Tuesday, March 31, 2020

বাংলা নববর্ষের শুভেচ্ছা এসএমএস ১৪২৭ ১লা বৈশাখের শুভেচ্ছা কার্ড কাবিতা

বাংলা নববর্ষের শুভেচ্ছা এসএমএস  ১৪২৭ ১লা বৈশাখের শুভেচ্ছা কার্ড কাবিতা   


পুরনো যত হতাশা, দুঃখ, অবসাদ, 
নতুন বছর সেগুলোকে করুক ধূলিসাৎ। 
সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা।। 
** শুভ পহেলা বৈশাখ-১৪২৭ **
বাউল গানের স্যন্ধা তালে 
নতুন বছর এসেছে ঘুরে, 
উদাসী হাওয়ার সুরে_সুরে 
রাঙ্গা মাটির পথটি জুড়ে।। 
** শুভ নববর্ষ ১৪২৭ **

আম পাতা জোড়া_জোড়া, 
নতুন সব দিচ্ছে সাড়া , 
ভাল থেকো, সুখে থেকো, 
আর আমার কথাটি মনে রেখ।। 
** শুভ নববর্ষ **

মনে আসুক বসন্ত, 
সুখ হোক অনন্ত! 
স্বপ্ন হোক জীবন্ত 
আর নতুন বছরের 
আনন্দ হোক অফুরন্ত!! 
*-* শুভনববর্ষ *-*

পান্তা ইলিশ আর ভর্তা ভাজি বাঙ্গালীর প্রান 
নতুন বছরে সবাই গাইবো বৈশাখের গান, 
এসো হে বৈশাখ এসো-এসো !! 
*-* শুভ নববর্ষ *-*

পানতা ইলিশ আর ভরতা বাজি 
বাঙ্গালীর প্রাণ 
নতুন বছর সবাই গাইবো 
বৈশাখের গান । 
এসো হে বৈশাখ এসো_এসো ! 
*শুভ পহেলা বৈশাখ-১৪২৭ *

নতুন পোশাক নতুন সাঁজ 
নতুন বছর শুরু আজ 
মিষ্টি মন মিষ্টি হাঁসি, 
শুভেচ্ছা জানাইরাশি রাশি ।। 
** শুভ নববর্ষ **

নতুন বছর এমনি করেই 
আসুক ফিরে-ফিরে, 
আনন্দ আর খুশি যত 
মাতুক তোমায় ঘিরে, 
পুরাতন বছরের ভুল গুলোকে 
বলছি আজ Sorry, 
নতুন বছর ভালো কাটুক 
এই কামনা করি 
*-* শুভ নববর্ষ *-*

বছর শেষের ঝরা পাতা বললো উড়ে এসে 
একটি বছর পেড়িয়ে গেল হওয়ার সাথে ভেসে, 
নতুন বছর এসেছে তাকে যত্ন করে রাখ 
স্বপ্ন গুলো সঙ্গী করে খুব ভালো থেকো। 
*- শুভ নববর্ষ -*

১টি নতুন সকাল 
কিছু সুন্দর স্বপ্ন, 
এক মুঠো সাদা মেঘ 
কিছু বৃস্টির অনুভুতি, 
আর কিছু স্বপ্ননিল সৃস্টি 
এই নিয়ে শুরু হোক আগামীর দিন। 
** শুভ নববর্ষ **

দিনগুলি যেমনই হোক ঠিকই যায় কেটে 
তবুও বলো কি লাভ, পুরনো সৃতি ঘেটে, 
এ বছর পূর্ণ হোক তোমার সকল আশা 
নববর্ষের তোমার জন্য এটাই আমার প্রত্যাশা! 
** শুভ নববর্ষ **

আমি এমন এক Uncommon জিনিষ 
যার SMS গুলাও Uncommon. 
যার SMS এর জন্য তুমি অপেক্ষা করো 
যার SMS গুলো পুরানো কে ভুলায়, 
যার SMS নতুনকে বরন করতে শেখায় 
আমি কে যেন? আমি নতুন বছর 
** শুভ পহেলা বৈশাখ **

বাউল গানের স্যন্ধা তালে 
নতুন বছর এসেছে ঘুরে, 
উদাসী হাওয়ার সুরে-সুরে 
রাঙা মাটির পথটি জুড়ে !! 
*-* শুভ নববর্ষ *-*

নতুন বছরের নতুন আলো 
নতুন আশার প্রদীপ জ্বালো, 
নতুন সুরে নতুন গানে 
নতুন করে এগিয়ে চলো ! 
** শুভ নববর্ষ **Thursday, March 19, 2020

ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা | জন্মদিনের মজার শুভেচ্ছা

ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা | জন্মদিনের মজার শুভেচ্ছাতোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবনের এই বিশেষ দিনটিকে এতটা বিশেষ করে তোলার জন্যে...আমার জীবনের এটা সেরা জন্মদিন ছিল এখনও অবধি...

তোর জন্য ভালবাসা, লক্ষ্ গোলাপ জুই, হাজার লোকের ভিড়ে আমার থাকবি হৃদয়ে তুই।
শুভ জন্মদিন

তোর্ কথাই ভাবছিলাম ..পুরনো দিনের কথা ভেবে হাসছিলাম ...শুভ জন্মদিন আমার মনের সবথেকে কাছে থাকা বন্ধুকে ...

তোর জন্য ভালবাসা, লক্ষ্য গোলাপ জুই, হাজার লোকের ভিড়ে আমার থাকবি হৃদয়ে তুই। শুভ জন্মদিন !

দারুন দিনটায় জানাই অনেক অভিনন্দন ! চলার পথে সৌভাগ্যবান থেকো ; আগামী জীবনটা আনন্দময় হোক এই আশা করি। আজ দিনটা ভালোভাবে উপভোগ কোরো। শুভ জন্মদিন !

তর জন্য ভালবাসা, লক্ষ্য গোলাপ জুই, হাজার লোকের ভিড়ে আমার, থাকবি হৃদয়ে তুই. শুভ জন্মদিন !


নতুন সকাল , নতুন দিন নতুন করে শুরু,
যা হয় না যেন শেষ.
জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে
পাঠালাম তোমায় এই এস এম এস !
 শুভ জন্মদিন !

দিনের শেষে বলছি বটে শুভ জন্মদিন ....... কিন্তু তোমার কথা-ই শুধু ভাবছি সারাদিন ! জন্মদিনের শুভেচ্ছা !

নতুন সকাল , নতুন দিন
নতুন করে শুরু, যা হয় না যেন শেষ.
জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে
পাঠালাম তোমায় এই এস এম এস !
শুভ জন্মদিন !

নতুন সকাল নতুন সকাল, নতুন দিন নতুন করে শুরু,
যা হয় না যেন শেষ.
জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে পাঠালাম তোমায়
এই এস এম এস !
>>>শুভ জন্মদিন<<<


নতুন সকাল, নতুন দিন নতুন করে শুরু, যা হয় না যেন শেষ. জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে পাঠালাম তোমায় এই এস এম এস !>>>শুভ জন্মদিন<<<

নতুন সকাল, নতুন দিন নতুন করে শুরু, যা হয় না যেন শেষ. জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে পাঠালাম তোমায় এই এস এম এস !
 >>>শুভ জন্মদিন<<<

নতুন সকাল, নতুন দিন, নতুন করে শুরু,
যা যেন কখনো হয় না শেষ।
তোমার এই জন্মদিনে রইল অনেক শুভেচ্ছা
>>>শুভ জন্মদিন<<<

প্রতিদিনই জন্মদিনের মত আনন্দে পরিপূর্ণ থাকুক ! আজকের দিনটা প্রানখুলে উপভোগ কর ..শুভ জন্মদিন !


বাইরে তাকিয়ে দেখো কি মনোরম পরিবেশ ! তোমার জন্যে সূর্য হাসছে , গাছেরা নাচছে , পাখিরা গান গাইছে ..কারণ আমি সবাইকে বলেছি শুভেচ্ছা জানাতে ! শুভ জন্মদিন

ফুলে ফুলে ভরে যাক তোমার ভুবন, রংধনুর মতো সাত রং এ রাঙ্গুক তোমার জীবন । দুঃখ কষ্ট গুলো হারিয়ে যাক দুর অজানার দেশে । তোমার জীবন যেন সুখের সাগরে ভাসে । এই কামনা করি বিধাতার কাছে ।
শুভ জন্মদিন...

বয়স জাতি বৃদ্ধি পাক না কেন,
তোমার মনে থাকা সেই প্রাণ প্রাচুর্য্য যেন কখনো না হ্রাস পায়..
এই পৃথিবীটা একটা খেলার মাঠ,
তাই সহজ জীবনটাকে কখনো কঠিন করে তুলো না যেন...
শুভ জন্মদিন...

রাত যায় দিন আসে,মাস যায় বছর আসে, সবাই আশায় থাকে ১ত সুদিনের আশায়, আমি আশায় থাকি ২মর জন্মদিনের আশায়...শুভ জন্মদিন.... !


মাঝে মাঝে ভাবি তোর্ জন্মদিনটা একটা জাতীয় ছুটি ঘোষণা করা উচিত....
আফটার অল, তুই আমাদের জাতীয় সম্পদ....
যতদিন না সেটা হচ্ছে ততদিন অবধি আমরাই জানায় তোকে,
 \"শুভ জন্মদিন...\"

রাত যায় দিন আসে,মাস যায় বছর আসে, সবাই আশায় থাকে একটা সুদিনের আশায়, আমি আশায় থাকি তোমার জন্মদিনের আশায়...শুভ জন্মদিন.... !

রাত যায় দিন আসে,মাস যায় বছর আসে, সবাই থাকে সুদিনের আশায়, আমি থাকি তোমার জন্মদিনের আশায়...শুভ জন্মদিন.... !

শুভ ক্ষন, শুভ দিন। মনে রেখ চির দিন। কষ্ট গুলো দূরে রেখ, স্বপ্ন গুলো পুরন করো, নতুন ভালো স্বপ্ন দেখো, আমার কথা মনে রেখ।
শুভ জন্মদিন

শুধু কয়েকটা শব্দ দিয়ে তোমার প্রতি আমার কৃতজ্ঞতা বোঝানো আমার পক্ষে সম্ভব না হয়তো..
শুধু জানাতে চাই যে তুমি আমার সবচেয়ে কাছের..যাকে ছাড়া আমার এক মূহুর্তও চলে না...
শুভ জন্মদিন মা...

সূর্যের মতন উজ্জ্বল হও,
সাগরের মতন হও চঞ্চল
আকাশের মতন উদার হও
আর ঢেউএর মতন উচ্ছল...
শুভ জন্মদিন...

হাজার ভিড়ের মাঝে হোক তোমার একটা আলাদা পরিচয়...
দুঃখ যেন তোমায় ধরা না দেয়,
সবসময় যেন তোমার থাকে ভালো সময়....
এই কামনায় তোমাকে জানাই শুভ জন্মদিন....


স্বপ্ন গুলো সত্যি হোক
 সকল আশা পূরণ হোক।
দু:খ গুলো দূরে যাক
সুখে জীবনটা ভরে যাক।
 জীবনটা হোক ধন্য
শুভ কামনা তোমার জন্য।
~~ শুভ জন্মদিন ~~

সমুদ্রের ঢেউ, ফুলের সুগন্ধ , রাতের তারারা -- সবাই জড়ো হয়েছে তোকে একসাথে বলতে
॥ শুভ জন্মদিন ॥

সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার,পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা, বেচে থাক হাজার বছর<<শুভ জন্মদিন>>..

সব তর্কাতর্কি , ভুল বোঝাবুঝি সত্বেও তুমিই আমার জীবনের প্রিয়তম মানুষ ! শুভ জন্মদিনের অনেক অনেক ভালবাসা নিও।

সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা, বেছে থাক হাজার বছর <<শুভ জন্মদিন>>..

সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ, হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা তোমার পূরণ, বেচে থাক হাজার বছর<<শুভ জন্মদিন>>..

সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার
পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা
 বেঁচে থাকো হাজার বছর
<<শুভ জন্মদিন>>..

সকাল থেকে সন্ধ্যা , তোমার জন্মদিন হোক উজ্জল ! জন্মদিনে আন্তরিক অভিনন্দন ...

ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা | জন্মদিনের মজার শুভেচ্ছা


স্কুল লাইফ থেকে যার সাথে আমার বন্ধুত্ব...যে তারপর থেকে আমার জীবনের সেরা বন্ধু হয়ে যায়, আজ তার জন্মদিন....চিরকাল তুই এমনই থাকিস ভাই...ঈশ্বরের আশীর্বাদ সবসময় যেন তোকে সঠিক পথে রাখে...
হ্যাপি বার্থ ডে ভাই...

শুভ রজনী শুভ দিন.সামনে আসছে তুমার জন্মদিন,জন্মদিনে কি দিব তুমি,এক তরা গোলাপ ফুল র এক বুক ভালবাসা ছাড়া র কিছু নেই যে আমার.শুভ<<|>>জন্মদিন<<|>> !

শুভ শুভ শুভ দিন আজ তোমার জন্মদিন.
মুখে তোমার দীপ্ত হাসি ফুল ফোটাচ্ছে রাশি রাশি. হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাসে
তেমন করে বন্ধু তোমার জীবন যেন
সুখের সাগরে ভাসে...
শুভ জন্মদিন!Sunday, March 8, 2020

শুভ সকাল ছবি পিকচার Good moring photo image free download

শুভ সকাল ছবি পিকচার Good moring photo image free download  Sunday, March 1, 2020

শুভ সকাল প্রেমের কবিতা শুভ সকাল gif সুন্দর সকালের শুভেচ্ছা

শুভ সকাল প্রেমের কবিতাশু ভ সকাল gifসু ন্দর সকালের শুভেচ্ছা1) দুবলা ঘাসের ডগায় জমে থাকা এক ফোটা শিশিরবিন্দু স্পর্শে ভোরে উঠুক তোমার প্রতিটি সকাল। #শুভ_সকাল 2) রাত্রি কেটে গেল নতুন আলোর ছোঁয়ায়, নতুন আলোয় সাজল নতুন দিন, সেই খুশিতে তোমায় জানাই, শুভ সকাল !


 3) আয় না আবার আয় না ফিরে, হাঁটব দুজন হাতটি ধরে । একলা আমি আছি বসে, আয় না আবার চুপটি করে বসবি পাশে, থাকবো আমি চুপ করে, শুনবো কথা ঝিম ধরে...!!! -শুভ সকাল..


 4) মেঘ বলেছে যাব যাব রাত বলেছে যাই সাগর বলে কূল মিলেছে আমিতো আর নাই......... শুভ সকাল ..


 5) জেগেছে পাখি গাইবে গান, নতুন দিনের আহবান, জেগেছে সুর্য দিবে আলো, দিনটা তোমার কাটুক ভাল, জেগেছে মাঝি তুলবে পাল, সবাইকে জানাই শুভ সকাল.


 6) সকাল মানে ঘুম চোখে একটু জেগে ওঠা, সকাল মানে ভরের আলোয় নতুন গোলাপ ফোঁটা, সকাল মানে নতুন আশায় বাড়িয়ে দেয়া হাত। আজ সকালে তোমায় জানাই নতুন সুপ্রভাত।


 7) সূর্যের আলো ঘুম ভাঙাল,,। ভোরের পাখি গান শুনাল।।। দূর আকাশের ঝাপসা আলো,। কানে কানে বলে গেল।।। সকাল যে হয়ে এল। তোমরা সবাই আছো ভাল?? শুভ সকাল


 8) রাতে জোসনা, দিনে আলো, কেন তোমায় লাগে ভালো? গোলাপ লাল, কোকিল কালো, সবার চাইতে তুমি ভালো। আকাশ নীল, মেঘ সাদা, সবার চাইতে তুমি আলাদা। শুভ সকাল


 9) কেয়া হয়ে যদি থাক আমার বাগানে। যত্ন করে রাখব তোমায় আমারি মনে। ফুল দানিতে সাজিয়ে তোমায় রাখব চিরকাল। রোজ সকালে বলব তোমায় , শুভ সকাল


 10) সূর্য মামার কিরণে আঁধার গেল পালিয়ে। ভোরের শিশির ফোটায়, ফুল উঠল জেগে। ওঠ তুমি মেল আঁখি। সকাল তোমার নিকটবর্তী। অতীত কে পিছনে ফেলে সাজাও তোমার সকাল খানি। শুভ সকাল


 11) মৃদু হাওয়া, শীতল পরিবেশ চিক চিক করে শিশির, পাখির কলতানে চারিদিক মাতআরা। শুধু তুমি নেই পাশে বন্ধু আমার। শুভ সকাল


 12) আমি কল্পনায় ভাসি তুমি ভালোবাসো বলে, আমি সুখের মাঝে হারাই তুমি ভালোবাসো বলে, আমার সকাল শুভ হয় তুমি ভালোবাসো বলে। তাইতো তোমায় আমি জানাই শুভ সকাল।


 13) শুনে যাও ভোরের পাখি, একটা কথা বলে রাখি, আছে এক বন্ধু আমার, মনে পড়ে সকাল বিকাল, কিভাবে যে কাটল রাত, জানাই তাকে সুপ্রভাত।


 14) চোখটা একটু খুলে দেখ, বলছি তোমায় ভাল থেকো । সূর্য মামার মিষ্টি হাসি, ফুল ফুটেছে রাশি রাশি। শুভ হোক আজ্কের দিন, বলছি তোমায় গুড মর্নিং।


 15) নতুন দিন শুরু হল, মনটা আমার ভালো হলো। সূর্য মামা উঁকি দিল, পাখিরা সব উড়ে গেল। মা আমাকে বকা দিল, তাইতো আমার ঘুম ভাংলো । -শুপ্রভাত-


 16) সুখের জন্য স্বপ্ন দুখের জন্য হাসি দিনের জন্য আলো চাঁদের জন্য নিশি মনের জন্য আশা তোমার জন্য রহিল আমার ভালোবাসা....... --শুভ সকাল--


 17) আজ টিপ-টিপ কুয়াশা সারা সকাল পড়ছে, হিম-হিম শীতে শরীরটা কাপছে। রিমঝিম হৃদয় টা উদাস কেন হচ্ছে। কুয়াশা ভেজা মনটা তোমাকে গুড মর্নিং বলছে। গুড মর্নিং।


 18) ফুল হয়ে যদি থাক আমার বাগানে, যতন করে রাখব তোমায় আমার মনেরি ঘরে। ফুল দানিতে সাজিয়ে তোমায় রাখব চিরকাল, রোজ সকালে বলব আমি তোমায় শুভ সকাল।


 19) নতুন ভোর, নতুন আশা, নতুন রোদ, নতুন আলো, মিষ্টি হাসি, দুষ্ট চোখ, স্বপ্ন গুলো পূরণ হোক, আকাশে সুর্য, নিচ্ছে আলো, দিনটি তোমার কাটুক ভাল। শুভ প্রভাত।


 20) সকাল মানে মিষ্টি সূর্য রোদের আনাগোনা। সকাল মানে নীল আকাশে পাখির গান শোনা। সকাল মানে জীবন থেকে একটি দিন কমা। সকাল মানে জীবন পথে এগিয়ে চলার তীব্র বাসনা। শুভ সকাল।


 21) রাতের আধার পালিয়ে গেল সূর্য মামার ভয়ে। পাখি গুলো গান গাইল তুমি উঠবে বলে। আকাশ ভরা রুপালি আলো। আজকের সকালটা তোমার কাটুক ভাল। শুভ সকাল


 22) তাকিয়ে দেখ পুব আকাশে সুর্য মামা হাসে। সোনার শিশির লেগে আছে স্নিগ্ধ ঘাসে ঘাসে। দরজা খোল সকাল হলো ফুরিয়ে গেছে রাত। তোমার দুয়ারে দাড়িয়ে আছি জানাতে তোমায় সুপ্রভাত।


 23) ভোরের আলো দিল উঁকি,,, তোমার আশায় আমি থাকি… আমার কাছে আসবে বলে,,, বাগান ভরা ফুলে ফুলে… খুশির জোয়ার সীমাহীন,,, তোমায় জানাই গুড মর্নিং।


 24) স্বপ্ন দেখার প্রহর শেষে, ফিরল পরি ঘুমের দেশে। কাল মেঘের আড়াল থেকে সুর্য দিল দেখা। তাকিয়ে দেখ ভোরের আলোয় নতুন স্বপ্ন লেখা। -শুপ্রভাত-


 25) জীবন সাজাও স্বপ্ন দিয়ে, মন সাজাও মন দিয়ে। রাত সাজাও চাঁদ ও অনেক তারা দিয়ে, সকাল সাজাও গুড মর্নিং বলে, হ্যাপি গুড ডে টু ইউ


 26) মিষ্টি মিষ্টি আজকের সকাল, উষ্ণ আকাশ মৃদু মৃদু বইছে বাতাস। দু চোখ খুলেছি শুধু তোমার টানে। আমায় রেখ তোমার মনের একটি কোনে। ভাল কাটুক তোমার আজকের সারাটা দিন, তোমায় জানাই শুভ সকাল।


 27) আজ সকালে ঘুম ভাঙল, একটি পাখির ডাকে। উঠে দেখি স্নিগ্ধ সূর্য উকি দিয়েছে আকাশে। প্রকৃতির চার পাশে উঠে গেছে আলো। ভোরের হিমেল হাওয়ায় মনটা আমার অনেক ভাল। --সুপ্রভাত--


 28) গান শোনাল ভোরের পাখি,, এখনও কেউ ঘুমাও নাকি? আমি তোমায় কত ডাকি, এবার একটু খোল আঁখি… কেটে গেল রাত্রি কাল, তোমায় জানাই শুভ সকাল।


 29) শীতের সকালে, কুয়াশার চাদরে ঢাকা সূর্যের আলোতে। যদি ঘুম ভাঙে তোমার, মনে করবে প্রথম গুড মর্নিং উইশটা ছিল শুধু আমার। শুভ সকাল ।


 30) ভোরের প্রথম সোনালি আলো, স্বপ্ন গুলো জাগিয়ে গেল। শিশির ভেজা ঘাসের পাতায়, তোমার হাতের আলতো ছোঁয়ায়। ফুটলো সকাল কাটলো রাত , তোমাকে জানাই শুপ্রভাত।


 31) আসব রাতে স্বপ্ন হয়ে,, থাকব আমি কাছে… চোঁখ খুলতেই চলে যাব,, ভোরের আলোর দেশে… দিয়ে যাব কিছু স্মৃতি আজ এই সকালে,, শুভ সকাল জানাই তোমায় বন্ধুত্তের সাথে।


 32) প্রতিদিন সকালে তোমার কাছে দুটো পথ খোলা আছে ! ঘুমটা চালিয়ে যাওয়া স্বপ্ন দেখতে দেখতে অথবা জেগে উঠে স্বপ্নটার পিছনে দৌড়ানো ! তোমার মর্জি কোন পথে যাবে ! --সুপ্রভাত --


 33) সারা রাত সপ্ন দেখে। কত ছবি মন আকেঁ। এমন সময় সপ্নের রাজা। আমার বলে দিল টাটা।মা এসে দিল ডাকি। খুলতে হল দুটি আখিঁ। জেগে দেখি নাই রাত। তাই বলি শুপ্রভাত ।


 34) সকালের প্রথম শিশির দিয়ে, সূর্যের প্রথম আলো দিয়ে, ফুলের প্রথম সৌরভ দিয়ে , হৃদয়ের এক বিন্দু ভালবাসা দিয়ে তোমাদের জানাই শুভ সকাল।


 35) সকালের রোদ তুমি বিকেলের ছায়া, গোধূলির রং তুমি মেঘের মায়া। ভোরের শিশির তুমি জোছনার আলো, আমি চাই তুমি থাক সব সময় ভাল। শুভ সকাল।


 36) দিন যায় দিন আসে, কেউ দুরে কেউ কাছে, কারও মন এলোমেলো, কারও মন খুব ভাল, রাত গেল দিন এল, নতুন সুর্য দেখা দিল। শুভ সকাল।


 37) চোখ খুলে দেখ দিগন্ত তোমায় ডাকছে।পাখিরা আপন সুরে গান গাইছে। সূর্য মামা তোমার জানালার ফাঁক দিয়ে আলো দিচ্ছে। আর মোবাইল টা হাতে নিয়ে দেখ, কেউ তোমায় গুড মর্নিং বলছে। গুড মর্নিং।


 38) শিশিরের ছোয়ায় ফুটেছে ফুল, তাই দেখে প্রজাপতি হয়েছে ব্যাকুল। কিচির মিচির করে ডাকছে পাখি, বন্ধু তুমি খোল আঁখি। শুভ সকাল।


 39) ভোরের পাখি ডাকছে তোমায় চোখটা মেলে দেখ সকালের মিষ্টি রোদ একটু গায়ে মেখ।আঁধারের পর সূর্যের আলো, দিন টা তোমার কাটুক ভাল। শুভ সকাল।


 40) ভোর হলো দোর খোলো বন্ধু তুমি ওঠরে, ওই দেখ তোমার মোবাইলে এস এম এস টা এলোরে। তোলো মোবাইল খোলো চোখ এস এম এস টা পড়ো রে। এস এম এস টা বলছে তোমায় শুভ সকাল হলো রে। শুভ সকাল।


 41) নীল আকাশের মেঘের ভেলায়, দিঘির জলে ফুলের মেলায়। সবুজ ঘাসের শিশির কনায়, প্রজাপতির রঙিন ডানায়, একটা কথা তোমায় জানাই। সুপ্রভাত।


 42) নিশি যখন ভোর হবে, সুখ তাঁরা গুলো নিভে যাবে। আসবে একটা নতুন দিন, দিন টা হোক অমলিন। শুভ হোক তোমার প্রতিদিন। শুভ সকাল।


 43) স্বপ্ন ঘেরা একটা রাত শেষ যে হয়ে গেল। সূর্য মামার আগমনে ভোর যে আজ হল। কোকিল এর কুহু ডাকে ঘুম যে আমার ভাংলো । এই এস এম এসটা আজকে তোমায় শুভ সকাল বলল। শুভ সকাল।


 44) সকাল বেলার সোনালি আলো, আজ মনটা অনেক ভালো। কিচির মিচির ডাকছে পাখি, খুলে দেখো দুটি আঁখি.....শুভ হোক আজকের দিনটি।


 45) অপরুপ এই নিরব ভোরে, তুমি আছো অনেক দূরে.পাখি ডাকে মধুর সুরে,মনটা যেন হাওয়ায় উরে, নয়তো দুপুর, নয়তো বিকাল, তোমাকে জানাই শুভ সকাল


 46) তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি, তুমি পাহাড়ের গায়ের ঝর্নার পানি, তুমি বর্ষার এক পসলা বৃষ্টি, তুমি সকালে উদিত সুর্যের আলো, তুমি হলে বন্ধু আমার অনেক ভালো শুভ সকাল


 47) ছোট্ট পাখি বললো এসে আমার কানে কানে, সূর্যি মামা উঠছে আবার নতুন কিছুর টানে, সুখে থেকো ভালো থেকো রেখো ভালোবেসে, মিষ্টি সকাল জানিয়ে দিলাম ছোট্ট এই এসএমএসে, শুভ সকাল।


 48) হাতে রেখে হাত, আনবো ডেকে নতুন প্রভাত, করবো শুরু নতুন করে আর একটা দিন, বন্ধু তোমায় জানাই গুড মরনিং।


 49) ফুল হয়ে যদি থাক আমার বাগানে, যতন করে রাখব তোমায় মনের গহিনে। ফুলদানিতে সাজিয়ে তোমায় রাখব চিরকাল, রোজ সকালে বলবো তোমায় শুভ সকাল।


 50) সুন্দর এই সকালে পাখিদের কাছে, এক রাশ আলো নিয়ে পাঠালাম তোমার জানালার কাছে।আর প্রজাপতির ডানায় লিখে দিলাম… শুভ সকাল।


 51) মায়াবী একটা সকাল, মিষ্টি একটা সূর্য। বিশাল একটা আকাশ, এলোমেলো বাতাস। সবুজ সবুজ ঘাস, অপরূপ পাখির ডাক। সুন্দর একটা দিন, তোমাকে জানাই গুড মর্নিং।


 52) শিশির ফোঁটার স্পর্শে যেমন ফুলগুলি সব ফোটে, শীতল হাওয়ার ছোয়ায় মন সতেজ হয়ে উঠে, তুমি ও হয়ে উঠতে পারো এই মুহুর্তের স্বাক্ষী, সকাল বেলার সূর্য তোমায় করতে চায় তাই সঙ্গী। __*__শুভ সকাল__*__


 53) সকাল মানে ঘুম চোখে একটু জেগে ওঠা, সকাল মানে ভরের আলোয় নতুন গোলাপ ফোঁটা, সকাল মানে নতুন আশায় বাড়িয়ে দেয়া হাত। আজ সকালে তোমায় জানাই নতুন সুপ্রভাত।


 54) সবাইকে জানাই শুভ্র সকালের কুয়াশা ভেজা শীতল সুভেচ্ছা ____সুভ সকাল ।


 55) মাঝরাত থেকে টিপ টিপ বৃস্টি পরছে____ সবাইকে জানাই বৃস্টি ভেজা সকালের সুভেচ্ছা____ ※শুভ সকাল※


 56) দিনটা সবার ভালো কাটুক___ আগামীর সপ্ন গুলো পুরন হোক___ সবার জীবনে শান্তি ফিরে আসুক___ 《》শুভ সকাল《》


 57) বৃষ্টির মাঝে সকাল সাজে,মেঘের শব্দ কানেতে বাজে।তোমার সৃতি বুকের মাঝে, মনের ভিতর ঘন্টা বাজে।তাই জীবন কাটাবো প্রেমহিন, ভবিষ্যৎ হবে রঙিন।আবার এল সেই বৃষ্টির দিন, সাবাইকে জানাই গুডমর্নিং।


 58) শীতের মাঝে সকাল সাজে, কুয়াশার শব্দ কানেতে বাজে।তোমার সৃতি বুকের মাঝে, মনের ভিতর ঘন্টা বাজে। তাই জীবন কাটাবো প্রেমহিন, ভবিষ্যৎ হবে রঙিন।আবার এল সেই শীতের দিন, সবাইকে জানাই গুডমর্নিং।


 59) মেঘলা আকাশ শীতল বাতাস_ মেঘে ঢাকা মন_ সবাই কে জানাই_ বৃস্টি ভেজা সকালের অভিনন্দন_ …শুভ সকাল…


 60) শুভ সকাল বলাটা কেবল একটা সৌজন্য নয় কিংবা মেসেজ ফ্রি আছে বলে নয়... এটা একটা সুন্দর রীতি যাতে বলা হয় আমি তোমাকে দিনের প্রথম মিনিটে মনে করছি.. শুভ সকাল।


 61) ঘুম ঘুম রাত শেষে, সূর্য আবার উঠলো হেসে। ফুটলো আবার ভোরের আলো, দিনটা তোমার কাটুক ভালো। শুরু হল নতুন দিন, তোমাকে জানাই গুড মর্নিং।


 62) আকাশের জন্য নীলিমা, চাঁদের জন্য পূর্নিমা, পাহাড়ের জন্য ঝর্না, নদীর জন্য মোহনা, আর তোমাদের জন্য রইলো শুভ কামনা শুভ সকাল।


 63) শীতের শীতল ছোয়ায়, সোনালি রোদের মিষ্টি আলোয়, মন বলে সবায় আছ তো ভাল? ভাল থাকার ইচ্ছা জানাই তোমাদের, শুভেচছা... শুভ সকাল।


 64) সবাইকে জানাই কনকনে শীতে শুভ্র ধুমায়িত কুহেলিকায় সিক্ত এক ভোরের শুভেচ্ছা... শুভ সকাল।


 65) রাত গেল ঘুমে ঘুমে হয়ে গেল ভোর, ঘুম থেকে ঊঠে পর খুলে দাউ ডোর। মনটা রাখ হাসি খুশি আজ সারা দিন, মন থেকে বলছি তোমায় গুড মর্নি।


 66) শীশির ভেজা দুর্বা ঘাসে, শীশির কনা বলছে হেসে। বিদায় নিয়েছে হিমেল রাত, জানাই তোমাদের সুপ্রভাত।


 67) সকাল বেলার সোনালী আঁলো, আজ মনটা অনেক ভালো, কিচির মিচির ডাকছে পাখিঁ, খুলে দেখো দুটি আঁখি, শুভ হোক আজকের দিন, জানাই তোমায় GooD MorninG.


 68) সকাল হলে এসো তুমি ,শিশির কণা হয়ে ..সন্ধ্যা হলে এসো তুমি , রক্ত জবা হয়ে .. রাত হলে জ্বলো তুমি , জোনাকি হয়ে ..সারা জীবন থেকো তুমি , আমার বন্ধু হয়ে। শুভ সকাল।

Sunday, February 23, 2020

বৃষ্টির দিনের এসএমএস | বৃষ্টির সকালের sms বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা sms বৃষ্টি ভেজা সকাল মেসেজ বৃষ্টির রাতের sms

বৃষ্টির দিনের এসএমএস |  বৃষ্টির সকালের sms বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা sms বৃষ্টি ভেজা সকাল মেসেজ বৃষ্টির রাতের sms   


(১) উদাস হয়ে তাকিয়ে........দেখি দুরেকেন রে বৃষ্টি পাগল করিছ মোরে....... দুরে ডোবায় ভেসে থাকা কচুরিপানায় বৃষ্টির আলতো ছোঁয়ায় ভরে উঠছে যেন সবুজের সজিবতায়,


 (২) এখানে এই শহরে বৃষ্টির শব্দ কানে আসে না কখন আসে কখন যায় মনে যে থাকে না ।


 (৩) কথাগুলো শুনে খিলখিলিয়ে যেন হেসে উঠেছিল পাশের ফুলবাগানের ফুল আন্দন্দে আত্মহারা হয়ে দুলে দুলে বলেছিল যেন, আর করো নাক কোন ভুল..


 (৪) কষ্টের মেঘগুলো বৃষ্টি হয়ে ঝরে এই শহরে সবুজ পাতার হলুদবর্ণ দেয় যে নিমিষে সরিয়ে ।


 (৫) গোলাপের পাপড়ীগুলো ছিঁড়ে ছিঁড়ে ভাসিয়ে দেই জলে স্মৃতিগুলো কেন আজ বারবার নাড়া দেয় পলে পলে.......


 (৬) গ্রামের বাদলা দিনের দিনগুলোয় চাল ভাজা আর নারকেল শহরের মানুষগুলো পায় না যে এর স্বাদ কেমন যেন সব বেআক্কেল....


 (৭) ঝুম বৃষ্টি যেন রিনিঝিনি নুপুরের ধ্বনি মন পাগল করা অপরূপ সৃষ্টি । উদাস হয়ে শুধুই তাকিয়ে থাকা ভেতরটা আজ কেন এত লাগে ফাঁকা?


 (৮) যান্ত্রিক শহরে বৃষ্টির ছায়া কারো উপর পড়ে না কাজে কামে ব্যস্ত সবে বৃষ্টির রোমান্টিকতা মনে যে আসে না


 (৯) টিনের চাল গড়িয়ে টুপটাপ টুপটাপ বৃষ্টির ফোঁটা বাড়িয়ে দিয়ে হাত.... লাগাই ছোঁয়া..... শীতল পরশে........... অনুভূতিতে স্মৃতিতে আজ সব কিছু্ই লাগে যেন ধোঁয়া ধোঁয়া....


 (১০) তুমিহীন আজ আমি একা পথে হাটি পায়ের নিচে আজ খালি ভেজা মাটি ....


 (১১) নীল আকাশে মেঘের বাতাসে আকাশপটে কত যে স্বপ্নআঁকা রঙধনু রঙে আকাশে দেখি নীল রং হাসে ঠোঁট করে বাঁকা


 (১২) বৃষ্টি ভেজা দিনে বৃষ্টি ভেজা কিরণ নিত্য নতুন আনন্দে তাকেই করি বরণ ।


 (১৩) ভাল আছি ভাল আছি সখা তুমি বিনে............. কাছে থেকোনা দুরে যাও চলে শুধু অনুভবে থাকো শুধু অন্তরে থাকো ফোটা ফোটা বৃষ্টি হয়ে মিশে যাও জলে...... ভাল আছি ভাল আছি সখা তুমি বিনে.......


 (১৪) মেঘ গুড় গুড় মেঘলা দিনে কালো মেঘের সাজ গুড়ুম গুড়ুম শব্দে খালি পড়ে ভাজ ।


 (১৫) মেঘের খেয়ার ভেসে যাব অচিনপুরের দেশে দেশা দেশান্তরে বেড়াব ঘুরে রাজকন্যার বেশে ।


 (১৬) মেঘলা দিনের ঠান্ডা হাওয়া রিমঝিম বৃষ্টির বেলা মনে পড়ে যায় সেই দিনগুলি শৈশবে বৃষ্টি নিয়ে খেলা |


 (১৭) রিমঝিম রিমঝিম এই বাদল দিনে তুমি ছাড়া কিছুতে কেন মন লাগে না ।। ঝিরঝির হাওয়া চঞ্চল মেঘে মন চায় মন চায় তোমাকে নিতে চিনে

Thursday, February 6, 2020

পহেলা ফাল্গুন শুভেচ্ছা এসএমএস ফেসবুক স্ট্যাটাস | বসন্তের এসএমএস শুভেচ্ছা কবিতা

পহেলা ফাল্গুন শুভেচ্ছা এসএমএস  ফেসবুক স্ট্যাটাস | বসন্তের এসএমএস শুভেচ্ছা কবিতা    


বাংলা পহেলা ফাল্গুন এসএমএস, পহেলা ফাল্গুনের শুভেচ্ছা বক্তব্য, বসন্তের শুভেচ্ছা এসএমএস। ফাল্গুনী শুভেচ্ছা। ফাগুনের শুভেচ্ছা। বসন্তের এসএমএস,  ফাল্গুনের কবিতা, ছন্দ, ছড়া, ফেসবুক স্ট্যাটাস। বসন্তের কবিতা,  ফাল্গুনের ভালোবাসা এসএমএস। বসন্ত ষড়ঋতুর শেষ ঋতু। ফালগুন এবং চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু। বসন্ত ঋতুর আগমন ঘটে শীত চলে যাবার পর এবং গ্রীষ্ম আসার আগে। পহেলা ফাল্গুনের নতুন এসএমএস। Pohela Falgun. পহেলা ফাল্গুনের ছন্দ।

১। ধরণী আজ উঠিছে সাজি
মনের দক্ষিণ দার খুলে দেবো আজি
মাতাল হবো সুখে আজকে অনন্ত
সার্থক হবে ফাগুন, সার্থক বসন্ত।

২। বসন্ত মাস ভালোবাসায় ভরপুর
তুমি আর আমি ঘুরবো সারা দুপুর
বসন্তের ফুল গুজে দেবো তোমার খোপায়
ভালোবাসার এটাই তো সেরা সময়।৩। আসমান জমিন মিশে গেছে বসন্তেরই পরশে
সবার হৃদয় ছুয়ে গেছে অকাল প্রেমের আবেশে
ভালোবাসার জোয়ার ওঠে বসন্তের কূলে,
সেই জোয়ারে যুব-যুবতীর প্রাণ ওঠে দুলে ।
৩। সকাল বেলা ঘুম থেকে উঠে যেই মেলেছি আখি
সামনে যকে দেখেছে সেজন কি তুমি?
বাসন্তি রঙ শাড়ীতে আজ লাগছে অপরূপা
খোলা চুলে জবা ফুলে বেঁধেছো ঐ খোপা।

৪। ভালোবাসার এই ফাগুনে
যদি হই পাগলা হাওয়া,
ভাবনার গভীর দেশে
হারিয়ে নিবিড় পাওয়া ।

৪। কত বসন্ত আসে
কত বসন্ত চলে যায়
কত কোকিলের পথ হারিয়ে
কণ্ঠ থেমে যায় অবলীলায়।
শুধু আমি কোথাও যেতে পারলাম না
তোমাকে ছেড়ে কোথাও না।

৫। দেখো বসন্তের বাতাস বইছে আজি
এসো বসন্তের রঙ্গে সাজি
আজ ঘরে ফিরতে চাইছে না যে
আমার এ মনের মাঝি।

৬। প্রেম ফাগুনের হাওয়া যখন লাগে আমার গায়
উদাস হয়ে যায়রে বন্ধু, মন যে তোমার নায়।
তোমায় ভালবাসতে চায়রে বন্ধু কাছে পেতে চায় ।
তোমার পায়ের ধূলো পরে যখন আমার আঙ্গিনায়
ধন্য আমার ভালবাসা ফুল ফোঁটা মন বাগিচায়,
আমার বাকি জীবন চায়রে বন্ধু তোমার থাকতে চায়।

৭। প্রথম ফাগুন দিনে
একগুচ্ছ গোলাপ দিলেম কিনে।
সেই সে গোলাপ
ফুটেছিল সাহারার প্রান্তরে
একটি একটি করে।


৮। চেনা সুর অচেনা রঙ একেলা পথের মাঝে
হাত বাড়িয়ে দাঁড়িয়ে রই ফাল্গুন এসেছে
তাই তোমায় দিলাম ফাল্গুনের শুভেচ্ছা।
শুভ হোক ফাল্গুন।
৯। হয়তো ফুটেনি ফুল রবীন্দ্র-সঙ্গীতে যতো আছে,
হয়তো গাহেনি পাখি অন্তর উদাস করা সুরে বনের কুসুমগুলি ঘিরে।
আকাশে মেলিয়া আঁখি তবুও ফুটেছে জবা, দূরন্ত শিমুল গাছে গাছে,
তার তলে ভালোবেসে বসে আছে বসন্তপথিক ।

১০। বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিলো নেশা, বসন্ত এসে গেছে
মধুরও অমৃত বানী বেলা গেলো সহজেই, মরমে উঠিলো বাজি বসন্ত এসে গেছে।

১১। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত
শান বাধানো ফুটপাতে
পাথরে ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ
কচি কচি পাতায় পাজর ফাটিয়ে হাসছে।
ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত।

১২। মেঘ কে দূত বানিয়ে যে চিঠি পাঠালে অজানার ঠিকানায়
তাতে লাগুক দখিনা হাওয়া
সমীরণ ছেড়ে নিমজ্জিত হোক পৃথিবীর রুক্ষ বুকে
কমলতাই উদ্ভাসিত হোক বশুমতি
বসন্তের ফুলের সৌরভে মুখরিত পৃথিবীর অপার মহিমা
দোলা দিক লোকের মনে মনে
কামনাই বাধি বুক আর তোমাকে পাঠাই
ফাল্গুনের পরিস্ফুট প্রথম ফুলকলি স্পর্শের অসীম সুখ।

১৩। সূর্য-ঘড়ি সাত সকালে,
ফাগুন রাঙ্গা শাড়ি পড়ে দিন গোনে আজ কার?
বাসন্তিরা সবুজ টিপে,
লাল সাদা আর হলুদ পাড়ে হাত ধরেছে তার

১৪। আজি এ বসন্ত দিনে বাসন্তী রঙ ছুয়েছে মনে
মনে পরে তোমাকে ক্ষণে ক্ষণে চুপি চুপি নিঃশব্দে সঙ্গোপনে
ফাগুনের রঙে রেঙেছো তুমি, না বলা কথা আজ বলবো আমি
হৃদয়ের ডাক শুনবে কি তুমি?

১৫। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।
আমার আপন হারা প্রাণ
আমার বাধন ছেঁড়া প্রাণ।

১৬। বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে
সই গো বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে।

১৭। ফাগুনের প্রথম সকালে
মেঘের কাছে পাঠালাম চিঠি
সে চিঠি হারিয়ে যাবে কিনা আছলের আচমকা বাতাসে
তবুও প্রতি ফাগুনে পাথাবো চিঠি
আকাশের খোলা খামে
সবাইকে ফাল্গুনের অনেক শুভেচ্ছা।


১৮। আজি বসন্ত জাগ্রত দ্বারে।
তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে কোরো না বিড়ম্বিত তারে।
আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো,
আজি ভুলিয়ো আপনপর ভুলিয়ো,
১৯। আজি আসিয়াছে বসন্ত, গাছে গাছে ফুটিয়াছে ফুল;
গজিয়াছে নব পল্লব, পাখিরা করিছে কলরোল।
প্রকৃতি সাজিয়াছে অপরূপ সাজে,
জনমনে প্রফুল্লতা সর্ব কাজে।

২০। মাঘের অস্থি কম্পিত শীত পালিয়ে
হলো ঋতু রাজের নব জাগরণ ;
ফাগুনের মিষ্টি রোদ্দুর কিরণে
চিত্তে জাগে আহ্লাদের শিহরণ।

বাংলা পহেলা ফাল্গুন এসএমএস, পহেলা ফাল্গুনের শুভেচ্ছা বক্তব্য, ফাগুনের শুভেচ্ছা। ফাল্গুনী শুভেচ্ছা। ফাগুনের শুভেচ্ছা। ফাল্গুনের কবিতা, ছন্দ, ছড়া, ফেসবুক স্ট্যাটাস। ফাল্গুনের ভালোবাসা এসএমএস। বসন্ত ষড়ঋতুর শেষ ঋতু। ফালগুন এবং চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু। বসন্ত ঋতুর আগমন ঘটে শীত চলে যাবার পর এবং গ্রীষ্ম আসার আগে। পহেলা ফাল্গুনের নতুন এসএমএস। Pohela Falgun. পহেলা ফাল্গুনের ছন্দ।

Wednesday, February 5, 2020

এক নজরে ২০২০ সালে সরকারি ছুটির তালিকা

এক নজরে ২০২০ সালে সরকারি ছুটির তালিকা 

নতুন বছরের ক্যালেন্ডার অনুযায়ী, ২০২০ সালে মোট সরকারি ছুটি ২২ দিন। এর মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন। আর নির্বাহী আদেশে ছুটি ৮দিন।


এছাড়া মুসলিমদের জন্য ঐচ্ছিক ছুটি রয়েছে ৫ দিন, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ঐচ্ছিক ছুটি ৮ দিন, খ্রিস্টানদের জন্য রয়েছে ৮ দিন ও বৌদ্ধদের জন্য ৫ দিন।
সাধারণ ছুটিসমূহ

২১ ফেব্রুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস;

২৬ মার্চ, স্বাধীনতা ও জাতীয় দিবস; ১ মে, মে দিবস; ৬ মে, বুদ্ধ পূর্ণিমা; ২২ মে, জুমাতুল বিদা; ২৫ মে, ঈদ-উল-ফিতর; ১ আগস্ট, ঈদ-উল-আযহা; ১১ আগস্ট, শুভ জন্মাষ্টমী; ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস; ২৬ অক্টোবর, দুর্গাপূজা (বিজয়া দশমী); ৩০ অক্টোবর, ঈদ-ই-মিলাদুন্নবী (সা.); ১৬ ডিসেম্বর, বিজয় দিবস; ২৫ ডিসেম্বর, যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) সহ মোট ১৪ দিন।


নির্বাহী আদেশে সরকারি ছুটিসমূহ
৯ এপ্রিল, শব-ই-বরাত; ১৪ এপ্রিল নববর্ষ; ২১ মে, শব-ই-ক্বদর; ২৪ ও ২৬ মে, ঈদ-উল-ফিতর (ঈদের পূর্বের ও পরের দিন); ৩১ জুলাই ও ২ আগস্ট, ঈদ-উল-আযহা (ঈদের পূর্বের ও পরের দিন); ৩০ আগস্ট, আশুরা-সহ মোট ৮ দিন।


ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব)সমূহ হচ্ছে- ২৩ মার্চ, শব-ই-মিরাজ; ২৭ মে, ঈদ-উল-ফিতর (ঈদের পরের ২য় দিন); ৩ আগস্ট, ঈদ-উল-আযহা (ঈদের পরের ২য় দিন); ১৪ অক্টোবর, আখেরি চাহার সোম্বা; ২৭ নভেম্বর, ফাতেহা-ই-ইয়াজদাহম-সহ মোট ৫ দিন।

ঐচ্ছিক ছুটি (হিন্দু পর্ব) সমূহ
২৯ জানুয়ারি, শ্রী শ্রী সরস্বতী পূজা; ২১ ফেব্রুয়ারি, শ্রী শ্রী শিবরাত্রি ব্রত; ৯ মার্চ, শুভ দোলযাত্রা; ২২ মার্চ, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব; ১৭ সেপ্টেম্বর, শুভ মহালয়া।
২৫ অক্টোবর, শ্রী শ্রী দুর্গাপূজা (নবমী); ৩০ অক্টোবর, শ্রী শ্রী লক্ষ্মী পূজা; ১৪ নভেম্বর, শ্রী শ্রী শ্যামা পূজা-সহ মোট ৮ দিন।


ঐচ্ছিক ছুটি (খ্রিস্টান পর্ব) সমূহ
১ জানুয়ারি, ইংরেজি নববর্ষ; ২৬ ফেব্রুয়ারি ভস্ম বুধবার; ৯ এপ্রিল, পুণ্য বৃহস্পতিবার; ১০ এপ্রিল, পুণ্য শুক্রবার; ১১ এপ্রিল, পুণ্য শনিবার; ১২ এপ্রিল, ইস্টার সানডে; ২৪ ও ২৬ ডিসেম্বর, যিশু খ্রিস্টের জন্মোৎসব (বড় দিনের পূর্বের ও পরের দিন)-সহ মোট ৮ দিন।


ঐচ্ছিক ছুটি (বৌদ্ধ পর্ব)সমূহ
৮ ফেব্রুয়ারি, মাঘী পূর্ণিমা; ১৩ এপ্রিল, চৈত্র সংক্রান্তি; ৪ জুলাই, আষাঢ়ি পূর্ণিমা; ২ সেপ্টেম্বর, মধু পূর্ণিমা (ভাদ্র পূর্ণিমা); ১ অক্টোবর, প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)-সহ মোট ৫ দিন।


ঐচ্ছিক ছুটি (পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য) সমূহ হচ্ছে- ১২ ও ১৫ এপ্রিল, বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসমূহের অনুরূপ সামাজিক উৎসব-সহ মোট ২ দিন।

Sunday, February 2, 2020

স্বামী স্ত্রীর ভালবাসার sms - bangla love sms for wife -স্বামী স্ত্রীর প্রেমের কবিতা

স্বামী স্ত্রীর ভালবাসার sms - bangla love sms for wife -স্বামী স্ত্রীর প্রেমের কবিতাপুরুষদের এবং মহিলাদের দ্বারা আবিষ্কার ও উদ্ভাবন
পুরুষদের COLORS আবিষ্কৃত এবং পেইন্ট উদ্ভাবিত,
নারী PAINT আবিষ্কৃত এবং মেকআপ উদ্ভাবিত.
পুরুষদের শব্দ আবিষ্কার করেন এবং কথোপকথন উদ্ভাবিত,
নারী কথোপকথন আবিষ্কৃত এবং পরচর্চা উদ্ভাবিত.

প্রত্যেক সফল মানুষের পিছনে
একটি সন্তুষ্ট মহিলার আছে.
কিন্তু প্রতি সন্তুষ্ট মহিলার পিছনে.
একটি exausted মানুষ আছে.

প্রেম জীবন নয়,
লাইফ স্ত্রী
WIFE ছুরি নয়
এবং
ছুরি বিপজ্জনক


প্রেমের একটি দীর্ঘ মিষ্টি স্বপ্ন ভালো হয়
এবং বিবাহ একটি অ্যালার্মঘড়ি হয়.
সুতরাং আপনার পর্যন্ত একটি মিষ্টি স্বপ্ন আছে
বিপদাশঙ্কা আপনি জেগে উঠছে.
শুভ অবিবাহিত জীবন.

পিকনিক নেভিগেশন স্বামী এবং স্ত্রীর.
একটি গাধা খাওয়া ঘাস ছিল.
স্ত্রী বলেন,: আপনার আত্মীয় খাওয়া ঘাস দেখুন, উচ্চ বলুন
স্বামী বলেন,: শ্বশুর হ্যালো.


দম্পতি তারা যৌন সম্পর্ক করতে চান যখনই তারা বলবেঃ একমত যে-
"চলুন শুরু করা যাক একটি ফোন কল করতে"
1 তিনি রান্নাঘরে ব্যস্ত ছিল যখন দিনের মানুষ Tel মায়ের তার পুত্র পাঠানো.
এর: মায়ের, তিনি একটি ফোন কল করতে পারেন, তাই বাবা মি তোমার জিজ্ঞাসা.
মায়ের: কাভারেজ এলাকার Tel তোমার দর্শন লগ করা ছুটা.
বাবা: তিনি নাকিসুরে সেমি যদি আমি অন্যত্র D CAL করতে হবে যে টেলিফোন উর মায়ের যান.
মায়ের: আমি এখানে একটি কল সেন্টার খুলে দেবে হলে Tel উর বাবা যান.


নারী বানান "ওয়াট" দিয়ে শুরু হয় কেন তোমার কি জানেন ?
Becoz বিশ্বের সকল প্রশ্নের ওয়াট দিয়ে শুরু হয় ..
কি ?
কেন ?
কে ?
যখন ?
যেটি ?
যেখানে ?
যাহাকে ?
নারী?:-ডি


দোষী কে?
রাতে dreaming স্ত্রী হঠাৎ নাম.
দ্রুত ...! আমার স্বামী ফিরে.
ম্যান আপ পায়, উইন্ডো আউট উঁচুতে লাফাতে এবং Realises.
"Dammit তোমার স্বামী am".

ডাক্তার:Madam, আপনার স্বামী বিশ্রাম প্রয়োজন
এবং কিছু ঘুমের বড়ি তাই এখানে pease হয়.
স্ত্রী: Doc, যখন আমি তাকে তাদের দিতে হবে?
ডাক্তার:তারা আপনার জন্য.!!দুই বধির পুরুষদের আলোচনা করছে
সাইন ভাষা ব্যবহার করে তাদের wives.
1ST: যখন আপনি কি করতে হবে
আপনার স্ত্রী অভিযোগ শুরু.
2ND: শুধু শোনা বন্ধ
1ST: কিভাবে ...?
2ND: আমি লাইট বন্ধ করে


জাপানি একটি ক্যামেরা উত্পাদিত হয়েছে
যে যেমন একটি দ্রুত শাটার স্পিড আছে
এটা তার মুখ বন্ধ সঙ্গে একটি মহিলা একটি ছবি গ্রহণ করতে পারেন!

এটি একটি পুরানো বলছে.
ঘুমের সময় টান দূরে রাখুন.
.
.
.
কিন্তু আমি জানি না কেন মানুষ
এখনও তাদের wives সঙ্গে ঘুমের.


একটি সম্প্রতি বহিস্কার
স্টক ব্যবসায়ী বলেন, ...
"এই তালাক চেয়ে খারাপ হয় ...
আমি সবকিছু হারিয়ে
এবং
আমি এখনও আমার স্ত্রী আছে ... "

একটি স্ত্রী যখন জিজ্ঞাসা করা হয়েছিল: আপনি সবচেয়ে কি বই পছন্দ করেন?
তিনি উত্তর: আমার স্বামী এর চেক বই.


একটি স্ত্রী একটি ফ্রাইং প্যান সঙ্গে তার স্বামী আঘাত.
স্বামী: জন্য যে কি ছিল ..?
স্ত্রী: আমি আপনার পকেটে একটি কাগজ পাওয়া যায় নি
এটি সম্পর্কে নাম Jenny সঙ্গে.
স্বামী: আমি গত সপ্তাহে একটি রেসে অংশ নেন
এবং জেনি আমার ঘোড়ার নাম ছিল.
স্ত্রী: দুঃখিত ..!
পরের দিন আবার স্ত্রী ফ্রাইং প্যান সঙ্গে তাকে আঘাত
স্বামী: এখন কি ..?
স্ত্রী: তোমার ঘোড়া কোনটা […]


একটি নতুন Wed স্ত্রী স্বামী!
আমি আপনার জন্য বিশ্বের শেষে যেতে পারে
স্ত্রী:ধন্যবাদ,কিন্তু আমার প্রতিজ্ঞা
আপনি আপনার জীবনের বাকি জন্য সেখানে থাকতে হবে.


একটি মানসিক জরিপ প্রতিবেদন:
যখন 2 দম্পতিরা অভিহিত মুখোমুখি আসা,
Wives প্রতিটি অন্যের তাকান
শহিদুল
&
স্বামী প্রতিটি অন্যের স্ত্রীদের তাকান ...:-ডি


একজন মহিলার যদি আপনি একটি ধনকুবের করতে পারেন?
.
.
.
হ্যাঁ! আপনি একটি Billionaire হন তাহলে ..!!


একজন মানুষ, একটি দৈত্য পূরণ.
দৈত্য তিনি চায় যাই হোক না কেন জন্য অনুরোধ করতে পারেন তাকে বলে,
কিন্তু তার শাশুড়ী সে পায় কি ডবল পায়.
মানুষের জন্য একটি মুহূর্ত মনে করে এবং বলেছেন,
ঠিক আছে, আমাকে একটা মিলিয়ন ডলার দিতে
আমি অর্ধমৃত না হওয়া পর্যন্ত এবং আমাকে বীট.


একজন মানুষ আপনার স্ত্রী হাসিল করে নেয় যখন
আর কোন ভাল প্রতিশোধ আছে
তাকে রাখা যাক তার.


আমি না, কারণ আপনি কে আপনাকে ভালোবাসি,
কিন্তু কারণ আমি সাথে থাকি যখন অনলাইনে যারা.


এক গাছ একটি বন শুরু করতে পারেন,
এক হাসি একটি বন্ধুত্ব শুরু করতে পারেন
এক স্পর্শ প্রেম এবং যত্ন দেখাতে পারেন
আপনার মত একজন ব্যক্তিকে জীবিত মূল্য জীবন করতে পারেন!আমার স্ত্রী এবং আমি
খুশি ছিলাম 20 বছর.
আমরা পূরণ আর.আপনি কি জানেন
নারী বানানটি ডব্লিউ সঙ্গে শুরু হয়.?
কারণ
বিশ্বের সকল প্রশ্নের ডব্লিউ সঙ্গে শুরু হয়.!
যথা.
কে
কেন
কি
যখন
যেটি
যাহাকে
যেখানে
স্ত্রী ...?


অ্যাংরি স্বামী শ্বশুর এসএমএস পাঠানো:
"আপনার ব্যবহার করা উত্পাদনটি আমার যোগ্যতা সভা না."
শ্বশুর স্মার্ট:
"ওয়্যারেন্টি মেয়াদ শেষ হয়ে গেছে, প্রস্তুতকর্তা দায়ী না .. "

Saturday, February 1, 2020

ভুলের sms | ক্ষমা চাওয়ার স্ট্যাটাস | সরি বলার মেসেজ | সরি বলার sms

ভুলের sms | ক্ষমা চাওয়ার স্ট্যাটাস | সরি বলার মেসেজ | সরি বলার sms(১) আচ্ছা তুমি যদি আমার মতন ভুলটা করতে,তাহলে এমন রেগে থাকলে তোমার ভালো লাগত? আমি বলছি তো অ্যাম সরি...ক্ষমা করে দাও প্লিজ?


 (২) আমাদের দুজনের মধ্যে তুমি সবসময়ই বেশি পরিনতবয়্স্কা আর বুদ্ধিমান...দয়া করে প্রতিবারের মতন এবার ক্ষমা করে দাও..


 (৩) আমার উপর রেগে থাকা তোমার প্রতিটি মিনিটের জন্যে তুমি নিজের জীবন থেকে খুশীর ৬০টি করে সেকেন্ড হারাচ্ছ...


 (৪) আমার কথা না ভাবো,আমাদের এতদিনের সম্পর্কটার কথা ভেবে আজ আমায় ক্ষমা করে দাও...আর কখনও এমন হবে না...


 (৫) আমার চোখের জল তোমায় সেই ক্ষমা চাওয়ার বার্তাটুকু দিতে চাইছে যেটা আমার মন তোমাকে বোঝাতে পারছে না কোনভাবেই...প্লিজ ক্ষমা করে দাও...


 (৬) আমার মিথ্যা তোমায় দিয়েছে অনেক কষ্ট, দেরিতে হলেও বুঝেছি আমি,বুঝেছি আমি স্পষ্ট.. কথা দিচ্ছি তোমায় এমন হবে না কখনো আর,এবারের মতন ক্ষমা করে দাও প্লিজ সোনা আমার.. একটু হাসো,অনেক হলো কান্নাকাটি রাগ,ভালো লাগছে না আমার যে আর ঝগড়া-ঝাঁটি-বিবাদ!


 (৭) আমার সবচেয়ে খারাপ সময়ে আমার সঙ্গ দেওয়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ...


 (৮) আমি আমার ভুল থেকে এবং তোমার চোখের জল দেখে বুঝতে পেরেছি যে দোষটা আমারই ছিল... ক্ষমা করে দাও প্লিজ্...


 (৯) আমি খুব দুঃখিত জেলাস হওয়ার জন্যে..কিন্তু আমি যে তোমায় ভালবাসি...আর তাই তোমাকে হারাতে ভীষণ ভয় পাই..


 (১০) আমি চাই তোমায় হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাতে, কিন্তু তোমার জন্যে আমার হৃদয়ে গভীরতার যে অন্ত নেই...


 (১১) আমি জানি আমার বেস্ট ফ্রেণ্ড আমার উপর রাগ করে বেশীক্ষণ থাকতেই পারবে না...তাও বলছি,মন থেকে sorry!!


 (১২) আমি জানি যে আমি যা করেছি তা বোকামি... আবেগের বশে আমি ভুল করে ফেলেছি... ইচ্ছা করে তোমায় আঘাত করতে চাই নি আমি..এবারের মতন ক্ষমা করে দাও..


 (১৩) আমি জানি তোরা আজ আমার কারণে কষ্ট পেয়েছিস...রাগের মাথায় হয়তো বেশীই বলে ফেলেছি একটু...পারলে আমায় ক্ষমা করে দিস...


 (১৪) আমি জানি তুমি কতটা রেগে আছ..আর তোমার মনের মধ্যে এখন কি চলছে.. তাই আশা করি তুমিও বুঝতে পারছ যে এই সব কিছুর জন্যে আমি কতটা দুঃখিত.. ক্ষমা করে দাও প্লিজ


 (১৫) আমি জানি না যে কি করলে আমাদের মধ্যে সবকিছু আবার আগের মতন হয়ে যাবে.. কিন্তু শুরুটা আমি করতে চাই আই আম সরি বলে.. আমি সত্যিই দুঃখিত..


 (১৬) আমি যা করেছি তা নিতান্তই কষ্ট আর রাগ থেকে করেছি...হয়ত ভুল করেছি,তাই আমি দুঃখিত...


 (১৭) আমি যা করেছি তা বোকামি ছিল, সবকিছু আগের মতন করে দেওয়ার ক্ষমতা থাকলে আমি এখুনি তা করে দিতাম, আমি মন থেকে কখনো চাই নি তোমাকে আঘাত করতে, তাই ভীষণ দুঃখিত...


 (১৮) আমি শব্দের মাধ্যমে বোঝাতে পারব না যে আমি সবকিছুর জন্যে কতটা দুঃখিত! মনে মনে আমার অনুতাপ আজ ব্যথার চেহারা নিয়েছে... এবার তো আমাকে ক্ষমা করে দাও!


 (১৯) আমি হয়ত পারিনি তোমার জীবনটাকে আমার করে নিতে... কিন্তু তুমি তো পারতে আমার জীবনটাকে তোমার করে নিতে ???ভুলটা না হয় আমারি ছিলো... শুধরানোর অধিকার কি তোমার ছিলো না ?


 (২০) আমি হয়ত পারিনি তোমার জীবনটাকে আমার করে নিতে... কিন্তু তুমি তো পারতে আমার জীবনটাকে তোমার করে নিতে ???ভুলটা না হয় আমারি ছিলো... শুধরানোর অধিকার কি তোমার ছিলো না ???


 (২১) আমরা যদি নিজের প্রতি ভালবাসায় অন্ধ হয়ে নিজের সব ভুল ক্ষমা করে দিতে পারি, তাহলে অন্য কেউ কিছু ভুল করার পর ক্ষমা চাইলে তাকে ক্ষমা করতে পারব না কেন?


 (২২) এ পৃথিবীতে তারাই এক সাথে থাকেতে পারে....... যারা ক্ষমা করতে জানে... যারা ক্ষমা করতে জানে না, তারা এ পৃথিবীতে কোটি কোটি মনুষের ভিড়েও একা হয়ে থেকে যায়...


 (২৩) একটা সময় আমার চেয়ে একাকী কেউ ছিল না...কিন্তু তুই আমার বেস্ট ফ্রেণ্ড হয়ে আমার সব একাকিত্ব কেড়ে নিয়েছিস...থ্যাঙ্ক ইউ রে...


 (২৪) এবার তো কথা বল..আর কতক্ষন রাগ করে থাকবে.. বলছি তো sorry ...


 (২৫) কখনো কখনো কারো কাছে ক্ষমা চাওয়া পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা হয়ে দাঁড়ায়.. কিন্তু এই কাজটাই সম্পর্ক নামে জীবনের সবচেয়ে মূল্যবান উপহারটাকে ঠিক রাখার জন্যে সবচেয়ে সহজ কাজ..


 (২৬) কখনো কাউকে তোমার কোনো অনুভুতি বা ভাবনার জন্যে সরি বোলো না.. সেটা অনেকটা সঠিক হয়েও ক্ষমা চাওয়ার মতন শোনাবে..


 (২৭) কিছু লোক আছে যাদের স্বভাবই হল জেনেশুনে ভুল করা এবং তারপরে একটা sorry তে কাজ মিটিয়ে নেওয়া... তারা জানেই না যে Sorry শব্দটির আভ্যন্তরীণ তাত্পর্য কতটা গুরুত্বপূর্ণ...


 (২৮) কিছু সত্যি এতটাই ঝাঁঝালো হয় যে তাদেরকে লুকিয়ে রাখাটাই ভালো.... আশা করি ভবিষ্যতে কথাটা মনে রাখবে...


 (২৯) কেউ তোমাকে বারবার সরি বলে মানাতে চাইলে এটা ভেবো না যে তার কোনো পার্সোনালিটি নেই... বরং বোঝার চেষ্টা কোরো যে তুমি তার জীবনে এতটাই গুরুত্বপূর্ণ যে সে কোনভাবেই তোমাকে হারাতে চায় না...


 (৩০) কষ্ট পেতে পেতে এ মন হয়ে গেছে পাথর,,তুমি আর কষ্ট দিওনা,,তুমি তোমার একটু ছোয়াতে আমার এই পাথর হৃদয় টাকে নরম করে দাও....॥


 (৩১) ক্ষমা করে দিলে অতীত হয়তো চেঞ্জ হয়ে যাবে না,কিন্তু ভবিষ্যতটা সুন্দর হয়ে উঠবে...


 (৩২) কয়েকটা শব্দ দিয়ে হয়তো আমার পক্ষে এটা বোঝানো সম্ভব না যে আমি কতটা দুঃখিত এই অনিচ্ছাকৃত ভুলটার জন্যে.. কিন্তু সত্যি সত্যি আমি ক্ষমাপ্রার্থী এই সবকিছুর জন্যে..


 (৩৩) যে নিজের ভুল হলে মাথা ঝুঁকিয়ে ক্ষমা চাইতে জানে,তার হৃদয় সত্যিকারের ভালবাসতে জানে..


 (৩৪) যে নির্বিবাদে সবাইকে ক্ষমা করতে পারে,তার মন সত্যিই অনেক বড়...


 (৩৫) তোমাকে কষ্ট দিয়ে আমি নিজেও তো খুব কষ্ট পাচ্ছি বাবু...প্লিজ আমায় বোঝার চেষ্টা কর...এবারকার মতন ক্ষমা করে দাও...


 (৩৬) তোমার দেওয়া ভালোবাসার কারণে আমার জীবন থমকে দাড়িয়েছে____ এমন তো কথা ছিলো না তবে কেনো তুমি আমার সাথে এমন করলে? জানি তুমি আমার কথার জবাব দিতে পারবে না____ তবু ও বলবো ভালো থেকো____


 (৩৭) তোমায় আমি ভালোবাসি সত্যি ভালোবাসি......তুমি আমার জীবনের একমাত্র সাথী... আমার কোনো কথায় যদি সত্যি আযাত পাও... পারলে এই হতভাগ্য মানুষটাকে খমা করে দাও.... এই কতাদিন আমি শুধু কঁদেছি অঝোর ধারায়.... তুমি ছাড়া আমার জীবনে নেই কেও এই ধরায়....


 (৩৮) তুমি চলে গিয়ে কষ্ট পেয়েছি কতটা জানি না..কিন্তু শিক্ষা পেয়েছি প্রচুর.... আমাকে মানসিকভাবে এতটা শক্ত করে দেওয়ার জন্য ধন্যবাদ..


 (৩৯) তুমি তো জানো যে তোমার কিছু না বলাটা আমার কাছে আরও বেশী বড় শাস্তি সোনা...প্লিজ কথা বল সোনা...আর কষ্ট দিও না আমায়...


 (৪০) দুখের বোঝা আমার ঘারে চাপিয়ে দিয়ে তুমি যদি সুখী হতে পারো তবে সুখে থেকো____ আমি তোমার সুখ দেখতে চাই____


 (৪১) দুখের বোঝা আমার ঘারে চাপিয়ে দিয়ে তুমি যদি সুখী হতে পারো তবে সুখে থেকো____ আমি তোমার সুখ দেখতে চাই____আর তাও যদি তোমার আমায় দোষী মনে হয়ে থাকে,তাহলে Im sorry


 (৪২) ধন্যবাদ সবকিছুর জন্যে...আমি জানি মাঝে মাঝে হয়তো আমাকে সহ্য করা কঠিন হয়ে পড়ে, তারপরেও আমার বন্ধু হয়ে থাকার জন্য,আমায় ভালবাসার জন্য ধন্যবাদ...


 (৪৩) ভুল করে যদি কোনো ভুল করে থাকি, তবে তা ভুল ভেবেই ভুলে যেও.. আর শুধু ভুলটাকেই ভুলে যেও, ভুল করেও আমাকে ভুলে যেও না..


 (৪৪) ভুল হয়ে গেছে সোনা,এবারকার মতন ক্ষমা করে দাও...


 (৪৫) ভুলত আমিই করেছি,তাইত অবিরত কেদেই যাচ্ছি।এই কান্না তুমি না আসলে শেষ হবে না। কিন্তু একটাই প্রশ্ন ভুল কি আমি একাই করেছি, তোমার কি ভুল ছিলনা, তুমি আবার আমার বুকে ফিরে আসো, আমি তোমার অপেক্ষায় থাকব..


 (৪৬) ভুলত আমিই করেছি,তাইত অবিরত কেদেই যাচ্ছি।এই কান্না তুমি না আসলে শেষ হবে না। কিন্তু একটাই প্রশ্ন ভুল কি আমি একাই করেছি, তোমার কি ভুল ছিলনা, তুমি আবার আমার বুকে ফিরে আসো, আমি তোমার অপেক্ষায় থাকব।


 (৪৭) মনে কর আমরা একসাথে কত সুন্দর মুহূর্ত কাটিয়েছি...একসাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি.... সব মন থেকেই করেছি...আমি চাই নি আমাদের মধ্যে এই দুরত্বটা তৈরী করতে... দয়া করে আমায় একটা সুযোগ দাও এই দুরত্বের মাঝে একটা সেতু তৈরী করার.. কথা দিচ্ছি নিরাশ করব না তোমায়...


 (৪৮) সব কিছু আমায় শিখিয়ে দিলি কিছুই গ্রহন করলি না, সব কষ্ট আমার কেড়ে নিলি সুখটুকু নিলি না । ধন্যবাদ রে...


 (৪৯) সব ক্ষেত্রে sorry বলাটা শুধুমাত্র দুঃখ প্রকাশ করাই নয়... এটি সেই অসময়ে ভুল করে ঘটে যাওয়া কোনো ঘটনার অভিজ্ঞতাটিকে ভুলে সবকিছু আবার আগের মতন করতে চাওয়ার ইচ্ছার বহিঃপ্রকাশও বটে...


 (৫০) সব ঝগড়া মিটিয়ে নেওয়ার দাবি বা অনুরোধটা সবসময় যে ভুল করেছে তার দিক থেকেই আসতে হবে এমন কোনো কথা নেই.. সম্পর্কটা যদি মূল্যবান হয় তবে তা অন্যদিক থেকে আসলেও তাতে মাথা কাটা যাওয়ার মতন কিছু নেই..


 (৫১) সবার কাছে হাতজোড় করে ক্ষমা চাইছি,ক্ষমা করে দেবেন প্লিজ্...


 (৫২) সবচেয়ে দ্রুতগামী ঘোড়াটিও সেই শব্দগুলোকে ধরতে পারবে না যেটা রাগের মাথায় বলা হয়ে যায়... তাই আমি জানি আমি দোষী...আমার ভুল ছিল.... কিন্তু এবারকার মতন ক্ষমা করে প্লিজ আমাকে সুযোগ দাও নিজেকে শুধরে নেওয়ার...


 (৫৩) সহজেই ক্ষমা করে দেওয়াটা কিন্তু মিষ্টিভাবে নেওয়া বদলার মধ্যে পড়ে...


 (৫৪) হে আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও। আমিন।


 (৫৫) হতে পারি আমি তোমাকে মিথ্যে বলেছি..তবুও সেটা কি এটা প্রমান করতে পারে যে আমি তোমাকে ভালবাসি না? ভালবাসার মধ্যে যেমন স্নেহ, যত্ন থাকে তেমনি কিন্তু ভয়-ও থাকে..আমার ক্ষেত্রে তেমনিভাবে কাজ করেছে তোমার প্রতি ভয়টা... তাই এমন করে ফেলেছি.. ভুল বুঝো না আমায় সোনা... দিনের শেষে আমি তোমাকেই ভালবাসি..