Wednesday, March 8, 2023

রমজানের উপদেশ মূলক এসএমএস বার্তা | Ramadan Advice SMS Bangla

 রমজানের উপদেশ মূলক এসএমএস বার্তা | Ramadan Advice SMS Bangla 



এসএমএস ১: রমজান মাসের আনন্দ আর সুখের দিনগুলো আপনাদের সবার জন্য আমার দোয়া রইল। সবাইকে রমজানের সময় উপভোগ করতে হবে আর ইবাদত করতে হবে। আল্লাহ আপনাদের সবাইকে সুখ আর শান্তি দিন।


এসএমএস ২: রমজান মাসে সকল মুসলিমদের জন্য আমার সমস্ত প্রার্থনা রইল যে, সকল পাপ মাফ হয়ে যাক আর সবাই সঠিক ইবাদত করে জাক। আল্লাহ সবাইকে সঠিক পথে নির্দেশ করুক।


এসএমএস ৩: রমজানের আগমনের সাথে সবার হৃদয়ে সুখ আর আনন্দ উঠুক। আপনাদের সবার জন্য আমার দোয়া রইল যে, আপনার জীবন সব সময় সুখের হোক আর আল্লাহ সবাইকে সম্মান এবং শান্তি দিন.


এসএমএস ৪: রমজান মাস আপনাদের জন্য অদ্ভুত সুযোগ নিয়ে এসেছে যেন আপনি আল্লাহর নিকট আরও কাছে হোন। আল্লাহ আপনাদের সমস্ত ইবাদত গ্রহণ করুক আর সকল দুঃখ ও অশান্তি দূর করুক।


এসএমএস ৫: রমজান মাস আপনাদের জন্য সমস্ত ক্ষুদ্র দুর্ভাগ্য দূর করার সুযোগ নিয়ে এসেছে। আল্লাহ আপনাকে তাঁর কাছে নিকট হতে সাহায্য করুক আর আপনার জীবনে আনন্দ এবং শান্তি দিন।


এসএমএস ৬: রমজান মাস আপনাকে আল্লাহর নিকট নিজেকে সমর্পণ করার সুযোগ দেবে। সবাই ইবাদত করুন, আল্লাহ সকল ইবাদত গ্রহণ করবেন আর সবার প্রার্থনা কবুল হবে।


এসএমএস ৭: রমজান মাসে আল্লাহ আপনাদের আকর্ষণ করবেন আর আপনাকে তাঁর কাছে আনন্দ এবং শান্তি দিবেন। এই মাসে আল্লাহ আপনাদের পাপ মাফ করবেন আর সকল ইবাদত গ্রহ


এসএমএস ৮: রমজান মাস আপনাদের সমস্ত পাপ মাফ করে দেবে। এই মাসে আল্লাহ আপনাদের আল্লাহর নিকট নিজেকে পুনরুদ্ধার করার সুযোগ দেবেন। তাই ইবাদত করুন আর আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করুন।


এসএমএস ৯: রমজান মাস হলো আল্লাহর দরবারে আপনাদের জন্য আহবান করার সময়। আল্লাহ আপনাদের সকল ইবাদত গ্রহণ করবেন এবং আপনাদের পরিশ্রম সম্পূর্ণ করে দিবেন। আল্লাহ আপনাকে সমস্ত আশা ও প্রার্থনা পূর্ণ করুক।


এসএমএস ১০: রমজান মাস একটি সুযোগ যেন আপনি আল্লাহর কাছে নিজেকে পরিষ্কার করতে পারেন। এই মাসে আপনি সমস্ত পাপ মাফ করে দিতে পারেন এবং আল্লাহ আপনাকে নিজের আশা পূর্ণ করে দিবেন। তাই ইবাদত করুন এবং আল্লাহকে প্রার্থনা করুন।


এসএমএস ১১: রমজান মাস হলো আল্লাহর দরবারে উঠানের সময়। এই মাসে আপনি নিজের আত্মশুদ্ধি করতে পারেন এবং আল্লাহর নিকট নিজেকে পরিষ্কার করতে পারেন। আল্লাহ আপনাকে সকল কষ্ট থেকে মুক্ত করবেন এবং আপনার প্রার্থনা পূর্ণ করবেন। আর একটি বিশেষ বিষয়, রমজানে জকাত দেওয়া একটি মহান ইবাদত।


এসএমএস ১২: রমজান মাস হলো একটি সুযোগ যেন আপনি আল্লাহ কে নিজের নিজের সমস্ত জ্ঞান এবং দক্ষতা দেখাতে পারেন। এই মাসে আপনি আল্লাহর নিকট নিজের আত্মশুদ্ধি করতে পারেন এবং আল্লাহর সুপ্রসন্নতা লাভ করতে পারেন। তাই এই মাসে সকল প্রয়াস করুন আর আল্লাহ কে প্রার্থনা করুন যাতে আপনি নিজের বন্ধুত্ব ও প্রেম আল্লাহের সাথে মজুত করতে পারে। 

Sunday, March 5, 2023

রমজান মোবারক শুভেচ্ছা এসএমএস, বার্তা, মেসেজ | Ramadan Mubarak sms Bangla

রমজান মোবারক শুভেচ্ছা এসএমএস, বার্তা, মেসেজ | Ramadan Mubarak sms Bangla 

শুভ রমজান মাসে আপনাকে স্বাগতম। রমজান মাস ইসলামিক ক্যালেন্ডারের একটি পবিত্র মাস এবং মুসলিমদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আশা করি এই মাসটি আপনার জীবনে সমৃদ্ধ হোক এবং আপনি এই মাসে বেশি ইবাদত ও দুয়া করে সম্মানিত হন। রমজানে আপনার এসএমএস এর মাধ্যমে যেকোনো স্বাক্ষর মন্তব্য এবং শুভেচ্ছা প্রেরণ করা যেতে পারে।


রমজানের সেহরি ও ইফতার এর সময়সূচি 


"রমজান মোবারক! আল্লাহ আপনার সমস্ত ইচ্ছাগুলি পূর্ণ করুক এবং আপনাকে সমস্ত খুশি ও সমৃদ্ধি দিন।"


"রমজান মুবারক! আশা করি এই পবিত্র মাসে আপনি আল্লাহ তাআলার অদম্য করুণাময় দয়ার প্রাপ্তি করবেন এবং আপনার বেশি ইবাদত ও দুআ সম্পর্কে আরও জ্ঞান লাভ করবেন।"


"রমজান মুবারক! আশা করি এই মাসে আপনার সমস্ত দোআ পূর্ণ হোক এবং আপনি আল্লাহ তাআলার কাছে নির্ভয়ে প্রার্থনা করতে পারেন।"


"রমজান মুবারক! আপনার জীবনের সমস্ত কঠিন সময়কে সহনশীলতা এবং সম্মতি দিতে সাহায্য করুক। আশা করি আপনি এই পবিত্র মাসে আল্লাহ তাআলার নিকট আরও নিকট হতে পারবেন।"


"রমজান মুবারক! আশা করি আপনি এই মাসে আল্লাহ তাআলার কাছে নিজেকে নির্মল করবেন এবং নতুন শুরু করার উদ্বেগ পেতে পারবেন।"


"রমজান মুবারক! আশা করি আপনি এই পবিত্র মাসে আল্লাহ তাআলার দরবারে নিজেকে প্রদর্শন করবেন এবং সমস্ত ইবাদত





"রমজান মুবারক! এই মাসে আপনি আল্লাহ তাআলার কাছে প্রচুর দোআ করুন এবং আপনার জীবনের সকল ক্ষেত্রে বরকত ও সাফল্য কামনা করছি।"


"রমজান মুবারক! আশা করি আপনি এই মাসে আল্লাহ তাআলার পথে সকল ক্ষেত্রে সেবা করবেন এবং আল্লাহ তাআলার দরবারে আরও নিকট হতে পারবেন।"


"রমজান মুবারক! আশা করি আপনি এই পবিত্র মাসে আল্লাহ তাআলার কাছে নিজেকে নির্মল করবেন এবং আল্লাহ তাআলার পথে চলতে সক্ষম হবেন।"


"রমজান মুবারক! আশা করি আপনি এই পবিত্র মাসে আল্লাহ তাআলার কাছে প্রচুর ইবাদত করবেন এবং আপনার সকল কাজ সফলভাবে সম্পন্ন হবে।"


"রমজান মুবারক! আশা করি আপনি এই মাসে সকল দোআ পূর্ণ হোক এবং আপনার জীবনে সকল ক্ষেত্রে সাফল্য লাভ করুন।"



"রমজান মুবারক! আশা করি আপনি এই মাসে আল্লাহ তাআলার রহমত এবং মাফ পেতে সক্ষম হবেন এবং আপনার জীবনে সমস্ত খারাপ কাজ থেকে দূরে থাকবেন।"


"রমজান মুবারক! আশা করি আপনি এই মাসে আল্লাহ তাআলার নিরবতা এবং মুক্তি পেতে সক্ষম হবেন এবং সমস্ত মনকে শান্তি এবং সুখ দিতে পারবেন।"


"রমজান মুবারক! আশা করি আপনি এই মাসে সকল কাজে আল্লাহ তাআলার পথে সেবা করবেন এবং আপনার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সফলভাবে সাফল্য লাভ করবেন।"


"রমজান মুবারক! আশা করি আপনি এই মাসে আল্লাহ তাআলার পথে সেবা করে নিজেকে পরিষ্কার রাখবেন এবং আল্লাহ তাআলার রহমত এবং করুণার পাওয়ার আশা করছি। 

Friday, August 26, 2022

কোরান হাদীস বাংলা ইসলামিক এসএমএস sms

কোরান হাদীস বাংলা ইসলামিক এসএমএস sms

১০টি কাজের ১০টি গুন। (১) তাওবায়- গুনাহ নষ্ট হয়্। (২) ধোকায়- রিজিক নষ্ট হয়। (৩) গীবতে- আমল নষ্ট হয়। (৪) বদ চিন্তায়- হায়াত নষ্ট হয়্। (৫) ছদ্কায়- বিপদ-আপদ দূর হয়। (৬) গোস্বায়- আকল নষ্ট হয়। (৭) দূর্বল ঈমানে -দান-খয়রাত বন্ধ হয়। (৮) অহংকার- জ্ঞান নষ্ট করে। (৯) নেকী- পাপ নষ্ট করে। (১০) ন্যায় বিচার- জুলুম নষ্ট করে।


 আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (সাঃ) কে বলতে শুনেছেন ‘তোমরা বলতো যদি তোমাদের কারো বাড়ীর দরযায় একটি নদী থাকে আর সে তাতে প্রতিদিন পাঁচবার করে গোসল করে, তাহলে কী তার শরীরে কোনরূপ ময়লা থাকবে? জবাবে সবাই বলল, না তার শরীরে কোন ময়লা থাকবে না। রসূলুল্লাহ (সাঃ) বললেন, পাঁচ ওয়াক্ত নামাযের ব্যাপারটিও অনুরূপ। এর সাহায্যে আল্লাহ গুনাহসমূহের (ধুয়ে-মুছে) বিলোপ সাধন করেন। -বুখারী

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সাঃ)-কে জিজ্ঞেস করলাম, ‘কোন কাজটি আল্লাহর নিকট সবচাইতে প্রিয়? তিনি বললেন, ‘ঠিক সময়ে নামায আদায় করা।’ তিনি (আবদুল্লাহ) পুনরায় বললেন, এরপর কোন কাজটি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়? নবী (সাঃ) বললেন, ‘পিতামাতার সেবা ও আনুগত্য করা। তিনি আবারও জিজ্ঞেস করলেন, এরপর কোন কাজটি? জবাবে নবী (সাঃ) বললেন, ‘আল্লাহর পথে জিহাদ করা।

ওগো আল্লাহ ! আমি তোমার কাছে প্রার্থনা করছি সুস্থতা , স্বস্তি , বিশ্বস্ততা , উত্তম চরিত্র আর তাকদীরের প্রতি সন্তুষ্টি। [ বায়হাকী ]

 বান্দাহ যখন অপরাধ স্বীকার করে এবং তাওবা করে , তখন আল্লাহ তার তাওবা কবুল করেন। [ সহীহ বুখারী ] ব্যাখ্যা : তাওবা মানে ফিরে আসা। তাওবা করার অর্থ – অন্যায় , অপরাধ ও ভুল হয়ে গেলে তা স্বীকার করে সে জন্যে অনুশোচনা করা ও তা থেকে, ফিরে আসা এবং এমন কাজ আর কখনো না করার সিদ্ধান্ত নেয়া।

 যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন করবে , আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবেন। [ সহীহ মুসলিম ]

কোরান হাদীস বাংলা ইসলামিক এসএমএস sms
আয়না যেমন ময়লা দূর করতে এবং সাজ সৌন্দর্য গ্রহণ করতে সাহায্য করে , তেমনি একজন মুমিনের কর্তব্য তার মুমিন ভাইয়ের দোষ ত্রুটি দূর ও সুন্দর গুণাবলী অর্জন করার কাজে সাহায্য করা।

বান্দাহর উপর আল্লাহর অধিকার হলো , তারা কেবল তাঁরই আনুগত্য ও দাসত্ব করবে এবং তাঁর সাথে কোনো অংশীদার বানাবেনা । [ সহীহ বুখারী ]

শ্রেষ্ঠ কথা চারটি : ক. সুবহানাল্লাহ – আল্লাহ পবিত্র , খ. আল হামদুলিল্লাহ – সমস্ত প্রশংসা আল্লাহর , গ. লা – ইলাহা ইল্লাল্লাহ – আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, ঘ. আল্লাহু আকবর – আল্লাহ মহান। [ সহীহ মুসলিম ]

যদি আমি এই কোরআনকে কোন পাহাড়ের উপর নাযিল করিতাম তবে তুমি (হে মোহাম্মদ!) নিশ্চয় উহাকে আল্লাহর ভয়ে বিদীর্ণ ও অবনত দেখিতে পাইতে, এবং এই সকল দৃষ্টান্ত আমি মানুষের জন্য বর্ণনা করিতেছি যেন তাহারা চিন্তা করে ও কোরানের মর্যাদা বুঝিতে পারে।  –আল–কুরআনের বঙ্গানুবাদ (৫৯:২১) সূরা হাশ্‌র।

এবং যাহারা আল্লাহ্‌কে ভুলিয়াছে তোমরা কখনও তাহাদের মত হইও না। এবং তিনি তাহাদের জীবনের কল্যাণ হইতে তাহাদিগকে ভুলাইয়া রাখিয়াছেন, কেননা তাহারা বাস্তবিকই বেঈমান লোক।  – আল কুরআনের বঙ্গানুবাদ (৫৯:১৯) সূরা হাশ্‌র।

“তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং নেক কাজ করে, তাদের সাথে আল্লাহ তায়ালা ওয়াদা করেছেন, তিনি জমিনে তাদের অবশ্যই ক্ষমতা এবং কর্তৃত্ব দান করবেন- যেমনিভাবে তিনি তাদের আগের লোকদের ক্ষমতা এবং কর্তৃত্ব দান করেছিলেন, যে জীবন বিধান তিনি তাদের জন্য পছন্দ করেছেন তাও তাদের জন্য সুদৃঢ় করে দেবেন, তাদের ভীতিজনক অবস্থার পর তিনি তাদের অবস্থাকে শান্তিতে বদলে দেবেন, তারা শুধু আমারই গোলামী করবে, আমার সাথে কাউকে শরীক করবেনা; এরপরও যে তাঁর নাফরমানী করবে তারাই গুনাহগার”।  (সুরাহ আন নুরঃ ৫৫)
কোরান হাদীস বাংলা ইসলামিক এসএমএস sms


 আল্লাহ রাব্বুল আলামীন কুরআনে করীমে এরশাদ করেন,   "তোমরা জেনে রাখ যে, দুনিয়ার জীবন ক্রীড়া কৌতুক, শোভা-সৌন্দর্য, তোমাদের পারস্পরিক গর্ব-অহংকার এবং ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে আধিক্যের প্রতিযোগিতা মাত্র। এর উপমা হল বৃষ্টির মত, যার উৎপন্ন ফসল কৃষকদেরকে আনন্দ দেয়, তারপর তা শুকিয়ে যায়, তখন তুমি তা হলুদ বর্ণের দেখতে পাও, তারপর তা খড়-কুটায় পরিণত হয়। আর আখিরাতে আছে কঠিন আযাব এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি। আর দুনিয়ার জীবনটা তো ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়।"     [সূরা আল-হাদীদ, আয়াত: ২০]

হযরত আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন.  রাসূল (স) ইরশাদ করেন. একজন মুসলিমের প্রতি অন্য মুসলিমের ছয়টি অধিকার রয়েছে। যথা: ১.কোন মুসলমানের সাথে সাক্ষাত্‍ হলে তাকে সালাম দেয়া । ২,কোন মুসলমান আহব্বান করলে তার আহব্বানে সাড়া দেয়া । ৩,কোন মুসলমান হাঁচি দিলে তার জবাব দেয়া । ৪.রোগাক্রান্ত হলে তার সেবা যত্ন করা । ৫,কোন মুসলমান মূত্যুবরণ করলে তার জানাযায় অংশ নেয়া । ৬.নিজের যা পছন্দ অন্যের জন্যেও তা পছন্দ করা ।

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন-  রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- “এমন দু’টি বাক্য আছে যা উচ্চারণ করতে খুবই সহজ, ওজন-দণ্ডের পরিমাপে খুবই ভারী, দয়াময় আল্লাহর নিকট খুবই প্রিয় (বাক্য দু’টি হলো)-  ‘সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি  সুবহানাল্লাহিল ‘আযীম’ (অর্থ: মহা পবিত্র আল্লাহ্, তাঁর জন্য সমস্ত প্রশংসা।  মহা পবিত্র আল্লাহ্, তিনি মহামহিম।)”   [মুত্তাফাকুন 'আলাইহি, বুখারী: ৬৪০৬, মুসলিম: ২৬৯৪]

আবু যার (রাঃ) থেকে বর্ণনা করেন যে, নবী করীম (সাঃ) বলেছেনঃ তিন ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না ।   (১) খোটা দাতা - যে ব্যক্তি কিছু দান করেই খোটা দেয়,   (২) যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রয় করে এবং   (৩) যে ব্যক্তি টাখনুর নিচে ঝুলিয়ে ইযার পরিধান করে।  [কিতাবুল ঈমান অধ্যায় ::  সহিহ মুসলিম :: খন্ড ১ :: হাদিস ১৯৩]
কোরান হাদীস বাংলা ইসলামিক এসএমএস sms

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন:  ‘তোমাদের কেউ কি এক রাতে কুরআনের এক তৃতীয়াংশ পড়তে পারবে?’   তারা এটাকে কঠিন মনে করল এবং বলল:  ‘হে আল্লাহ্‌র রাসূল! আমাদের মধ্যে কেইবা সেটা করতে সক্ষম হবে?’   তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন :  "এ সূরাটি (সূরা এখলাছ) একবার পড়লে পুরা কুরআনের তিন ভাগের এক ভাগ তিলাওয়াত করার সাওয়াব পাওয়া যায়।’’

‘‘যে ব্যক্তি কুরআনের একটি হরফ পাঠ করে, তাকে একটি নেকি প্রদান করা হয়। প্রতিটি নেকি দশটি নেকির সমান। আমি বলি না যে, আলিফ-লাম-মীম একটি হরফ। বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মীম একটি হরফ’’ [সুনান আত-তিরমিযী: ২৯১০, সহীহ]।


হযরত মোহাম্মদ (সাঃ) বলেছেন২টা জিনিশ কাছে রাখলে কোন দিন বিপদ আসবেনা ১=কোরআন ২=হাদিস। ইহা ১০০% সত্য

Tuesday, March 8, 2022

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এসএমএস | পবিত্রর রমজান এর এসএমএস হাদিস | ramadan mubarak wishes sms bangla

 পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এসএমএস | পবিত্র রমজান এর এসএমএস হাদিস | ramadan mubarak wishes sms bangla



রমজান গুনাহ মোচনের অন্যতম মাধ্যম 

আল হাদিস


রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য শুপারিশকারী হবে 

আল হাদিস


জানি পুলিশ করবে হামলা,হবে জেল মামলা জানি বুলেট পর্র্বে বুকে,তবুও মোরা দারাবো রুখে|দিবো লক্ষ প্রাণ,তবুও”কোরাআন”হোক সংবিধান


গেল রাত এল দিন, ফিরে এল জুম্মার দিন। জুম্মার সময় করবেনা লসস, জুম্মার নামাজ গরীবদের হজ্জ। জলদি যাও নামাজ পরতে, গুরুত্ত দাও এই দিনটাকে। হেপ্পী জুম্মাহ মোবারক টু মাই অল ফ্রেন্ড।


রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ 

আল হাদিস


বেশি বেশি দান করে ,দানের সওয়াব নিও তুলে

 তাহাজ্জুদের পুণ্য টুকু নিতে মন যেন না যায় ভুলে 

 পড়বে কোরআন প্রতিদিন সুরের দরজা খুলে 

 সেই কোরআনের মধুর সুরে সবার মন উঠবে আনন্দে দুলে।


t


এলো রে এলো... ওই মাহে রমজান

 মানবজাতির তরে আল্লহতায়ালার শ্রেষ্ঠ দান

 পুণ্যের সূর্য উদয় হয়ে, পাপের হবে অবসান

 জং গুলো সব ঝোরে গিয়ে,ঈমান করবে শাণ

 রহমতেরই ডালি নিয়ে আসছে ওই!মাহে রমজান!


সামনে আসছে রোজার ‘Din’ খারাপ কাজ চেড়ে ‘Din’ ভালো কাজে যোগ ‘Din’ রোজা রাখো ‘৩০Din’ ইবাদত করো প্রতি ‘Din’


‘দুনিয়া নিয়ে দুঃশ্চিন্তা করা অন্তর হলো অন্ধকারাচ্ছন্ন, আখিরাত নিয়ে দুঃশ্চিন্তা করা অন্তর হলো আলোকিত’।



কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন তার সাথে সম্পর্ক ভাল রাখতে হয়। ঠিক তেমন আল্লাহর কাছ থেকে কিছু পেতে হলে, আল্লাহর সাথে সম্পর্ক ভাল রাখতে হবে!!!



পৃথিবীর সবচেয়ে জটিল অংকের নাম ‘জীবন’। যে সূত্রেই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে।।


আপনি জানেন কী?? ১৪০০ বছরআগে থেকেইআপনাকে কেউ একজনভালোবাসে?এখনও সেইমানুষটি আপনার জন্য এখনওকেঁদে যাচ্ছেন____আর সেইমানুষটি হলো আমাদেরপ্রিয় নবী__হযরতমুহাম্মদ(সাঃ)



◆GP: দূরত্ব যতই হোক মসজিদে যান । 

 ◆Banglalink: আমরা নামাজ পড়েছি, আপনি পড়েছেন তো৷ 

 ◆Airtel: নামাজের টানে মসজিদে আনে৷ 

 ◆Robi: জেগে উঠুন আযানের ডাকে৷



Sunday, October 17, 2021

ইসলামিক এসএমএস, Islamic Bangla SMS, ইসলামিক ইমোশনাল স্ট্যাটাস,ইসলামিক Sms

ইসলামিক এসএমএস, Islamic Bangla SMS, ইসলামিক ইমোশনাল স্ট্যাটাস, ইসলামিক Sms 

ইসলামিক Sms

আল্লাহ আমায় জাগিয়ে দিয়..  ফজর যখন হবে.. ফজরের আজান শুনে উঠবো আমি জেগে..  ফজরের নামাজ যেন হয় আমার দিনের প্রথম কাজ..  এমন ভাগ্য দেও আমাকে..  দেও আমাকে আজ...//


আজান নামাজেট আহ্বান..  নামাজ বেহেশতের চাবি.. বেহেশত পরকালের বাড়ি..  পরকালের চীর সাথী.. তাই আজন শুনে নামাজ পরো..//
 

গান ভালবাসো পাবে শুধু ফান.. ইসলামকে ভালবাস পাবে সম্মান..  রাসুলকে ভালবাস হবে আদর্শবান..  আল্লাহ কে ভালবাস পাবে দো-জাহান.. তাই গান কে জানাও এখনই বিদায়..
ইসলামিক এসএমএস

GP:- কাছে থাকুন রোজা রাখুন..
Banglalink:- আমরা রোজা রাখেছি আপনি রাখছেনতো..? 
Airtel:- রোজার টানে পাশে আনে..
Robi:- জলে উঠুন রোজার রহমতে. //

 
লজ্জাহীন নারী আর লবন হীন তরকারি একই রকম..
 
লজ্জা হীন নারী সাপের মতো..  দরতে খুপ নরম কিন্তু সোবল মারাত্বক..  হযরত আলী (রঃ)

নবীর অপমানে যদি কাদে না তোর মন..  মুসলিম না মুনাফিক তুই ইসলামের দুশমন.. 

Islamic এসএমএস বাংলা

পৃথিবীতে যা কিছু করবা কর কিন্তু নামাজ বাদ দিয়ো না..  কারণ নামাজ তুমাকে সকল বিপদ থেকে রক্ষা করবে....
 

কোরান তিলাওয়াত শুন ইসলামকে বরণ কর..  হযরত মুহাম্মদ (সঃ) কে ভালবাস..  পাঁচ ওয়াক্ত নামাজ পর..  জীবন টাকে সুন্দর করো ভালো লাগলে এসএমএসটাকে শেয়ার কর....//
 

১,২,৩, নামাজ পরো প্রতিদিন... ৪,৫,৬, নামাজ পরতে কিসের ভায়..?? ৭,৮,৯, নামাজ পরা খারাপ নয়.. ১০,১১,১২ পাঁচ ওয়াক্ত নাম পরো...///
  

ইসলামিক পোস্ট বাংলা

একদিন সাদা কাফন পরে জেতে হবে অন্ধকার কবরে..  তুমার সবকিছু পরে রবে দুনিয়াতে.. একবার ভাব তুমি মরে গেলে কি জাবে তুমার সাথে.?? দয়া করে আল্লাহ কে ভয় কর...///
 

একটি লজ্জিত ও পর্দানশীন নারী তার বাবার জন্য গর্ব..  ভাইয়ে জন্য সম্মান জনক..  স্বামীর জন্য সম্পদ..  সন্তানের জন্য আদর্শ মা..///
 
একজন মুসলমান যদি দুনিয়াতে অপর মুসলমান ভাইয়ের একটা উপকার করে তবে আল্লাহ তার ৭৩ টা উপকার করবেন.. ১টা দুনিয়াতে আর ৭২ টা আখিরাতে..  সুবহানাল্লাহ...  
ইসলামিক মেসেজ ফটো

একটা নির্দিষ্ট সমর তুমাকে এই মায়ার পৃথিবী ছেরে জলে জেতে হবে..  যদি তুমি জান্নাত লাভ করতে চাও তবে জীবনের প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট চিন্তা করে কাজ কর...///
 

তুমার আমার ঠিকানা মাটির ঘরের বিছানা.. সঙ্গের সাথী কেও থাকবেনা.. ভূলে যাও সব কিছু মরণ নিবে তুমার পিছু.. সবাই তুমার হবে পর..  আপন হবে মাটির ঘর....///
 
তুমি ঐ দিনকে ভয় করো যে দিন তুমার তুমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবপ.. তুমার হাত পা তুমার অঙ্গ তুমার কৃত কর্মের হিসাব দিতে থাকবে.. 

 

Monday, April 13, 2020

রমজান শুভেচ্ছা এসএমএস স্টেটস ছবি পিকচার | ramadan mubarak status bangla

রমজান শুভেচ্ছা এসএমএস স্টেটস ছবি পিকচার | ramadan mubarak status bangla    



রমজানের স্টেটস 


রমজানের শুভেচ্ছা পিকচার  

Ramadan mubarak   


Ramadan mubarak Bangla sms    

Ramadan pic

Bangla Islamic photo

ইসলামিক বাণী

রমজানের এসএমএস 

পবিত্র মাহে রমজান  

মাহে রমজানের শুভেচ্ছা  

মাহে রমজান ২০২০  

Saturday, May 11, 2019

রমজান মুবারক শুভেচ্ছা, এসএমএস sms, শুভেচ্ছা, ছবি চিত্র, উক্তি Ramadan Mubarak SMS image download

 রমজানে মোবারক এসএমএস sms

উড়ছে পাখি গাচ্ছা গান..  মাহে রমজানের আহবান.. ওরে বন্ধু মুসলমান পড়তে থাকো আল কোরান...  কোরান পড় বেশি বেশি শেয়ার করো বেশি বেশি


রমজান আল্লাহর ইবাদতের এক অভূতপূর্ব ট্রেনিং স্বরুপ
আল হাদিস

রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়
আল হাদিস




জিপিঃ- কাছে থাকো রেজা রাখো 
বাংলালিংক ঃ- আমরা রোজা রাখছি আপনি রাখছেন তো..?
এয়ারটেলঃ-রোজা টেনে পাসে আনে
রবিঃ- জলে উঠুন রোজার রহমতে


রোজা মানুষকে আখেরাত মুখী করে
আল হাদিস


রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয়
আল হাদিস

রোজার পুরষ্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন
আল হাদিস



রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য শুপারিশকারী হবে
আল হাদিস

রমজান গুনাহ মোচনের অন্যতম মাধ্যম
আল হাদিস


রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ
আল হাদিস

রমজান জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল
আল হাদিস


রমজানের শেষ রাতে সকল উম্মতকে মাফ করা হয়
আল হাদিস

রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়
আল হাদিস





ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করেন
আল হাদিস

রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশী ঘ্রানযুক্ত
আল হাদিস


আপনি জানেন কী?? ১৪০০ বছরআগে থেকেইআপনাকে কেউ একজনভালোবাসে?এখনও সেইমানুষটি আপনার জন্য এখনওকেঁদে যাচ্ছেন______________আর সেইমানুষটি হলো আমাদেরপ্রিয় নবী____হযরতমুহাম্মদ(সাঃ)

ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ কে আমি ভালবাসি, নদীর ঢেও পাখির গান কুরআন আমার সংবিধান সবুজ শেমল রুপে ঘেরা ইসলাম ধর্ম সবার সেরা।

শুভ রজনী, শুভ দিনরাখো রোযা ৩০দিন, ১১মাসের পাপ১মাসে করো ছাপ,দিন যায় দিন আসেরোযা পাবেনা প্রতি মাসে...তাই এই পবিত্র মাসে সবটিরোযা রাখো? সবাইকে জানাই{পবিত্র রমজান মোবারক}



আলিম হব,জাহিল থাকবনা।দাড়ি রাখব,মিছা কথা বলব না।মিছামিছি হাসবনা,ঈমান ঠিক রাখব। মসজিদ আবাদ করব,জলে উঠুন ঈমানি শক্তিতে।



নামাজ রোজা নাহি কাজাকরবো না ভাই কভু,,নয়তো রাজা দিবেন সাজাযিনি মোদের প্রভু,,নামাজ রোজা অনেক সোজাইচ্ছে যদি করো,, মনের মতো সময় মতোনামাজ রোজা করো,,পণ করো আজ পড়বোরাখবো সদা রোজা,,তা না হলে পরকালেপেতে হবে সাজা,, বেহেস্তেতে থাকবো মেতেহবে কত মজা...

রমজান মুবারক 2020 শুভেচ্ছা, এসএমএস, শুভেচ্ছা, চিত্র, উক্তি
রমজান / রমজান মুবারক 2020: শুভেচ্ছা, এসএমএস, শুভেচ্ছা, চিত্রসমূহ রমজান মোবারক ছবি

রমজান ফেসবুক ট্যাটাস রমজান মোবারক লেখা ছবি ramadan Mubarak image hd 2020 ramadan Mubarak images 2020 ramadan Mubarak images hd ramadan Mubarak imagesরমজানুল মোবারক sms  ছবিরমজানুল মোবারক লেখা ছবিরমজান মোবারক ছবি