Saturday, March 30, 2024

ইসলামিক হাদিস এসএমএস, ইসলামিক উপদেশ sms, ইসলামিক হাসির পোস্ট


 ইসলামিক হাদিস এসএমএস,  ইসলামিক উপদেশ sms, ইসলামিক হাসির পোস্ট  


আমি ইসলামি হাদিস এসএমএস প্রস্তুত করতে পারি। এই হাদিসগুলির কিছু উদাহরণ হলো:



চলুন সবাই খতমে ইউনুস পড়ি।

লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জুয়ালিমিন।


সবচেয়ে খুশির সংবাদ হলো-আল্লাহর,

রাগের চেয়ে দয়ার পরিমাণ বেশি।

-আলহামদুলিল্লাহ


নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না।

কারণ আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না।


চার্জ ছাড়া যেমন মোবাইল বন্ধ।

ঠিক তেমনি।

নামাজ ছাড়া জান্নাতের দরজা বন্ধ।


আল-কুরআনের হরফ গুলো।

কালো

কিন্তু ভেতরে লুকিয়ে আছে

হেদায়েতের আলো।


তওবা করতে লজ্জিত হয়ো না।

-মনে রেখো তোমার গুনাহের

চাইতে আল্লাহ্'র ক্ষমা অনেক বড়।


- আস্তে- আস্তে হারিয়ে যাচ্ছে প্রিয় মানুষগুলো।

- হে আল্লাহ আপনি আমাদের ক্ষমা কর দেন।


-কুল্লু নাফসিন জাইকাতুল মাউত।

- মৃত্যুর স্বাদ একদিন সবাইকে গ্রহণ করতেই হবে!


- বন্ধুত্ব হলো পবিত্র সম্পর্ক ।

- যেমন আল্লাহ এবং রাসূল (সাঃ)এর সম্পর্ক!

-হে আল্লাহ তুমি আমাদেরকে এমন

-কোনো মৃত্যু দিওনা যে মৃত্যুতে

- গোসল হয়না ।

-যে মৃত্যুতে জানাজা ও হয়না।


এতিমকে গলা ধাক্কা দিয়োনা

কারন আমি নিজেই এতিম ছিলাম।

-হযরত মোহাম্মদ (সাঃ)


1. "অন্ধকারের মধ্যে নিয়ত করো কিন্তু নিজের মধ্যে জ্ঞান দিতে প্রতিশ্রুতি না করো।" - হাদিস সহীহ মুসলিম

2. "যে ব্যক্তি একজন মুমিনের সঙ্গে পরিচিতির সুখের সৃষ্টি করে, তার সাথে আল্লাহ এক একটি মুকাফাত দেন।" - হাদিস তিরমিযী

3. "যে ব্যক্তি অন্যের কল্যাণে সহায়তা করে, অলোকিত হয়ে থাকেন, অলোকিত হয়ে সমৃদ্ধি অর্জন করেন।" - হাদিস সহীহ বুখারি

4. "যে ব্যক্তি আল্লাহর জন্য দুঃখ প্রস্তুত করে, আল্লাহ তার জন্য খুশি হয়ে থাকেন।" - হাদিস সহীহ বুখারি

5. "যে ব্যক্তি অন্যের নিকট সহনশীল, সত্যিকারের কথা বলে এবং পূর্ববর্তীদের বিরুদ্ধে অতিরিক্ত কঠোরতা দেখায়, আল্লাহ তার সঙ্গে খুশি হয়ে থাকেন।" - হাদিস সহীহ মুসলিম


মোনাজাতে ঝড়ে পড়া চোখের পানি কখনো বিফলে যায়না,

হযরত মুহাম্মদ (সঃ)


মোনাজাতে ঝড়ে পড়া চোখের পানি কখনো বিফলে যায়না,

হযরত মুহাম্মদ (সঃ)


হালাল কর্মে কখনো লজ্জা করতে নেই,

হোক সেটা রাজমিস্ত্রী কিংবা বাদামবিক্রি।


যে ব্যাক্তি দিনে।

৭০ হাজার বার কালিমা পরবে।

-তার জন্য জান্নাত ওয়াজিব।


প্রতি মিনিটে কত

মানুষ মারা যায়,

কিন্তু শুকরিয়া যে

আল্লাহ্ আমাকে আপনাকে

সুস্থ রেখেছেন,

বলেন আলহামদুলিল্লাহ্।


শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন।

-শুক্রবার মানে গুনাহ

মাফের আর একটা সুযোগ।


কাউকে বারবার ডাকলে সে রাগ হয়।

-কিন্তু আল্লাহ কে বারবার ডাকলে তিনি খুশি হন।


পৃথিবীতে সব সম্পর্কের শেষ আছে ।

-কিন্তু বান্দার সাথে

আল্লাহর সম্পর্ক শেষ নাই।


পৃথিবীতে সব সম্পর্কের শেষ আছে ।

-কিন্তু বান্দার সাথে

আল্লাহর সম্পর্ক শেষ নাই।


-সবচেয়ে সুখী ব্যক্তিই সেই যাকে।

-আল্লাহ তা’য়ালা একজন পূণ্যবতী স্ত্রী দান করেছেন ।

Load comments