরের পানি ময়লা হল । গরমের এখনো নূতন রুপ, নদীতে দিতে হবে ডুপ । ওরে আমার বন্ধু গন, তোমাদের গরমের নিমন্ত্রণ ।

শীত শীত শীতের হাওয়া, কুয়াশাতে হারিয়ে যাওয়া। শীত আসলেই বহুত পুরান কথা মনে পড়ে। পুরাই আবেগে কাইন্দা লাইতে মন চায়। সেই সকালে স্কুলে যাওয়া, পিটি তে খাড়াইয়া কাপাকাপি করা, সব কিছুরেই মিস করি।

এল শীত তোমার ধারে, একা তুমি থেকো নারে । সাথে রেখো শুধু তারে, ভালোবাসো তুমি যারে । এখুনো শুধু তার কাম, জানি আমি তার নাম । সেই তোমারসম্বল, তার নাম কম্বল । ...Happy Winter Season..!!
শীত গেলো গরম এল, পুকুরের পানি ময়লা হল । গরমের এখনো নূতন রুপ, নদীতে দিতে হবে ডুপ । ওরে আমার বন্ধু গন, তোমাদের গরমের নিমন্ত্রণ ।

গাছে গাছে নতুন পাতা, ফুল ফুটছে বেশ । সব পাখির মন খারাপ শীতের হল শেষ । নতুন রুপে, নতুন সাঁঝে নিভাবে মনের আগুন । তাইতো আজ প্রকৃতি জুড়ে বসন্তের ফাগুন ।

শীত শীত শীতের হাওয়া, কুয়াশাতে হারিয়ে যাওয়া। শীত আসলেই বহুত পুরানকথা মনে পড়ে। পুরাই আবেগে কাইন্দা লাইতে মন চায়। সেই সকালে স্কুলে যাওয়া, পিটি তে খাড়াইয়া কাপাকাপি করা, সব কিছুরেই মিস করি।

শীতের চাদর জড়িযে, কুয়াশার মাঝে দারিয়ে, হাত দুটোদাও বারিয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন" বুঝেনিও আমিআছি তোমার পাশে সারাক্ষন...!!

ঈদ গেল শীত এলো, খুশির জোয়ার ফিরে এলো। শীতের এখন নতুন রূপ, কুয়াশা হলোঅপরূপ। তুমি আমার আপনজন, তোমাকে শীতের পিঠার নিমন্ত্রণ।

শীত গেলো গরম এল, পুকুরেরপানি ময়লা হল। গরমেরএখনো নুতন রুপ,নদীতে দিতে হবে ডুপ।ওরে আমার বন্ধু গন,তোমাদের গরমের নিমন্ত্রণ।

এল শীত তোমার ধারে,একা তুমি থেকো নারে।সাথে রেখ শুধু তারে,ভালোবাসো তুমি যাঁরে।এখুনো শুধু তার কাম,জানি আমি তার নাম। সেই তোমার সম্বল, তার নামকম্বল। ...Happy Winter Season..!!

শেষ হলো বর্ষার দিন, সামনে আসিতেছে শীতের দিন। কাপতে হবে টিন টিনা টিন টিন। আগে থেকেই প্রস্তুতি নিন। শীতের জামা কাপড় কিনে নিন।


শীত এসএমএস, নতুন বাংলা শীতের sms এসএমএস, শীতের শুভেচ্ছা এসএমএস, কবিতা, winter sms,